CWC Recruitment Stenographer Post 2025: সেন্ট্রাল ওয়াটার কমিশন, নিউ দিল্লীর জন্য স্টেনোগ্রাফার নিয়োগ করছে ১১টা পোষ্টে। যারা উচ্চমাধ্যমিক পাশ এবং স্টেনো শিখেছেন তাদের জন্য দারুণ সুযোগ চলে এসেছে। সেন্ট্রাল ওয়াটার কমিশন যাদের নিয়োগ করছে তারা প্রচুর ফ্যাসিলিটিও পাবে। অতএব তাড়াতাড়ি অফলাইনের মাধ্যমে আবেদন জানান।
স্টেনোগ্রাফার পদে যোগ্যতা, অফলাইনে আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়ার মতন বিভিন্ন আলোচনা নিয়ে এসেছি আজকের প্রতিবেদনটিতে।
নিয়োগকারী দপ্তর : Central Water Commission (CWC)
পদের নাম (CWC Recruitment Stenographer Post 2025)
Stenographer Grade I
শূন্যপদের সংখ্যা
মোট শূন্য়পদ ১১টি।
শিক্ষাগত যোগ্যতা
সেন্ট্রাল ওয়াটার কমিশনের নোটিফিকেশন অনুযায়ী এই স্টেনোগ্রাফার পদের যোগ্যতা 12th পাশ যেকোন স্বীকৃত বোর্ড বা বিদ্যালয় থেকে।
Read More: এইমস রায়পুর, ক্লিনিক্যাল রিসার্চ কোঅর্ডিনেটর নিয়োগ! আবেদনপত্র পাঠান ই-মেলের মাধ্যমে।
বেতনক্রম (CWC Recruitment Stenographer Post 2025)
স্টেনোগ্রাফার গ্রেড I পদে আগ্রহী প্রার্থীরা এই চাকরীতে বেতন পাবেন, ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা।
আবেদন ফি
আবেদনের ফি-র ব্যাপারে এখানে কোন উল্লেখ করা নেই। তবে নোটিফিকেশনটি মন দিয়ে পড়ে নেবেন।
বয়সসীমা
ওয়াটার কমিশনের নোটিফিকেশন অনুসারে এই পদের জন্য যে বয়সসীমা রাখা হয়েছে তা সর্বোচ্চ ৫৬ বছর। 10/05/2025 অনুসারে বয়স হিসাব করে নিতে হবে।
আবেদন প্রক্রিয়া
- অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
- স্টেনোগ্রাফার পদের আবেদনের জন্য নোটিফিকেশন চেক করতে হবে।
- অফিসিয়াল লিঙ্ক থেকে স্টেনোগ্রাফার পদের ফর্ম ডাউনলোড করে প্রিন্ট বার করতে হবে।
- আবেদনপত্র প্রিন্ট করে ভালো করে বুঝে পূরণ করতে হবে যাতে অপরিষ্কারভাবে কিছু লেখা না থাকে।
- তারপর আবেদনপত্র সমেত সমস্ত ডকুমেন্টস একটা খামে ভরে পোষ্টের মাধ্য়মে নীচে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।
- আবেদনপত্র পাঠাবার আগে একটা মোবাইল দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা
আবেদনপত্রসহ সমস্ত কিছু একটা সাদা খামে ভরে ইণ্ডিয়ান পোষ্টের মাধ্যমে পাঠিয়ে দিতে বলা হয়েছে এই ঠিকানায়-
ঠিকানাটি হল- SEWA BHAWAN, ROOM NO. 528 (N), R.K PURAM, CENTRAL WATER COMMISSION, NEW DELHI-110066.
নিয়োগ প্রক্রিয়া
সিলেকশন পদ্ধতি (CWC Recruitment Stenographer Post 2025) মোটামুটি ইন্টারভিউয়ের মাধ্যমে সংঘটিত হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন পাঠানো শুরু হবে | 12/03/2025 অনেক আগে শুরু হয়ে গিয়েছে। |
আবেদন পাঠানোর শেষ তারিখ | 10/05/2025 |
প্রয়োজনীয় লিঙ্কসমূহ
অফিসিয়াল নোটিফিকেশন এবং আবেদনপত্রের পিডিএফ কপি | ডাউনলোড করে নিন। |
অফিসিয়াল ওয়েবসাইটটি | দেখে নিন। |