DM And Collector Office N24 Pgs Recruitment: উত্তর চব্বিশ পরগণা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর অফিসে কনট্রাকচুয়াল ডিলিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ! সরকারি নোটিফিকেশন দেখুন।

By Subhasis Ghosal

Published On:

Follow Us
DM And Collector Office N24 Pgs Recruitment

DM And Collector Office N24 Pgs Recruitment : উত্তর চব্বিশ পরগণা জেলার কালেক্টর অফিসে জবের একটা নোটিফিকেশন বের হয়েছে। অফলাইনে আবেদন জানাতে হবে। ইচ্ছুক প্রার্থীরা ২৮ এপ্রিল, ২০২৫ এর আগে north24parganas.gov.in এই ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনটি ভালোভাবে দেখে নাও।

যদি তোমরা ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর অফিসে চাকরী করতে চাও তাহলে আবেদনপত্র প্রিন্ট আউট করে সমস্ত তথ্যগুলি পূরণ করে নীচে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দাও।

কনট্রাকচুয়াল ডিলিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদের শিক্ষাগত যোগ্যতা, বয়সক্রম, মাস মাইনে সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করব এই প্রতিবেদনে।

নিয়োগকারী দপ্তর : Office of the District Magistrate & Collector North 24- Parganas.

পদ এবং শূন্যপদের বিবরণ

পদের নামশূন্যপদ
Contractual Dealing Assistant04

শিক্ষাগত যোগ্যতা

পদের নামযোগ্যতা
Contractual Dealing Assistantডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর অফিস উত্তর চব্বিশ পরগণার নোটিফিকেশন চেক করুন।

বেতন (DM And Collector Office N24 Pgs Recruitment)

পদের নামমাসিক বেতন
Contractual Dealing Assistant10,000/- প্রতি মাসে।

আবেদন ফি

আবেদন ফি দিতে হবে না।

Read More : মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশেন, কনসালট্যান্ট নিয়োগ করছে! ই-মেলের মাধ্যমে আবেদনপত্র পাঠান।

বয়সসীমা কত?

কনট্রাকটুয়াল ডিলিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য় সর্বোচ্চ বয়স ৬৪ বছর (01/04/2025 অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে)।

আবেদন (DM And Collector Office N24 Pgs Recruitment)

  1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  2. যাওয়ার পর উত্তর চব্বিশ পরগণা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর অফিসের Recruitment or Carrers অপশনে গিয়ে যে পদের জন্য আবেদন করবেন নোটিফিকেশনে সেই পদে আবেদনের জন্য যা চাওয়া হয়েছে সমস্ত কিছু দেখে নিন।
  3. তারপর অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিন নোটিফিকেশন লিঙ্ক থেকে।
  4. আবেদন করার আগে সেই পদে আবেদনের শেষ তারিখ ভালো করে দেখে নিন।
  5. আবেদন ফর্মটি ভালো করে মন দিয়ে পড়ে তারপর যেসব তথ্যগুলি চাইছে ভালোভাবে বুঝে পূরণ করুন কোন ভুল না করেই।
  6. আবেদনপত্র পূরণ করা হয়ে গেলে ২৮ এপ্রিল, ২০২৫ এর মধ্যে পাঠিয়ে দিন নির্দিষ্ট ঠিকানায়।
  7. অ্যাপ্লিকেশন ফর্ম নম্বর বা অ্যাকনলেজমেন্ট নম্বরটি নিজের কাছে রেখে দিন ভবিষ্যতের জন্য।

আবেদনপত্র পাঠানোর নির্দিষ্ট ঠিকানা

দরখাস্ত পাঠানোর জন্য ঠিকানাটি হল-

Gr-C Establishment Cell, Officer of the District Magistrate & Collector, North 24 Paraganas, 1st Floor, Barasat Collector Office. (দুপুর 12 টা থেকে বিকেল ৪ টের মধ্যে পৌছনো চাই)।

নিয়োগ প্রক্রিয়া

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের এবং সেই সময় ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে (DM And Collector Office N24 Pgs Recruitment) অরিজিনাল সমস্ত টেস্টিমোনিয়ালস।

Important Dates

অফলাইনে আবেদনের শুরুর তারিখ03/04/2025
আবেদনের শেষ তারিখ (অফলাইন)28/04/2025

Important Links

অফিসিয়াল নোটিফিকেশনডাউনলোড করুন।
অফিসিয়াল ওয়েবসাইটক্লিক করুন।

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment