Google Gemini Student Offer: স্টুডেন্টদের জন্য ১ বছর ফ্রি সার্ভিস Google Gemini AI Pro সঙ্গে Veo 3 অ্যাক্সেস প্ল্যান! মোট ১৯,৫০০ টাকার সম্পূর্ণ সাবস্ক্রিপশন বিনামূল্যে।

By Subhasis Ghosal

Published On:

Follow Us

কলেজ ছাত্রছাত্রীদের জন্য দারুণ অফার দিচ্ছে Google Gemini এবং ইণ্ডিয়াতে এই ফ্রী সার্ভিসের অফারের সুযোগ পাওয়া শুরু হয়ে গিয়েছে। তাই দেরি না করে এই সুযোগ গ্রহণ করো সবাই। গুগল ড্রাইভে এর অ্যাকাউন্ট ওপেন করে গুগল Gemini এর সার্ভিস ১ বছরের জন্য ফ্রি অফ কস্ট ব্যবহার করতে পারবে তোমরা।

তোমার পাচ্ছ, ১ এবছরের জন্য গুগলের AI Pro Plan, Veo 3 এর অ্য়াক্সেস বর্তমানে এটি মার্কিন যুক্তরাষ্ট্রেই এবং শুধুমাত্র Flow এর মাধ্যমেই উপলব্ধ আছে সেই Google AI পরিচালিত চলচ্চিত্র নির্মাণের জন্য ইন্টারফেস যেটা তোমরা ফ্রিতে পাবে গুগলের Flow ক্রেডিটের মাধ্যমে।

এছাড়াও, 2 TB ফ্রি স্টোরেজের সুবিধা পাবে। এখন তোমাদের বলব, Flow এর অ্যাক্সেস কিভাবে তোমরা পাবে।

ফ্রীতে Flow ব্যবহারের জন্য তোমাকে কি কাজ করতে হবে?

প্রথমে তোমাকে ওয়েব ব্রাউজারে যেতে হবে এবং একটা জিমেল আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে। তারপর তোমাকে সার্চ করতে হবে Gemini Student Offer লিখে তাহলে প্রথম পেজের সামনেই চলে আসবে Gemini এর অফিসিয়াল পেজ সেখানে ক্লিক করতে হবে।

লিঙ্কে ক্লিক করার পর তোমার সামনে একটা জেমিনাই এর পেজ খুলে যাবে। সেখানে তোমাকে অফারগুলি পেতে Get Offer এ ক্লিক করতে হবে।

তোমার জিমেল আইডিতে জেমিনাই না ওপেন হলে একটা কাজ করবে তুমি নতুন একটা জিমেল আইডি ওপেন করে নেবে। নতুন জিমেল আইডি ক্রিয়েট করতে না পারলে ইউব টিউবে অনেক ভিডিও আছে দেখে নিয়ে আইডি ক্রিয়েট করে নিতে পারবে।

নতুন জিমেল আইডি দিয়ে লগ ইন করলেই এই অফারের ইন্টারফেস তোমার সামনে চলে আসবে। তুমি দেখবে verify eligibility বলে একটা অপশন দেখাবে সেখানে একবার ক্লিক করবে। তারপর তোমার পরের পেজে verify your student status একটা ইনফরমেশন পেজ খুলে যাবে। সেখানে তথ্যগুলি দেবে ঠিক এভাবে-

  1. School/College Name
  2. First Name (তোমার আইডি কার্ডে যা নাম আছে সেটাই দিতে হবে)
  3. Last Name (তোমার আইডি কার্ডে যা নাম আছে সেটাই দিতে হবে)
  4. Date of Birth
  5. E-mail Address (Edu Email টাইপ করবে অর্থাৎ gmail id)

Also Read: Amazon Prime Day Sale 2025: সেলের দ্বিতীয় দিনে, স্মার্ট ঘড়ির ধুন্ধুমার বিক্রি প্রমাণ করে অ্যামাজনের প্রাইম ডের সফলতা।

ইনফরমেশন ভরে দেওয়ার পর verify student status অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাকে Google One পেজে রিডাইরেক্ট করা হবে।

Upload proof of enrolment যেখানে তোমাকে এমন একটা প্রমাণপত্র আপলোড করতে হবে যেটা অরিজিনাল হবে এবং কলেজ থেকে তুমি পেয়েছো সেই প্রমাণপত্রটা।

কলেজ আইডি প্রুফ সবচেয়ে বেস্ট হবে সাজেশন নিতে চাইলে এখানে।

Add documents এ ক্লিক করে ডকুমেন্টস অ্যাড করতে হবে। তোমার যে আইডি কার্ডটা ডেস্টটপে রাখা আছে সেটা সিলেক্ট করে ওপেন করবে তাহলেই অ্যাটাচ হয়ে যাবে।

তোমাকে কার্ডের ফ্রন্ট দিকটা এবং ব্যাক দিকটা দুটোই আপলোড করতে হবে। দুটো পার্টই যেন পরিষ্কারভাবে বোঝা যায় এমন ইমেজ হতে হবে খেয়াল রাখবে। তারপর সাবমিট এ ক্লিক করে দেবে। প্রসেসিং হবে কিছু সময় অপেক্ষা করতে হবে গুগল ভেরিফিকেশন করবে।

এভাবে তোমার প্রসেসিং যদি রিভিউয়েতে চলে যায় তাহলে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। একটু রিফ্রেশ করে নেবে এবং নিজের জিমেল চেক করে দেখবে কিছু আপডেট এসেছে বা অ্যাপ্রুভড হয়েছে কিনা।

কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবে তোমার স্টুডেন্ট ভেরিফিকেশন ইমেল চলে আসবে লেখা থাকবে- Your student status has been verified.

Google One পেজে দেখবে you’ve been verified লেখাটি আসবে. এবার Get Google AI Pro অপশন দেখাবে সেখানে ক্লিক করবে। তারপরের যে জেমিনির পেজটি খুলবে তাতে ১ বছরের ফ্রি সাবস্ক্রিপশন পাবে এবং 12 মাসের জন্য 1,950 টাকা। Get Student Offer

এখানে পেমেন্ট মেথড যোগ করতে হবে তোমাকে পছন্দ মতো যেটা তোমার কাছে থাকবে। এখানে তুমি ইউপিআই অথবা কার্ড দুটোই পছন্দ করতে পারবে। যারা ইউপিআই দিয়ে পেমেন্ট করবে এবং যারা কার্ডের মাধ্যমে করবে তারা কিভাবে করবে দেখে নাও-

  • Type Card No.
  • MM…… /YY …….. CVV
  • Cardholder Name (যে নামে আইডি কার্ড ভেরিফাইড হয়েছে সেই নাম দিতে হবে)
  • Country India (IN)
  • State
  • then save

এইভাবে কার্ড সেভ হয়ে যাবে এবং দেখা যাবে 12 month free trial. 1,950 টাকার যে মাসে চার্জ আছে তা তোমরা ফ্রিতে পেয়ে যাবে এবং একটা জিনিস মনে রাখতে হবে তোমার কার্ডে কিছু টাকা অন্তত পড়ে থাকে যেমন ২ টাকার মতো যাতে ভেরিফাইয়ের জন্য ২টাকা কাটা হতে পারে। আবার কিছু ক্ষেত্রে আরও প্রসেসিং হতে পারে তাই বলে রাখি মিনিমাম তোমার অ্যাকাউন্টে ১০০টাকা ফেলে রাখতে হবে।

এবার নীচে দেওয়া Subscribe button এ ক্লিক করতে হবে। করা মাত্রই সাবস্ক্রাইবড হয়ে যাবে। তারপর তোমাকে You’ve got Google AI Pro লেখা দেখাবে অর্থাৎ তুমি তোমার স্টুডেন্ট প্ল্যান সফলতার সঙ্গে অ্যাক্টিভেট করেছো।

নীচে দেওয়া Go to Gemini এ ক্লিক করবে তাহলে সোজাসুজি জেমিনাই এর পেজে চলে আসবে এইভাবে তোমার Gemini এর প্রো প্ল্যান অ্যাক্টিভেট হয়ে গিয়েছে এইবার তুমি অ্যাক্সেস করতে পারবে।

এরপর Veo 3 কে অ্যাক্টিভেট করার জন্য তোমাকে গুগল ব্রাউজারে গিয়ে সার্চ করবে Flow নামে এবং প্রথম লিঙ্কে ক্লিক করবে। Create with Flow তে ক্লিক করবে তারপর তোমাকে গুগলের সাহায্যে সাইন ইন করতে হবে।

  • তারপর Next
  • then scroll the mouse and click continue
  • get started
  • Enter the page with Flow

এখানে তুমি দারুণভাবে পেয়ে যাবে 1,000 AI ক্রেডিটস। এই এআই ক্রেডিটস ব্য়বহার করে তুমি Veo 3 থেকে ভিডিও তৈরি করতে পারবে।

  1. Click New Project
  2. Select Model (which you want) কোন মডেল ব্যবহার করবে সেটা পছন্দ করবে।

জেনে নিলে, কিভাবে জেমিনাই এর প্রো প্ল্যান ব্যবহার করবে একদম ফ্রিতে স্টুডেন্ট হিসাবে। গুগলের তরফ থেকে ওয়েলকাম একটা মেল আসবে সেখানে লিঙ্কে ক্লিক করে দেখতে পাবে জেমিনাই প্রো প্ল্য়ান এরপর নীচে স্ক্রল করলে পুরো ডিটেলসে দেখে নিতে পারবে সমস্ত কিছু।

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment