FCI Recruitment Notification 2025: খাদ্য দপ্তরে স্টেনো, টাইপিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি শীঘ্রই আসছে! সর্বনিম্ন যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ।

By Subhasis Ghosal

Updated On:

Follow Us
FCI Recruitment Notification 2025

FCI Recruitment Notification 2025: ফুড কর্পোরেশন অফ ইণ্ডিয়া (FCI) দপ্তরে ৩৩,৫৬৬টি শূন্যপদে নোটিফিকেশন বের হচ্ছে । খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নেবেন। যারা কেন্দ্রীয় সরকারের ফুড কর্পোরেশন অফ ইণ্ডিয়া দপ্তরে চাকরির বিজ্ঞপ্তির জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য দারুণ একটা খুশির খবর এই নিয়োগ।

খাদ্য দপ্তরে আবেদন করার আগে কিছু জিনিস ভালো করে জেনে নিন তারপরে আবেদন করবেন। যেমন বিভিন্ন পোষ্টের জন্য কেমন যোগ্যতা প্রয়োজন, বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে তার সম্ভাব্য তারিখ, লিখিত পরীক্ষা এখানে হবে কিনা।

এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাকে দেওয়ার জন্য আজকের প্রতিবেদনটিতে রয়েছে খাদ্য দপ্তরের নিয়োগ প্রক্রিয়ার সমস্ত কিছু খুঁটিনাটি আলোচনা। প্রতিবেদনটি পড়ুন আর খাদ্য দপ্তরের নিয়োগের বিষয়ে অবগত হয়ে যান।

নিয়োগকারী দপ্তর: Food Corporation of India (FCI)

পদের নাম এবং শূন্যপদ কতগুলি জেনে নিন।

Post NameVacancy
Manager
Manager (Hindi)
Junior Engineer33,566টি মোট শূন্যপদ আছে।
Steno, Grade II
Typist (Hindi)
Watchmen
FCI Assistant Grade III
Assistant Grade III (Hindi)

Read More: You can apply DVC for the post of Junior Health Worker! Minimum Higher Secondary pass.

শিক্ষাগত যোগ্যতা (FCI Recruitment Notification 2025)

Post NameQualification
ManagerGraduate, CA or ICWA, B.Com MBA
Manager (Hindi)M.A pass
Junior EngineerDiploma, B.E or B.Tech
Steno, Grade IIDegree, Graduation
Typist (Hindi)Graduation
Watchmen8th passed
FCI Assistant Grade IIIGraduate, B.Sc, B.E or B.Tech
Assistant Grade III (Hindi)Degree

Salary (FCI Recruitment Notification 2025)

Post NameMonthly Salary
Manager
Manager (Hindi)
Junior Engineer
Steno, Grade II28,200-1,40,000/-
Typist (Hindi)
Watchmen
FCI Assistant Grade III
Assistant Grade III (Hindi)

বয়স কত লাগবে FCI নিয়োগে?

Post NameAge Limit
Manager18-28 বছর। SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর ছাড় থাকবে। OBC প্রার্থীদের জন্য ৩ বছর এবং PWD General প্রার্থীদের জন্য ১০ বছর, PWD General প্রার্থীদের জন্য ১৩ বছর, PWD SC/ST প্রার্থীদের জন্য ১৫ বছর ছাড় পাওয়া যাবে বয়সে।
Manager (Hindi)18-35। সকল পোষ্টের ক্ষেত্রেই একই সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাওয়া যাবে।
Junior Engineer18-28
Steno, Grade II18-25
Typist (Hindi)Same age
Watchmen18-25
FCI Assistant Grade III18-27
Assistant Grade III (Hindi)18-28

আবেদন ফি এফসিআই নিয়োগে

  • SC/ST/PWD/Female প্রার্থীদের জন্য আবেদন কিছু লাগবে না।
  • UR/OBC/EWS প্রার্থীদের জন্য 800/-

FCI নিয়োগ প্রক্রিয়া

  1. অনলাইনে কম্পিউটার বেসড পরীক্ষা।
  2. ইন্টারভিউ।
  3. ডকুমেন্টস ভেরিফিকেশন ইত্যাদি।

Important Dates

  • Start Date: শীঘ্রই আসছে অপেক্ষা করুন।
  • Last Date: নোটিফিকেশন বের হলেই পেয়ে যাবেন।

Important Link

FCI Recruitment Notification 2025: Click Here

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment