Go Palan Yojana 2025: রাজ্যের বেকার যুবকদের কথা মাথায় রেখে এবং যারা পশু পালন কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য় এবং কৃষকদের জন্য একটা সুবিধা দেওয়ার উদ্দেশ্যে সরকার গো পালন যোজনা শুরু করেছে। কৃষকদের গোরু কেনার জন্য ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত সাবসিডি দিচ্ছে রাজ্য সরকার।
এতে করে শুধু রাজ্য়ে ডেয়ারি ফার্মের সংখ্যা বৃদ্ধি পাবে তাই নয় বেকার যুবকদের জন্য একটা দারুণ সুযোগ মিলবে রোজগার করার। এবং কৃষকদেরও একটা বাড়তি রোজগারের পথ খুলে যাবে। আপনি যদি রাজ্যের স্থায়ী বাসিন্দা হন তাহলে আপনার জন্য দারুণ একটা সুযোগ হবে সরকারের এই প্রকল্পের মাধ্যমে।
এই যোজনায় রাজ্যের যুবকদের একটা দিশা দেখাতে চলেছে সরকার। রাজ্যের যুবক এবং কৃষকদের এই যোজনায় উপকার মিলবে। আপনি যদি বেকার যুবক বা কৃষক হন এবং আপনি যদি এই পশুপালনের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনিও এই যোজনায় একটা ভালোরকম সুবিধা পেতে পারেন এই গো পালন যোজনার সাবসিডির মাধ্যমে ভালো মতো রোজগার করতে পারেন।
আরও জানার জন্য এই প্রতিবেদনটি ভালো করে পড়ুন। এখানে গো পালন যোজনার সমস্তরকম সুবিধার কথা বিস্তারিতভাবে বলার চেষ্টা করছি। এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন এবং এই যোজনার লাভগুলি দেখে নিন।
কার্যকারিতা (Go Palan Yojana 2025)
যেহেতু দেশে দেশী গরুর সংখ্যা কমে যাচ্ছে তাই সরকার বিভিন্ন রাজ্যে দেশী গরুর ডেয়ারি ফার্ম খোলার একটা পরিকল্পনা নিয়েছে। দেশী গরুর সংখ্যা যেহেতু কমছে তাই দুধের পৌষ্টিক গুণমানও কম হচ্ছে এই দেশে। তাই সরকার চাই দেশের কৃষকদের দ্বারা গো পালন যোজনায় দেশী গরুর ডেয়ারি ফার্ম রাজ্যে রাজ্যে খুলে তারা দুধের পৌষ্টিক গুণমান বৃদ্ধি করুক সাথে সাথে গোরু পালন করে বেকার যুবকরা এবং কৃষকরা অনেক বেশি আর্থিক স্বনির্ভর হোক।
আপনি যদি সরকারের এই যোজনার (Go Palan Yojana 2025) দ্বারা লাভ করতে চান তাহহলে আপনি এই প্রকল্পের অনলাইন আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করার জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র আপনার দরকার লাগবে। কি কি কাগজপত্র লাগবে তা এই প্রতিবেদনে সব উল্লেখ করা হয়েছে। আপনারা প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন এবং কি কি নথিপত্র লাগবে বুঝে নিন।
Read More : পিএম কৃষাণ যোজনার ২০তম কিস্তির তারিখ ঘোষণা! দেখে নিন।
গোরু পালন যোজনায় লাভ কি আছে?
- এই গোরু পালন যোজনায় বিহার রাজ্যের পশুপালনের সঙ্গে যুক্ত বেকার যুবকদের এবং কৃষকরা অনেক লাভ পাবেন।
- এই যোজনার মাধ্যমে তারা ব্যবসার জন্য দেশী গরু কেনার জন্য সরকারের কাছ থেকে ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ আর্থিক সুবিধা পাবেন।
- এই ব্যবসা করার জন্য় আবেদনকারীরা ১০ লক্ষ টাকা পর্যন্ত অর্থও পেতে পারেন।
- তপশিলী জাতি ও উপজাতিদের জন্য ২ থেকে তিনটি গোরু কিনলে ৭৫ শতাংশ সাবসিডির অর্থ পাওয়া যাবে।
- অন্য জাতির জন্য যেখানে ১৫টা গোরু কিনলে 40 শতাংশ সাবসিডির সুবিধা পাবেন।
- রাজ্য সরকার এইসব সাবসিডির অর্থ সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেবে।
গো পালন যোজনার উদ্দেশ্য
এই যোজনার (Go Palan Yojana 2025) উদ্দেশ্যই হলো দেশে দেশী গোরুর সংখ্যা বাড়ানো। তার সঙ্গে রাজ্যের বেকার যুবকদের একটা কর্মসংস্থান তৈরি হবে এতে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। কৃষকদেরও এতে ভালোরকম একটা সুবিধা পাওয়া দেওয়া যাবে সরকারের দ্বারা। এতে কৃষকদের আয়ের পরিমাণও কিছু বাড়বে।
বিহার সরকারের ইচ্ছা রাজ্যে বেকার যুবকদের জন্য একটা কর্মসংস্থান সৃষ্টি করা এবং গো পালন যোজনার পরিচালনা করে একটা রাজ্যের বেকার যুবকদের স্বনির্ভর করে তোলা। এই যোজনায় কৃষকরা ৪ শতাংশ সুদের হারে ৩ লক্ষ টাকা পর্যন্ত লোনও নিতে পারেন তাদের পশুপালন ডেয়ারি ফার্ম দেখিয়ে।
গো পালন যোজনায় যোগ্যতা কি লাগবে?
এই যোজনায় (Go Palan Yojana 2025) আবেদন করতে গেলে আপনার যা যা লাগবে সেগুলি হল-
১। প্রথমে আপনাকে বিহার রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২। এই যোজনায় আবেদনের জন্য আপনার বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।
৩। বেকার যুবক যারা পশুপালন ব্যবসার সাথে যুক্ত এবং সেইসমস্ত কৃষক যারা কাজটি করতে চান তারাও এই প্রকল্পে সমান যোগ্য।
৪। আবেদনকারীর নিজের পর্যাপ্ত পশুপালনের জন্য জমি থাকতে হবে।
৫। আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
- আইডি কার্ড।
- বার্ষিক আয়ের প্রমাণপত্র।
- কাস্ট সার্টিফিকেট।
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
- আনএমপ্লয়মেন্টের প্রমাণপত্র বা কৃষক হওয়ার প্রমাণপত্র।
How to Apply for Go Palan Yojana 2025
১. প্রথমে আপনাকে এই যোজনার আবেদনের জন্য় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. হোম পেজে আপনাকে লগ ইন অপশন দেখাবে সেখানে ক্লিক করবেন।
৩. আপনাকে আধার কার্ড এবং নিজের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে।
৪. তারপর আপনার ব্যক্তিগত ডিটেলস এখানে পূরণ করবেন।
৫. তারপর এখানে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
৬. শেষে আবেদনপত্রিটি সাবমিট অপশনে ক্লিক করে সাবমিট করে দেবেন।
৭. আপনার পশুপালনের জন্য় যে নির্দিষ্ট জায়গা আছে তা আধিকারিকরা পরীক্ষা করে নেবেন আপনার স্থানে গিয়ে।
৮. সব কাগজপত্র ঠিকঠাক থাকলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই যোজনার টাকা ট্রান্সফার করে দেওয়া হবে সরকার দ্বারা।
Official Link
Visit Website : Click Here