GitHub নিয়ে এলে এমন ধরনের একটি টুল তার নাম হল ‘Spark’। যেখানে আপনি কম্যাণ্ড দিলেই তৈরি হয়ে যাবে যে কোন ধরনের অ্যাপ। মাইক্রোসফট নিয়ে এল এই নতুন সংযোজন গিটহাবের মধ্যে। কো-পাইলটের পর এবার গিটহাব স্পার্ক।
আসলে গিট কি?
গিট হল একটা ফ্রি ও ওপেন ভার্সান কন্ট্রোল সিস্টেম। ভার্সান কন্ট্রোল হল নিজস্ব সংস্করণ ব্যবস্থা যেটা এক বা একাধিক ফাইলকে এক জায়গায় করে তার পরিবর্তন ও নতুনভাবে তৈরি এবং নতুনভাবে কোডিং লিখতে বা যে কোডগুলি আগে লিখেছেন তা ফেরত আনতে সুবিধা দেয়। আপনার লেখা আগের কোডগুলি দেখতে পারবেন, মুছতে পারবেন, নতুন তৈরি করতে পারবেন। ধরুন আজকে একটা কোড লিখলেন তারপর মনে হল না আগেরটাই দরকার সেক্ষেত্রে আপনার লোকাল কম্পিউটারে কোনভাবেই সেটি ফেরত পাবেন না। কিন্তু গিট ব্যবহার করে যে কোন দিনের যে কোন কোড খুঁজে বের করতে পারবেন সহজভাবে। আপনার সব কোডগুলিকে ভার্সান কন্ট্রোল করার নামই হল গিট।
গিট কেন ব্যবহার করব?
সাধারণত একটা প্রোজেক্টের জন্য আমরা অনেক ডেভেলপার একসঙ্গে কাজ করে থাকি। প্রত্যেককে আলাদা আলাদা কাজ করতে হয়। একই প্রোজেক্টে অনেক ডেভেলপার কাজ করার ফলে এবং একজনের কোড আরেক জনের সঙ্গে মিশে না যায় তার জন্য় মূলত আমরা গিট ব্যবহার করি। এখানে আলাদা আলাদাভাবে কাজ করার সুবিধা রয়েছে যাতে একজনের সঙ্গে অন্যজনের কোড মিশে না যায়।
গিটহাব কি? কেন ব্যবহার করা হয়?
এককথায় গিটহাব হল ফ্রি হোস্টিং সার্ভিস। যেখানে আপনি আপনার কোডগুলিকে খুবই নিরাপদে সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ গিট হল একটি টুল আর গিটহাব হল একটা সার্ভিস। গিটহাব হল সব চাইতে বড়ো ওপেন সোর্স হোস্টিং সাইট। এখানে আপনার সমস্ত কোড আপনি আপলোড করতে রাখতে পারবেন এবং সবার সঙ্গে সেই কোডটা আপনি শেয়ার করতে পারবেন। গিটহাবে আপনি যদি চান তাহলে পাবলিক এবং প্রাইভেট রিপজেটরি ক্রিয়েট করতে পারবেন।
Read More: Realme 15 5G Series Launching 24July On Thursday- The price, specifications know everything
গিটহাব স্পার্ক কি? কেন আনা হল এই টুলকে?
গিটহাব স্পার্ক মাইক্রোসফটের নতুন এআই টুল যাতে কোনরকম কোডিং ছাড়া বা অভিজ্ঞতা ছাড়াই ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই আপনি নিজের একটা অ্যাপ তৈরি করে নিতে পারবেন। এটি হল অল-ইন-ওয়ান টুল যেখানে এআই নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ফুল-স্ট্যাক অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবে।

মাইক্রোসফট কোম্পানী এই গিটহাব স্পার্কের দিকেই বেশি জোর দিচ্ছে কারণ, এখানে কোন কোড লেখা বা এক্সটেনশন ব্যবহার করার ঝামেলা নেই। যে কোন অ্যাপ বলুন অ্যাপ্লিকেশন বলুন নিমেষেই করে দিতে পারে এই এআই স্পার্ক। সুতরাং আপনি কোন কথা ভাষা লিখুন, কোন কোড লিখতে বলুন বা ভিজুয়াল কোন কিছু ব্য়বহার করে প্রম্পট দিন তাতেই তৈরি হয়ে যাবে যে কোন অ্যাপ্লিকেশন। আবার এটা কোপাইলট এবং VS কোডের সাথেও ভালোভাবে কাজ করে।
Also Read: iQOO Z10 & iQOO Z10R launch 24July, 2025! Handsets will get under Indian Rs. 20,000
স্পার্ক কি? কেন এটাকে সবার জন্য়ই গেম চেঞ্চার বলা হচ্ছে?
কোন ঝামেলার কোড লেখা ছাড়াই একটু কোডিং নলেজ থাকলেই সে ওয়েব অ্যাপলিকেশন বানাতে পারবে কোডিং নলেজ ছাড়াই। এতে ওয়েব ডেভেলপারদের ঝামেলা অনেক কমিয়ে দেয়। সার্ভার কনফিগার তৈরি করা, SDK ইনস্টল করার প্রয়োজন নেই।

আপনি কি তৈরি করতে চান সেটা শুধু গিটহাব স্পার্ককে বলুন- যেমন পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য কোন টিপস, ব্যায়াম, ওষুধের প্রয়োজনীয়তা বিষয়ে বর্ণনামূলক কোন অ্যাপ বা অনলাইনে টাকা রোজগারের কৌশল বা টিপসেের যা বাস্তবায়িত করা যায় সেইরকম কোন অ্যাপ্লিকেশন বানানো বা ওয়েবসাইট বানানো বলুন সবকিছু গিটহাব স্পার্ক করে দেবে।
গিটহাব স্পার্ক আপনার অ্য়াপটিকে ফ্রন্টএণ্ড এবং ব্যাকএণ্ড উভয়ভাবেই তৈরি করে দেবে।

প্রতিবেদনটা কেমন লাগল জানাবেন। যদি আপনি গিটহাবে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। পরবর্তী প্রতিবেদনে স্টেপ বাই স্টেপ গিটহাব অ্যাকাউন্টের সব তথ্যগুলি আপনাদের সামনে নিয়ে আসব।