DOT Recruitment Apply Offline 2025: পশ্চিমবঙ্গের টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট তাদের পশ্চিমবঙ্গ, গ্যাংটক, সিকিম আর পোর্ট ব্লেয়ার লোকেশনে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং টেলিকম অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করতে চলেছে। ডট ক্যারিয়ার অফিসিয়াল ওয়েবসাইট dot.gov.in 2025 গিয়ে ২ মে এর আগে অফলাইনে আবেদন জানাতে পারবেন।
লোয়ার ডিভিশন ক্লাকের জন্য আবেদনের যোগ্যতা, বয়স কত চাইছে, বেতন মাসে কত দেবে, নিয়োগ কিভাবে করবে ঐ সংস্থা, এই সমস্ত জানার জন্য যারা অপেক্ষায় আছেন তাদের বলব, আজকের এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।
আপনাদের চাকরির ব্যাপারেই সমস্ত ভারতবর্ষ থেকে নিয়ে আসি চাকরির প্রতিবেদনগুলি। আপনারা নোটিফিকেশন খুঁটিনাটিয়ে পড়ে তারপর বিচার-বিবেচনা করে আবেদন করবেন। আমাদের উদ্দেশ্য ভারতবর্ষে সব বেকাররাই চাকরি পাক সঙ্গে থাকুন। আর চাকরি পাইয়ে দেবার নাম করে কাউকে কোনরকম টাকা-পয়সা দেবেন না।
নিয়োগকারী দপ্তর : Department of Telecommunication (DOT)
পদ ও শূন্যপদের বিবরণ
পদের নাম | শূন্যপদ |
Lower Division Clerk | 03 |
Telecom Assistant | 01 |
শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
Lower Division Clerk | 12th বা উচ্চমাধ্যমিক পাশ যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে। |
Telecom Assistant | ডিপ্লোমা, B.Sc. |
বেতনক্রম (DOT Recruitment Apply Offline 2025)
পদের নাম | মাসিক বেতন |
Lower Division Clerk | 19,900-63,200/- মাসে বেতন। |
Telecom Assistant | 29,200-92,300/- Per Month. |
বয়সক্রম
ডিপার্টমেন্ট টেলিকমিউনিকেশন অফিসের নোটিফিকেশন অনুযায়ী উপরোক্ত দুটি পদের বয়সের ঊর্ধ্বসীমা ৫৬ বছর (25/03/2025 অনুযায়ী)।
আবেদন ফি (DOT Recruitment Apply Offline 2025)
আবেদন ফি এর কোনো উল্লেখ নাই।
আবেদন পদ্ধতির বিবরণ
- অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- DOT Recruitment or Careers অপশনে গিয়ে কোন পদ দেখে নিতে হবে।
- অ্যাপলিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য নোটিফিকেশন লিঙ্ক থেকে।
- আবেদন জানানোর শেষ তারিখ চেক করে নিতে হবে।
- খুব ভালোভাবে আবেদনফর্মটি পূরণ করবেন সেখানে কোন ভুল করবেন না। ভুল করলে বাতিল হতে পারে আবেদনপত্রটি।
- ফর্মের অ্যাপ্লিকেশন নম্বর/অ্যাকনলেজ নম্বর প্রিন্ট করে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন।
আবেদনপত্র পাঠানোর জন্য ঠিকানা
আবেদনপত্র ভালোভাবে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টসের জেরক্স করে তাতে অ্যাটেস্টেড করে ইণ্ডিয়ান পোষ্টের মাধ্যমে পাঠিয়ে দিন এই ঠিকানায়-
To Director, Department of Telecommunications, Special DGT, West Bengal.
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া (DOT Recruitment Apply Offline 2025) হবে এবং শেষে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে।
Important Dates
Start Date Offline Application | 18/03/2025 (শুরু হয়েছে)। |
Last Date Offline Application | 02/05/2025 |
Important Links
Notification & Application Form (PDF) | Download Here |
Official Website | Click Here |