HCSL Recruitment 2025 Online Apply: যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর। হুগলি কোচিন শিপওয়ার্ড লিমিটেড কোম্পানীতে বিভিন্ন পদে লোক নেওয়া হচ্ছে। মাধ্যমিক পাশ সঙ্গে আইটিআই থাকতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসে বেতন, কিভাবে আবেদন করবেন, নিয়োগ পদ্ধতি এই সব নিয়েই আজকের প্রতিবেদনে আলোচনা করা হবে। সঙ্গে থাকো প্রতিবেদনটি মন দিয়ে পড়।
Important Dates
| অনলাইনে আবেদন শুরু | 04/03/2025 |
| অনলাইনে আবেদনের শেষ তারিখ | 24/03/2025 |
নিয়োগকারী দপ্তর : Hooghly Cochin Shipyard Limited (HCSL), Howrah
পদের নাম এবং শূন্যপদের সংখ্যা
| Post Name | Vacancy |
| Operator (Lathe) on Contract Basis | 01 |
| Operator (Crane) on Contract Basis | 01 |
| Welder on Contract Basis | 01 |
| Operator (MHE & Transporter) on Contract Basis | 01 |
| Diesel Mechanic on Contract Basis | 01 |
Salary (HCSL Recruitment 2025 Online Apply)
| Post Name | Monthly Salary |
| Operator (Lathe) on Contract Basis | 23,300/- |
| Operator (Crane) on Contract Basis | 23,300/- প্রতি মাসে। |
| Welder on Contract Basis | 23,300/- মাসে। |
| Operator (MHE & Transporter) on Contract Basis | 23,300/- মাসে বেতন। |
| Diesel Mechanic on Contract Basis | 23,300/- |
শিক্ষাগত যোগ্যতা
| Post Name | Qualification |
| Operator (Lathe) on Contract Basis | Pass in SSLC and ITI -NTC (National Trade Certificate) in the trade of Machinist |
| Operator (Crane) on Contract Basis | Pass in SSLC and ITI -NTC (National Trade Certificate) in the trade of Fitter /Machinist/Electrician/Electronic Mechanic |
| Welder on Contract Basis | Pass in SSLC and ITI -NTC (National Trade Certificate) in the trade of Welder |
| Operator (MHE & Transporter) on Contract Basis | Pass in SSLC and ITI -NTC (National Trade Certificate) in any trade |
| Diesel Mechanic on Contract Basis | Pass in SSLC and ITI -NTC (National Trade Certificate) in the trade of Mechanic Diesel |
অভিজ্ঞতা কি লাগবে?
| Post Name | Experience |
| Operator (Lathe) on Contract Basis | Minimum of three years post qualification experience/training in the relevant trade Desirable : a) Experience as operator /commissioning engineer in Original equipment manufacturer (OEM) of Lathe Machines. b) Good communication skills and working knowledge in Hindi/Bengali. |
| Operator (Crane) on Contract Basis | Minimum of three years post qualification experience/training including operating cranes in a Shipbuilding/Ship repair company or Engineering/ Logistics Company or Government or Semi- Government Company/ Establishment. Desirable: a) Radio remote operation. b) Electrical maintenance of cranes including VFD basic troubleshooting. c) Good communication skills and working knowledge in Hindi/Bengali. |
| Welder on Contract Basis | Minimum of three years post qualification experience / training in the relevant trade. Desirable: Good communication skills and working knowledge in Hindi/Bengali. |
| Operator (MHE & Transporter) on Contract Basis | Minimum of three years post qualification experience/ training in operating Material Handling Equipment (MHE). Desirable: Good communication skills and working knowledge in Hindi/Bengali. |
| Diesel Mechanic on Contract Basis | Minimum of three years post qualification experience / training in the relevant trade. Desirable: Good communication skills and working knowledge in Hindi/Bengali. |
বয়সসীমা
উপরোক্ত পদে আবেদনের (HCSL Recruitment 2025 Online Apply) ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৪৫ বছর হতে হবে (24/03/2025) হিসাব অনুযায়ী। অর্থাৎ আবেদনকারী 25 মার্চ, 1980 সালে অথবা তারপরে জন্মগ্রহণ করে থাকতে হবে।
OBC প্রার্থীর বয়সের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ৩ বছর পর্যন্ত ছাড় পাবে।
Read More : উচ্চ মাধ্যমিক পাশে জুনিয়র সেক্রেটারিয়েট পদে নিয়োগ! বেতন, ৩৬,০০০ টাকা।
আবেদন ফি
আবেদন ফি ৩০০ টাকা। অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/ইন্টারনেট ব্য়াঙ্কিং/ওয়ালেট/ইউপিআই দিয়ে ২৪ মার্চ, ২০২৫ এর আগে পেমেন্ট করে দিতে হবে।
Process of HCSL Recruitment 2025 Online Apply
(১) প্রার্থীকে www.cochinshipyard.in এই ওয়েবসাইটে গিয়ে Carrer Page HCSL এই অপশনে যেতে হবে।
(২) আবেদন দুটি পদ্ধতিতে করতে হবে একটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন এবং যে পোষ্টের জন্য আবেদন করছেন। প্রার্থীদের একের বেশি আবেদন করা যাবে না।
(৩) SAP অনলাইন পোর্টালে ওয়াল টাইম রেজিস্ট্রেশন নম্বর জেনারেট হবে সেটা দিয়ে তারপর আবেদনপত্র পূরণ করে সাবমিট করতে হবে।
(৪) আবেদনপত্র ভালোভাবে দেখে পূরণ করে সাবমিট করতে হবে। একটা ইউনিক রেজিস্ট্রেশন নম্বর আসবে সেটা রেখে দিতে হবে ভবিষ্যতের জন্য।
(৫) সবশেষে প্রিন্ট আউট নিতে হবে পরে প্রয়োজন লাগবে।
ডকুমেন্ট কি লাগবে?
- রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো।
- বয়সের প্রমাণপত্র।
- শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট।
- কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা (HCSL Recruitment 2025 Online Apply) হবে দুটো ধাপে।
Phase – I
Objective Type Test – ৩০ নম্বর থাকবে।
Phase – II
Practical Test – ৭০ নম্বর থাকবে।
সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে।
Important Links
| Official Notice | Download Here |
| Official Website | Click Here |
| HCSL Recruitment 2025 Online Apply | Click Here |


