HPSC Recruitment Post Graduate Teacher: হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এম.এড থাকলে আগ্রাধিকার পাবেন। যারা শিক্ষক হিসাবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে চান তারা অনলাইনে আবেদন করুন। অনেক শূন্যপদ রয়েছে চাকরী পাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে। আগ্রহী চাকরী প্রার্থীরা এই সুযোগ হাতছাড়া করবেন না একেবারেই।
শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে যা যা বলা হয়েছে হরিয়ানার পিএসসির ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনটি ভালো করে পড়ে নিন।
তাছাড়াও আরও বিস্তারিত জানার জন্য আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন আপনার সব প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন অন্য কোথাও যেতে হবে না।
নিয়োগকারী দপ্তর: Haryana Public Service Commission(HPSC)
পদের নাম (HPSC Recruitment Post Graduate Teacher)
Post Graduate Teacher
শূন্যপদের সংখ্যা
এখানে শূন্যপদ ১৭১১টির মতন রয়েছে। শূন্যপদ আরও বাড়ার সম্ভাবনা থাকতে পারে।
শিক্ষাগত যোগ্যতা
এইচপিএসসি-র অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এই পদে নিয়োগের যে শিক্ষাগত মান বলা হয়েছে সেটি হল- BA, B.Sc.Ed, B.Ed, Post Graduation, M.Ed from recognized Board or Universities.
Salary (HPSC Recruitment Post Graduate Teacher)
হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে নোটিফিকেশন চেক করুন। সেখানে সব বিস্তারিতভাবে পেয়ে যাবেন।
আবেদন ফি
কোন আবেদন মূল্য ঘোষণা করা হয় নি নোটিফিকেশনের মধ্যে।
বয়সের ঊর্ধ্বসীমা কত?
নোটিফিকেশন দেখে নিন।
আবেদন প্রক্রিয়া
- প্রথমে হরিয়ানা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট hpsc.gov.in যান।
- সেখানে দেখুন পোষ্ট গ্রাজুয়েট টিচারের কোন বিজ্ঞপ্তি বেরিয়েছে কিনা।
- তারপর শিক্ষক পদের যোগ্যতার সমস্ত বিবরণ চেক করুন।
- যদি আপনার নোটিফিকেশনে বলা যোগ্যতা থেকে থাকে তাহলে আপনি আবেদন করুন।
- আবেদনের শেষ তারিখ আসার আগেই আপনি অনলাইনে আবেদন করুন।
- আবেদনপত্র পূরণ হয়ে গেলে আপনি সাবমিট করে দেন।
- সব শেষে আপনি একটা প্রিন্ট আউট নিয়ে নিন দিয়ে রেখে দিন আপনার কাছে।
নিয়োগ প্রক্রিয়া
নিয়োগ প্রক্রিয়া (HPSC Recruitment Post Graduate Teacher) দুইভাবে সম্পন্ন হবে যেমন-
- Written Examination.
- Personal Interview.
Important Dates
Online Application (Start Date) | 28/04/2025 |
Online Application (End Date) | 02/05/2025 |
Important Links
Official Notification (pdf) | Download Here |
Apply Online | Click Here |
Official Website | Click Here |