HP High Court Stenographer Recruitment 2025: হিমাচল প্রদেশ উচ্চ আদালতে স্টেনোগ্রাফার নিয়োগ! গ্রাজুয়েট যোগ্যতায় আবেদন করুন।

HP High Court Stenographer Recruitment 2025: হিমাচল প্রদেশ উচ্চ আদালত তাদের ৫২টি পোষ্টের জন্য আবেদন নিচ্ছে। যারা ইচ্ছুক প্রার্থী, স্টেনোগ্রাফার পদে আবেদনের জন্য তারা অনলাইনের ...

HP High Court Stenographer Recruitment 2025
Published On:
Follow
Join
Subscribe

HP High Court Stenographer Recruitment 2025: হিমাচল প্রদেশ উচ্চ আদালত তাদের ৫২টি পোষ্টের জন্য আবেদন নিচ্ছে। যারা ইচ্ছুক প্রার্থী, স্টেনোগ্রাফার পদে আবেদনের জন্য তারা অনলাইনের মাধ্যমে আবেদন জানান। সরকারিভাবে এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং ১৬ এপ্রিল থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে।

স্টেনোগ্রাফার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কতটা প্রয়োজন? বেতন মাসে কত হতে পারে? নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতিগুলি কেমন? এইসব নিয়ে আজ প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।

নিয়োগকারী দপ্তর : Himachal Pradesh High Court (HP High Court)

পদের নাম ও শূন্যপদ কতগুলি আছে?

Post NameVacancy
Stenographer Grade III (Regular)22
Stenographer Grade III (Contract)30

শিক্ষাগত যোগ্যতা

Post NameQualification
Stenographer Grade III (Regular)Graduation from any recognized Board or Universities.
Stenographer Grade III (Contract)Graduate Degree

বেতন (HP High Court Stenographer Recruitment 2025)

Post NameSalary (Monthly)
Stenographer Grade III (Regular)25,600-81,200/-
Stenographer Grade III (Contract)25,600-81,200/- Per Month.

আবেদন ফি

CategoryFee
UR Candidates347.92/-
SC/ST/OBC/EWS/PH Candidates197.92/-
PaymentOnline

Read More: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অ্যাসিস্ট্য়ান্ট পাবলিক প্রসিকিউটর এবং সিস্টেম অ্যানালিস্ট নিয়োগ করছে! অনলাইনে আবেদন।

বয়সসীমা (HP High Court Stenographer Recruitment 2025)

হিমাচল প্রদেশ হাইকোর্টে নিয়োগের সর্বনিম্ন বয়স হচ্ছে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর (01/01/2025 অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে)।

বয়সের ছাড় : SC, ST, OBC, PH প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছর ছাড় পাবে।

আবেদনের পদ্ধতি

  • হিমাচল প্রদেশ হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট কর।
  • ওয়েবসাইটে গিয়ে যে পদের জন্য অনলাইনে আবেদন করবেন সেই পদটি বিজ্ঞপ্তিতে রয়েছে কিনা দেখে নিন।
  • স্টেনোগ্রাফার গ্রেড III পদটি নোটিফিকেশনে চেক করুন এবং এর শিক্ষাগত যোগ্যতাটি দেখে নিন।
  • আবেদন শুরু কবে থেকে এবং আবেদনের শেষ তারিখ দেখে নিন।
  • যদি আপনি যোগ্য, তাহলে আবেদন করুন।
  • আবেদন ফি যদি থাকে প্রদান করুন।
  • শেষ তারিখের মধ্যে আপনার আবেদনপত্রটি সাবমিট করুন।
  • সবশেষে একটি প্রিন্ট আউট বের করে নিন।

নিয়োগ পদ্ধতি

  1. হাইকোর্টে স্টেনোগ্রাফার (HP High Court Stenographer Recruitment 2025) নিয়োগে লিখিত পরীক্ষা দিতে হবে।
  2. এবং পার্সোনাল ইন্টারভিউয়ে বসতে হবে।
  3. সর্বশেষে ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ হবে।

Important Dates

Start Date to Apply 16/04/2025 (এখনও শুরু হয়নি)।
Last Date to Apply16/05/2025

Important Links

Official NotificationDownload
Apply OnlineClick
Official WebsiteClick Here

HP High Court Stenographer Recruitment 2025

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment