Google Pixel 10 Pro ফোল্ডেবল স্মার্টফোনটি আসতে চলেছে বাজারে। ২০২৫ এর শেষের দিকে লঞ্চ হয়ে যাবার কথা। ফোনটির ডিজাইন, কিছু কিছু ফিচার সমাজ মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে। বইয়ের মতো ভাঁজের ফোল্ডেবল এই স্মার্টফোনটি কালার, স্টোরেজ ভ্যারিয়েন্ট কেমন থাকছে সেই নিয়েও চর্চা চলছে চারিদিকে।
গুগলের এই ফোনটি গিগবেঞ্চে পরীক্ষা নিরীক্ষা চলছে। সেইখান থেকেই এই সম্ভাব্য ফিচারগুলি ফাঁস হয়েছে বলে মনে করা হচ্ছে। চলুন দেখে নিই গুগলের পিক্সেল 10 প্রো ফোনটির কি কি স্পেশিফিকেশন নিয়ে আসছে।
আগত এই গুগল পিক্সেল 10 প্রো ফোনটি গিকবেঞ্চে কেমন?
গিকবেঞ্চ অনুসারে অক্টা-কোর চিপসেটের প্রসেসর থাকছে যা 2.25GHz রানিং চলবে। এটা উচ্চ পারফরমেন্সের জন্য এর ক্লক স্পীড 3.78GHz। গিকবেঞ্চে এর স্কোর সিঙ্গল স্কোর টেস্টে 2,226 পয়েন্ট এবং মাল্টি স্কোর টেস্টে এর স্কোর 6,173 পয়েন্ট।
পিক্সেল 9 প্রো ফোল্ডেবল ফোনের তুলনায় 10 প্রো ফোল্ডেবল ফোনে একটু বেশি GPU রয়েছে Tensor G4 SoC যার সিঙ্গল স্কোর টেস্টে 1,969 পয়েন্ট এবং মাল্টি স্কোর টেস্টে 4,483 পয়েন্ট স্কোর।
আরও পড়ুন: Colourful, Smart, and Affordable Price – AI+ Pulse and AI+ Nova 5G Smartphones arrived in India!
তবে আশা করা যাচ্ছে গুগল পিক্সেল 10 প্রো তে next Generation এর Tensor G5 চিপসেট থাকবে। যাতে গুগল একটা ইঙ্গিত দিচ্ছে তাদের ফোনে এআই ফিচারগুলি বেশি পরিমাণে থাকবে।
গিকবেঞ্চে লিস্টিং এই পিক্সেল 10 প্রো ফোনটিতে 16জিবি RAM ও অ্যাণ্ডড্রয়েড 16 থাকার সম্ভাবনা খুবই প্রবল। বিভিন্ন টিপস্টার জানাচ্ছেন যে, এই ফোনে 256 জিবি থেকে 512জিবি RAM এবং 1টিবি স্টোরেজ থাকছে।

হ্যাণ্ডসেটটি হালকা সবুজ এবং নীল ও সাদার মিশ্রণ রঙের সমষ্টির কালার হতে পারে। ধূলোবালি ও ওয়াটার প্রতিরোধক হিসাবে IP68 rated resistant-build থাকছে।
পিক্সেল 10 প্রো ফোনটিতে যখন ভাঁজ থেকে খোলা হবে তখন তার ব্যাস দাঁড়াবে 5.3mm যেটা আগে পিক্সেল 9 প্রো এর চেয়ে থিকনেস একটু বেশি। এছাড়াও থাকছে 6.4inch sport cover display যা হল বাইরের দিকে থাকে একটা ছোটো স্ক্রিন যেগুলি ফোল্ডেবল বা ফ্লিপ ফোনে ব্যবহার করা হয়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ফোনে সম্ববত 48 মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা ব্যবহার হতে পারে।
সবাই অপেক্ষায় আছি গুগলের এই নতুন পিক্সেল 10 প্রো স্মার্টফোনটির জন্য। আশা করি, এই বছরের শেষের দিকেই লঞ্চ হয়ে যাবে। আপনাদের এই ফোনটি সম্পর্কে আগাম মতামত জানাতে ভুলবেন না। আরও এই ধরনের টেক রিলেটেড আর্টিকেল চাইলে কমেন্ট করে জানান।