Digital India Corporation Recruitment 2025 : ডিজিটাল ইণ্ডিয়ায় কাজের সুযোগ। ডিজিটাল ইণ্ডিয়া কর্পোরেশনে(Digital India Corporation) এ 32টি শূন্যপদে কনসালট্যান্ট, সিনিয়র কনসালট্যান্ট, হেড এসইএমটি(Heat SeMT) নিয়োগ করছে। ডিজিটাল ইণ্ডিয়ায় মত জায়গায় চাকরি পাওয়া একটা দারুণ সুযোগ হতে চলেছে চাকরী প্রার্থীদের কাছে। যত তাড়াতাড়ি পার অনলাইনে আবেদন কর।
আবেদন করার জন্য আমার এই প্রতিবেদনটি অনুসরণ কর। এবং যেভাবে বলছি সেইভাবেই প্রতিবেদনটি পড়ে নীচে নোটিফিকেশনটি ডাইনলোড করে মন দিয়ে ভালোভাবে পড়ে আবেদন প্রক্রিয়া শুরু করে দাও এবং যা যা আমার প্রতিবেদনে আমি উল্লেখ করবো সেগুলি মন দিয়ে দেখো নিজে করার চেষ্টা কর।
শিক্ষাগত যোগ্যতা কি দরকার? সর্বোচ্চ বয়স কত আবেদন করার জন্য? মাসি মাইনে কত পাবেন? শূন্যপদ কত রয়েছে? নিয়োগ কেমনভাবে হবে এইসব নিয়েই আজকের প্রতিবেদনটি শুরু করছি সঙ্গে থাকো।
Important Dates
| আবেদন শুরু | 24/01/2025 (শুরু হয়ে গিয়েছে)। |
| আবেদনের শেষ তারিখ | 14/02/2025 (রাত ১২টা পর্যন্ত)। |
নিয়োগকারী দপ্তর : Digital Indian Corporation (DIC)
পদের নাম ও শূন্যপদের সংখ্যা
| Post Name | Vacancy |
| Head SeMT | 08 |
| Senior Consultant | 10 |
| Consultant | 14 |
Salary (Digital India Corporation Recruitment 2025)
| Post Name | Salary (Per Year) |
| Head SeMT | 37,00,000 টাকা বছরে পাবেন। |
| Senior Consultant | 30,00,000 টাকা এক বছরে পাবেন। |
| Consultant | 20,00,000 টাকা প্রতি বছর পাবেন। |
শিক্ষাগত যোগ্যতা
| Post Name | Qualification |
| Head SeMT | Graduation, BE/B.Tech, Post Graduation, ME/M.Tech, MCA, MBA, MS |
| Senior Consultant | Graduation, BE/B.Tech, MCA |
| Consultant | Graduation, BE/B.Tech, MCA |
বয়সসীমা
উপরোক্ত (Digital India Corporation Recruitment 2025) পদের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৫৫ বছর (14 ফেব্রুয়ারি, 2025) হিসাবে বয়স হিসাব করে নিতে হবে।
আরও পড়ুন : টেলিকম সংস্থায় সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ! বেতন, 1,51,100 টাকা।
আবেদন পদ্ধতি (Digital India Corporation Recruitment 2025)
উপরোক্ত পদগুলিতে আবেদনের ক্ষেত্রে নিম্নলিখিত স্টেপগুলি দেখতে হবে-
১) প্রথমে ডিজিটাল ইণ্ডিয়া কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) আবেদন করার আগে প্রার্থীদের তাদের সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে রাখতে হবে।
৩) অনলাইনে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রার্থীকে নিজের ই-মেল আইডি এবং নিজস্ব মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। ডিপার্টমেন্টের তরফ থেকে সেই মেল অ্যাড্রেসেই সমস্ত ম্যাসেজ পাঠানো হবে।
৪) প্রার্থীদের নিজের নাম, কোন পদে আবেদন করছে, জন্ম তারিখ, পার্মানেন্ট ঠিকানা, ই-মেল অ্যাড্রেস সমস্ত কিছু ঠিকভাবে পূরণ করতে হবে নাহলে, পরে কিন্তু এডিট করতে পারা যাবে না।
৫) সমস্ত ডকুমেন্ট দিয়ে ফাইনাল সাবমিট করার পর প্রার্থীদের একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে ভবিষ্যতে দরকার লাগবে।
ডকুমেন্ট কি লাগবে?
- বর্তমানে তোলা একটা কালার ফটো। (জেপিজি ফরম্যাটে)
- নিজের স্বাক্ষর।
- আইডি প্রুফ।
- জন্মের প্রমাণপত্র।
- বৈধ ই-মেল আইডি।
- মোবাইল নম্বর।
নিয়োগ পদ্ধতি
প্রথমে (Digital India Corporation Recruitment 2025) লিখিত পরীক্ষা এবং তারপরে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এবং সর্বশেষ ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে ফাইনাল নিয়োগের সময়।
আবেদন ফি
এখানে কোন আবেদন ফি লাগবে না।
Important Links
| Official Notification & Application Format (pdf) | Click Here |
| Apply Online | Click Here |
| Official Website | Click Here |


