DOT Sub Divisional Engineer Recruitment 2025: যারা ইঞ্জিনীয়ার ডিগ্রি করে বসে আছেন তাদের জন্য একটা দারুণ সুখবর। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (DOT) সংস্থায় ৪৮টি শূন্যপদে সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার নিয়োগ করছে। আপনারা যারা বি.ই/বি.টেক ডিগ্রী করে বসে আছেন তাদের জন্য দারুণ একটা সুযোগ এই পদে আবেদন করবার।
তাই দেরি না করে আজই আবেদন করুন। কারণ এর তারিখ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু চিন্তার কিছু নাই সময় আরও বাড়ানো হয়েছে। শুধুমাত্র ইন্টারভিউ হবে তারপরই নিয়োগ দেওয়া হবে আর সবচেয়ে বড় বিষয় এখানে কোন আবেদন ফি লাগবে না।
শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, বয়সসীমা, মাসিক মাইনে, আবেদন কীভাবে করবেন, নিয়োগ পদ্ধতি, এইসব নিয়ে আজকের প্রতিবেদনটি ভালো করে মন দিয়ে পড়ুন এবং যেভাবে বলব, ঠিক সেইভাবেই আবেদনটি সম্পন্ন করুন।
আরও পড়ুন : পূর্ব মেদিনীপুর জেলা কোর্টে ক্লাস এইট পাশে গ্রুপ-ডি নিয়োগ! সময় শেষ হবার আগেই আবেদন করুন।
Important Dates
আবেদনের শুরুর তারিখ | 14/11/2024 (অনেক আগেই শুরু হয়েছে)। |
আবেদনের শেষ তারিখ | 17/02/2025 (বাড়ানো হয়েছে তারিখ)। |
পদের নাম ও শূন্যপদের সংখ্যা
Post Name | Vacancy |
Sub Divisional Engineer | 48 |
নিয়োগকারী দপ্তর : Department of Telecommunication (DOT)
Salary (DOT Sub Divisional Engineer Recruitment 2025)
Post Name | Monthly Salary |
Sub Divisional Engineer | 47,600 – 1,51,100 টাকা মাসে। |
শিক্ষাগত যোগ্যতা
Post Name | Qualification |
Sub Divisional Engineer | কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে BE/B.Tech ডিগ্রী অর্জন করতে হবে। |
বয়সসীমা
উপরোক্ত পদের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৫৬ বছর হতে হবে (25/12/2024) অনুসারে।
How to Apply for DOT Sub Divisional Engineer Recruitment 2025
প্রার্থীদের অফলাইনে আবেদন (DOT Sub Divisional Engineer Recruitment 2025) করতে হবে। প্রার্থীদের নিজের স্বাক্ষর করা নথিপত্র সহিত রেজিস্টার পোষ্ট অথবা স্পীড পোষ্ট বা অন্য কোন পরিসেবার মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায়।
আবেদন পাঠানোর ঠিকানা
ADG (E&C-II) , Room No. 1121, DOT HQ, Sanchar Bhawan, 20 Ashoka Road, New Delhi-110001 (17 ফেব্রুয়ারির মধ্যে)।
ডকুমেন্ট কি লাগবে?
১) বর্তমানে তোলা একটা কালার ফটো।
২) আধার কার্ড অথবা ভোটার কার্ড।
৩) বয়স সার্টিফিকেট।
৪) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
৫) অভিজ্ঞতার সার্টিফিকেট
৬) বায়োডাটা।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউয়ের মাধ্যমে (DOT Sub Divisional Engineer Recruitment 2025) প্রার্থীদের নির্বাচন করা হবে। ইন্টারভিউ এ পাশ করলে তারপর সর্বশেষ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্য়মে নিয়োগপত্র দেওয়া হবে।
Important Links
তারিখ বাড়ানোর নোটিফিকেশন | দেখুন এখানে। |
অফিসিয়াল নোটিফিকেশন এবং অ্যাপলিকেশন ফর্মের পিডিএফ | দেখুন এখানে। |
অফিসিয়াল ওয়েবসাইট | ভিজিট করুন। |