Duare Sarkar Camp List 2025 : দুয়ারে সরকার ক্যাম্পগুলি কোথায় বসবে দেখুন! আপনার এলাকায় ক্যাম্প কোথায় বসবে চেক করে নিন।

By Subhasis Ghosal

Published On:

Follow Us
Duare Sarkar Camp List 2025

Duare Sarkar Camp List 2025 : পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প দুয়ারে সরকারের ক্যাম্প ফের গোটা রাজ্য জুড়ে বসছে। ২৪ শে জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারির মধ্যে এই ক্যাম্পগুলি বসবে। আপনার এলাকায়, আপনাদের গ্রামে অথবা আপনার ওয়ার্ডে সেই লিস্টগুলি মোবাইলের মাধ্যমেই চেক করে নিতে পারবেন আপনারা।

সেটা কিভাবে চেক করবেন (Duare Sarkar Camp List 2025) এই প্রতিবেদনের মাধ্যমে আজ জানাব। এই ক্যাম্পে মোট ৩৭টি পরিষেবা পেয়ে যাচ্ছেন। এই ৩৭টি পরিষেবার মধ্যে কোন কোন পরিষেবা রয়েছে? তার বিস্তারিতভাবে বিবরণ আপনারা জানতে পারবেন।

Duare Sarkar Camp List 2025 Update

তাছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবারে কিন্তু বয়সের একটা বিরাট ছাড় পেয়ে যাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন ১৬ই জানুয়ারি এই নোটিফিকেশন বের করা হয়েছে যেখানে বলা হয়েছে ২৪শে জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারির মধ্যে এই দুয়ারে সরকার ক্যাম্পটা বসবে। এবং ২৮শে ফ্রেব্রুয়ারির মধ্যে যাদের ভুল সংশোধনের প্রয়োজন আধিকারিকরা সেই ভুলটা সংশোধন করে দেবেন।

Read More : যুবশ্রী প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু হয়েছে! বেকার যুবক-যুবতীরা আবেদন করুন।

দুয়ারে সরকারে কি কি পরিষেবা পাবেন আপনারা

37টি পরিষেবার (Duare Sarkar Camp List 2025) কথা বলা হয়েছে।

  1. খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের সমস্ত ধরনের কাজ কিন্তু আপনি এখানে করতে পারবেন। নতুন রেশন কার্ড থেকে শুরু করে রেশন কার্ডের যদি কোন ভুল সংশোধনের প্রয়োজন হয় এই ক্যাম্পে করতে পারবেন।
  2. এরপর রয়েছে স্বাস্থ্যসাথী নিয়ে স্বাস্থসাথী কার্ডে নতুন করে আপনি নাম নথিভুক্ত করতে পারবেন। কোন ধরনের ভুল সংশোধনের প্রয়োজন হয় তাহলে সেটাও কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন।
  3. তারপরে রয়েছে ডিসেবিলিটি সার্টিফিকেট অর্থাৎ প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন।
  4. চার নম্বরে বলা হয়েছে এস.সি, এস.টি সার্টিফিকেট। সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করতে পারবেন।
  5. তারপর বলা হয়েছে তপশিলী বন্ধু। যদি তপশিলী বন্ধুতে আপনাদের নাম নথিভুক্ত করান সেক্ষেত্রে 1,000 টাকা করে ভাতা পাবেন।
  6. এরপর, বলা হয়েছে এই মেধাশ্রী প্রকল্পে শুধুমাত্র ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবেন।
  7. শিক্ষাশ্রী প্রকল্প, এই শিক্ষাশ্রী প্রকল্পে শুধুমাত্র ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবেন।
  8. জয় জোহার প্রকল্প। যদি জয় জোহার প্রকল্পে নাম নথিভুক্ত থাকে সেক্ষেত্রে প্রতি মাসে কিন্তু 1,000 টাকা করে আপনারা ভাতা পাবেন। যাদের বয়স ষাট পেরিয়ে গেছে তারা বা সদ্য যাদের ষাট হয়েছে তারা এই জয় জোহার প্রকল্পে নাম লেখাতে পারবেন।
  9. এখানে বলা হয়েছে কন্যাশ্রী। কন্যাশ্রী প্রকল্পে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবেন।
  10. রূপশ্রী প্রকল্পের কথা বলা হয়েছে এখানে।
  11. মানবিক প্রকল্প হচ্ছে প্রতিবন্ধী ভাতা। যদি আপনাদের কাছে ডিসেবিলিটি সার্টিফিকেট রয়েছে তবে সেই ডিসেবিলিটি সার্টিফিকেট দেখিয়ে মানবিক প্রকল্পে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু 1,000 টাকা করে প্রতিবন্ধী ভাতা পাবেন।
  12. এরপর 12 নম্বরে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু নাম নথিভুক্ত করাতে পারবেন বাড়ির মহিলারা। এখানে একটা বিরাট বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন ২০২৫ সালে। 01/01/2025 হিসেবে অর্থাৎ ১লা জানুয়ারি 2025 হিসেবে যদি আপনাদের বয়স 25 হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনের ক্ষেত্রে 25-59 বছর বয়স পর্যন্ত রাখা হয়েছে। অর্থাৎ যারা অন্যান্য শ্রেণী বা অন্যান্য কাস্টের মধ্যে রয়েছেন আপনারা কিন্তু 1,000 টাকা করে পাবেন। এবং যারা এসসি, এসটি সার্টিফিকেট দিয়ে আবেদন করবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু 1,200 টাকা করে প্রতি মাসে পাবেন।  
  13. উইডো পেনশন। বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবেন। যদি বিধবা ভাতাতে আপনাদের নাম নথিভুক্ত তাকে সেক্ষেত্রে 1,000 টাকা করে আপনারা পাবেন। এরপর ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতা 60 বছর বয়সে আবেদন করতে পারবেন যে কোন পুরুষ অথবা মহিলা।
  14. এরপর কৃষক বন্ধু প্রকল্প। তো কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু কৃষকরাই আবেদন করতে পারবেন। যদি আপনার এক শতক চাষযোগ্য জমি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন। বছরে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন। এবং জমি হিসেবে কিন্তু এই 10,000 টাকাটা দেওয়া হয়। একটি খারিফ মরসুমের শুরুতে আর একটি রবি মরশুমের শুরুতে দুই কিস্তিতে দেওয়া হয়।
  15. এরপর রয়েছে কেসিসি অর্থাৎ কৃষাণ ক্রেডিট কার্ডের জন্য আপনি আবেদন করতে পারেন। এটা শুধুমাত্র কিন্তু এগ্রিকালচার অর্থাৎ চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছে তারা কিন্তু এই কেসিসির জন্য আবেদন করতে পারেন।
  16. এরপর রয়েছে, এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফাণ্ড। এগ্রিকালচারের ক্ষেত্রে কিন্তু এটি।
  17. এরপর রয়েছে বাংলার কৃষি, সেচ যোজনা। বি.কে.এস.ওয়াই অর্থাৎ বাংলার কৃষি সেচ যোজনা।
  18. এরপর রয়েছে ফাইনাল অ্যাসিস্টান্ট ফর পারচেজ অ্যাণ্ড ফার্ম মেশিনারি। অর্থাৎ এখানে অর্ধেক দামে কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে পারেন।
  19. এরপর বলা হয়েছে ঐক্যশ্রী। শুধুমাত্র ছাত্রছাত্রীরা এই প্রকল্পে আবেদন করতে পারে।
  20. স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এখানে শুধুমাত্র ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারে।
  21. ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন অর্থাৎ ব্যাঙ্কের সাথে আধার লিঙ্ক করানো হতে পারে। এই ধরনের পরিষেবা কিছু কিছু ক্যাম্পে দেওয়া হতে পারে।
  22. এরপর বলা হয়েছে আধার রিলেটেড সার্ভিস। আধার রিলেটেড পরিষেবা পেয়ে যাচ্ছেন দুয়ারে সরকার ক্যাম্পে। কিছু কিছু ক্যাম্পে কিন্তু এই সার্ভিসগুলো পাবেন।
  23. মিউটেশন অ্যাণ্ড এগ্রিকালচারাল ল্যাণ্ড মাইনর কারেকশন অফ ল্যাণ্ড রেকর্ড। অর্থাৎ জমি রেকর্ডের ছোটখাট ভুল সংশোধন করতে পারেন এবং মিউটেশনের জন্য আবেদন করতে পারেন।
  24. এরপর, পাট্টা অ্যাপলিকেশন অর্থাৎ পাট্টার জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারেন।
  25. এছাড়া বলা হয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা।
  26. মৎসজীবী ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারেন। অর্থাৎ যারা ফিশারম্যান তারা আবেদন করতে পারেন।
  27. অর্থাৎ কারিগর অর্থাৎ তাঁতীরা এখানে আবেদন করতে পারবেন।
  28. বলা হয়েছে উদ্যম পোর্টালে যে কেউ আবেদন করতে পারবেন। অর্থাৎ যাদের ছোটখাট কোন বিজনেস রয়েছে তারা কিন্তু উদ্যম পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন। ভবিষ্যত ক্রেডিট কার্ডের জন্য আবেদন করুন।
  29. তারপর SHG ক্রেডিট লিঙ্কেজ অর্থাৎ যে সেল্ফ হেল্প গ্রুপগুলো রয়েছে তারা কিন্তু এখানে পরিষেবা পেয়ে যাবে।
  30. তারপর বলা হয়েছে ইলেকট্রিসিটি ওয়েভার অর্থাৎ বিদ্যুৎ বিল কিন্তু মুকুব হবে। পঞ্চাশ শতাংশ ছাড়ে কিন্তু আপনারা বিদ্যুৎ বিল জমা করতে পারবেন।
  31. ইলেকট্রিসিটি নতুন কিন্তু আপনারা বিদ্যুতের সংযোগ নিতে আবেদন করতে পারবেন।

How to Check (Duare Sarkar Camp List 2025)

মূলত, আপনার বুঝতে পারছেন এই পরিষেবাগুলি (Duare Sarkar Camp List 2025) আপনারা পেয়ে যাচ্ছেন দুয়ারে সরকার ক্যাম্পে যা চলবে 24 শে জানুয়ারি থেকে 1লা ফেব্রুয়ারি পর্যন্ত।

(১) এর জন্য গুগলে চলে যাবেন, গুগলে সার্চ করবেন দুয়ারে সরকার লিখে।

(২) অফিসিয়াল ওয়েবসাইটটি dswb.gov.in এটার ওপর আপনারা ক্লিক করে দেবেন।

(৩) অনেকটা নীচে নেমে এসে দেখতে পাবেন ফাইণ্ড ইওর ক্যাম্প এর উপর ক্লিক করে দেবেন।

(৪) তাছাড়া, হেল্পলাইন নম্বরগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এই ফাইণ্ড ইওর ক্যাম্পের উপর ক্লিক করলে দেখতে পাবেন আপকামিং ক্যাম্প।

(৫) এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে ব্লক সিলেক্ট করে নেবেন।

(৬) এরপর এখান থেকে জিপি অথবা ওয়ার্ড কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। দেখবেন ক্যাম্পের লিস্টগুলো চলে এসেছে। খুব সহজে আপনারা দেখে নিতে পারেন কোন জায়গায় সেই ক্যাম্পটি বসবে।

আপনার এলাকার তালিকাগুলি কিভাবে দেখবেন?

দেখতে পারছেন, 24 তারিখ একটি ক্যাম্প বসবে (Duare Sarkar Camp List 2025) এবং সবগুলিই কনভেনশনাল ক্যাম্প রয়েছে। অর্থাৎ প্রায় প্রতিদিনই ক্যাম্প রয়েছে। তো এখান থেকে আপনি ক্যাম্পগুলি চেক করে নিতে পারেন।

Important Link

Duare Sarkar Camp List 2025 Official Website : Visit Here

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment