Gyan Sadhana Scholarship Last Date 2025: জ্ঞান সাধনা স্কলারশিপের টাকা পাওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন! কিভাবে করবে জেনে নাও।

Gyan Sadhana Scholarship Last Date 2025: গুজরাতের মুখ্যমন্ত্রী দ্বারা পরিচালিত জ্ঞান সাধনা স্কলারশিপ হল দুুঃস্থ, গরিব পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা উপযুক্ত ...

Gyan Sadhana Scholarship Last Date 2025
Published On:
Follow
Join
Subscribe

Gyan Sadhana Scholarship Last Date 2025: গুজরাতের মুখ্যমন্ত্রী দ্বারা পরিচালিত জ্ঞান সাধনা স্কলারশিপ হল দুুঃস্থ, গরিব পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা উপযুক্ত প্রকল্প। যেখানে গরিব ঘরের ছেলেমেয়েরা নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার জন্য এই স্কলারশিপ হিসাবে বছরে ২০,০০০ টাকা করে পাবে।

জ্ঞন সাধনা স্কলারশিপে রেজিস্ট্রেশন করার জন্য প্রত্যেক ছেলেমেয়েকে অনলাইন ফর্ম পূরণ করতে হবে। রেজিস্ট্রেশনে কোন ফি লাগবে না। শুধুমাত্র উপযুক্ত ছাত্রছাত্রীরাই এই স্কিমের সুযোগ পাবে। এই প্রতিবেদনের মাধ্যমে বলব জ্ঞান সাধনা স্কলারশিপে রেজিস্ট্রেশন পদ্ধতি এবং আবেদন কিভাবে করবেন তার সঠিক পদ্ধতিগুলি।

গুজরাতের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যেসব ছেলেমেয়েরা নবম থেকে দ্বাদশ শ্রেণীতে পড়ছে তাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং তাদের কমপিটিটিভ পরীক্ষার জন্য বসতে হবে। যেসব ছাত্রছাত্রীরা বেশি নম্বর পেয়ে থাকবে তারা এই স্কিমের সুযোগ গ্রহণ করতে পারবে।

Gyan Sadhana Scholarship Last Date 2025

এই স্কিমের মাধ্যমে কমপক্ষে ২০,০০০ ছাত্রছাত্রী লাভ পাবে তাদের নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে ভর্তি হওয়ার ক্ষেত্রে বছরে ২০,০০০ টাকা করে পাবে। এবং যেসব ছেলেমেয়েরা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উঠবে তারা পাবে বছরে ২৫,০০০ টাকা।

ছাত্রছাত্রীদের পরিবারের বছরে ইনকাম এবং ছাত্রছাত্রীদের যোগ্যতার উপর নির্ভর করে এই স্কলারশিপ দেওয়া হবে। নবম থেকে দশম শ্রেণী এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে মোটামুটি ৮০ শতাংশ উপস্থিতির হার থাকতে হবে।

Read More: ইউপি স্কলারশিপের টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু! স্ট্যাটাস চেক করুন।

জ্ঞান সাধনা স্কলারশিপের (Gyan Sadhana Scholarship Last Date 2025) প্রধান উদ্দেশ্যই হল শিক্ষার মানকে বাড়ানো, গরিব পরিবারের মেধাবী ছেলেমেয়েদের পড়াশোনার সুযোগ প্রদান করা, তাদের অর্থনৈতিকভাবে সাহায্য করা। যারা নবম থেকে দশম শ্রেণীতে নাম নথিভুক্ত করেছে তাদের পড়াশোনার খরচা নিজেরাই চালাতে পারবে। টাকার অভাবে বিদ্যালয় থেকে পালিয়ে কোন জায়গায় তারা কাজে লাগবে না। বিদ্যালয় ড্রপ আউট হবে না। প্রত্যেক শিশুরই পড়াশোনার অধিকার রয়েছে। তারা যাতে পরিবারের সমস্যা মেটাতে পারে বাবা মাকে যাতে পড়াশোনার জন্য ভাবতে না হয় তার জন্যই এই স্কিমের সূচনা করা হয়েছে।

পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে?

খুব শীঘ্রই পরীক্ষার আপডেট তোমরা পেয়ে যাবে।

উপকারগুলি জ্ঞান সাধনা স্কলারশিপের।

  • রাজ্যের এই স্কলারশিপের প্রদানের মাধ্যমে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের অনেকটাই সাহায্য হচ্ছে।
  • এই স্কলারশিপ প্রদান নবম থেকে দশম এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের আগে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে খুবই সাহায্য করছে।
  • অনলাইনে আবেদন (Gyan Sadhana Scholarship Last Date 2025) পূরণ করার পরই ছাত্রছাত্রীরা পরীক্ষার জন্য তৈরি হতে পারবে।
  • যারা সর্বোচ্চ নম্বর পাবে তারা এই স্কলারশিপ সুবিধাগুলি পাবে।
  • এই স্কলারশিপের নবম থেকে দশম শ্রেণী ছাত্রছাত্রীরা ২০,০০০ টাকা এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ২৫,০০০ টাকা করে পাবে।
  • এই টাকা সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাঙ্কে ট্রান্সফার করা হবে।

এই ছাত্রবৃত্তি পাওয়ার জন্য কি যোগ্যতা লাগবে?

  1. গুজরাতের পারমানেন্ট বাসিন্দা হতে হবে।
  2. অবশ্যই নবম থেকে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে।
  3. বছরে পরিবারের ইনকাম ১.২ লাখ গ্রাম্য এলাকায় এবং শহরে ১.৫ লাখ টাকার বেশি হলে চলবে না।
  4. ছাত্রছাত্রীদের ক্লাসে ৮০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক।

Important Dates

  • অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা শুরু 3rd June.
  • অ্যাপ্লিকেশন ফর্মের লাস্ট ডেট 10 June 2025.
  • পরীক্ষার তারিখ শীঘ্রই আসতে চলেছে।

জ্ঞান সাধনা স্কলারশিপের জন্য আবেদন কিভাবে করবেন?

১। অফিসিয়াল ওয়েবসাইটে যাবে State Examination Board Gandhinagar.

২। Apply Online এ ক্লিক করে আবেদন করতে হবে।

৩। তারপর Gyan Sadhana Scholarship পছন্দ করবে।

৪। UID নম্বর দেবে যেটা বিদ্যালয়ের প্রিন্সিপ্যাল তোমাদের দিয়েছেন রেজেস্ট্রেশন করার সময়।

৫। তোমাদের শিক্ষাগত যোগ্যতার বিবরণগুলি ঠিকঠাকভাবে দেবে।

৬। তারপর শেষে সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করে দেবে।

৭। নিজের ফটো আপলোড করবে।

৮। নিজের স্বাক্ষরও স্ক্যান করে আপলোড করে দেবে।

৯। তারপরের একটা অপশন আসবে Confirm Application Form সেখানে ক্লিক করে কনফার্ম করে দেবে।

১০। কনফার্ম করার পর অ্যাপ্লিকেশনের একটা প্রিন্ট আউট নিয়ে নেবে।

হেল্পলাইন নম্বর সহায়তার জন্য।

আবেদন করতে কোনোরকম অসুবিধা হলে তোমরা হেল্পলাইন নম্বরে জানাতে পারবে।

  • (079) 232 48461 (10:30 am to 6:00 pm এর মধ্যে)।

Gyan Sadhana Scholarship Last Date 2025

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment