District Judge Cuttack Recruitment 2025: উড়িষ্যার জেলা জর্জ কোর্টে গ্রাজুয়েট পাশে জুনিয়র ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত।

By Subhasis Ghosal

Published On:

Follow Us
District Judge Cuttack Recruitment 2025

District Judge Cuttack Recruitment 2025: জেলা জর্জ কোর্ট, কটক নির্দিষ্ট ফরম্যাটে একটা দরখাস্ত আহ্বান করছে যেখানে, ক্লাক কাম টাইপিস্ট এবং বেতনভুক আমিন এই দুটো পদে নিয়োগের জন্য। যে নিয়োগটি ২০১৪ সালে মাননীয় হাইকোর্টের বিচারাধীন বিষয়বস্তু ছিল। সেই নিয়োগটি এখন সম্পূর্ণ হতে চলেছে।

জেলা জর্জ কোর্টে নিয়োগের যোগ্যতা, আবেদন ফি, বেতন কাঠামো কত, এর সাথে আরও জানাব কিভাবে আবেদন পাঠালে আবেদনপত্র বাতিল হবে না এবং যারা ইতিমধ্যে গর্ভমেন্ট সার্ভিস করছেন আর এই পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাদের কিভাবে আবেদন করতে হবে।

সমস্ত কিছুরই আলোচনা আপনাদের সামনে রাখব প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন এবং আবেদন করতে কোন অসুবিধা হলে নীচে দেওয়া বক্সে কমেন্ট করুন আমি আপনাদের সমস্যা সমাধানের চেষ্টায় থাকবো।

নিয়োগকারী দপ্তর: OFFICE OF THE DISTRICT JUDGE, CUTTACK

পদের নাম এবং শূন্যপদের সংখ্য়া

পদের নামশূন্যপদ কতগুলি
JUNIOR CLERK-CUM-COPYIST30 টি।
SALARIED AMIN04 টি।

শিক্ষাগত যোগ্যতার বিবরণ দেখুন।

JUNIOR CLERK-CUM-COPYIST: ভারতের নাগরিক হতে হবে। যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হতে হবে। কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের ডিপ্লোমা থাকতে হবে। ওড়িয়া ভাষায় পড়তে, লিখতে ও বলতে জানতে হবে। নোটিফিকেশন দেখে নিন।

SALARIED AMIN: চাকরি প্রার্থীকে অন্তত মাধ্যমিক পাশ করে থাকতে হবে যে কোন স্বীকৃত বোর্ড থেকে। আরও জানতে নোটিফিকেশন দেখুন।

Read More: কাস্টম কমিশনার অফিসে গ্রুপ ‘সি’ পদে নিয়োগ! যোগ্যতা সর্বনিম্ন মাধ্যমিক পাশ।

বেতন পরিকাঠামো (District Judge Cuttack Recruitment 2025)

JUNIOR CLERK-CUM-COPYIST: এই পদের ক্ষেত্রে সরকারি বেতন মাসে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।

SALARIED AMIN: আমিন পদটির ক্ষেত্রে সরকারি বেতন আপনারা পাবেন ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।

দুটি পদের বয়সসীমা কেমন?

JUNIOR CLERK-CUM-COPYIST: সাধারণ চাকরি প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর। কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন সরকারি নিয়ম অনুসারে।

SALARIED AMIN: আমিনের ক্ষেত্রে বয়সসীমা একই থাকবে।

আবেদন (District Judge Cuttack Recruitment 2025)

  • প্রথমে আপনি জেলা জর্জ কোর্ট, কটক এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন।
  • হোম পেজে ক্লাক-কাম-টাইপিস্ট ও স্যালারিড আমিন এই দুটি পদের নোটিফিকেশন বের হয়েছে কিনা দেখে নেবেন।
  • তারপর যে পদে আপনি আবেদন করবেন সেই পদের আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট বার করে নেবেন।
  • সম্পূর্ণ তথ্য দিয়ে পূরণ করবেন আবেদন ফর্মটি এবং সমস্ত নথিপত্রের জেরক্স করে তাতে অ্যাটেস্টেড করে পাঠিয়ে দেবেন অফিসের ঠিকানায় ১৯ জুন তারিখের আগে বা সেই তারিখে।

আবেদনপত্রের সাথে ডকুমেন্ট কি লাগবে দেখে নিন।

১। ক্লাক-কাম-টাইপিস্টের জন্য উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এবং বয়সের প্রমাণপত্র যেখানে আছে সেই অ্যাডমিট কার্ড।

২। অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে তার অ্যাটেস্টেড কপি।

৩। কম্পিউটার ডিপ্লোমার অ্যাটেস্টেড কবি।

৪। গ্রায়ুয়েশেন সার্টিফিকেটের অ্যাটেস্টেড কবি।

৫। চারটে নিজের স্বাক্ষর করা কালার ফটোগ্রাফ একটা দরখাস্তের মধ্যে আটকানো থাকবে।

৬। দুটো এনভেলপ খাম তাতে ৪২ টাকার পোষ্টাল স্ট্যাম্প লাগানো।

৭। একটা ডিক্লারেশন যেটাতে লেখা থাকবে আপনি বিবাহিত এবং একটি পত্নী নিয়ে থাকেন। যদি আপনি বিবাহিত হন তবেই।

৮। দুটো ক্যারেক্টার সার্টিফিকেটের অরিজিনাল এবং কপি।

৯। কাস্ট সার্টিফিকেট।

১০। শারীরিক অক্ষমতার সার্টিফিকেট।

১১। নো অবজেকশন সার্টিফিকেট যদি আপনি অন্য কোথাও গর্ভমেন্ট বা নন-গর্ভমেন্ট চাকরি করে থাকেন তাহলে দেবেন।

আবেদন পাঠানোর ঠিকানা

DISTRCIT JUDGE-CUM-CHAIRMAN, DISTRICT RECRUITMENT COMMITTEE, CUTTACK.

এই ঠিকানায় পাঠিয়ে দিন আবেদনপত্র এবং অন্যান্য ডকুমেন্টস।

আবেদন ফি

পরীক্ষা ফি বাবদ কোন আবেদন ফি লাগবে না চাকরি প্রার্থীদের।

নিয়োগ প্রক্রিয়া

  1. লিখিত পরীক্ষা। সিলেবাসের জন্য (District Judge Cuttack Recruitment 2025) নোটিফিকেশন দেখে নিন।
  2. ইন্টারভিউ।

IMPORTANT DATES

LAST DATE TO SEND APPLICATION: 19/06/2025

IMPORTANT LINKS

District Judge Cuttack Recruitment 2025DOWNLOAD HERE
OFFICIAL WEBSITECLICK HERE

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment