IBPS Recruitment Data Analyst 2025: বিভিন্ন শূন্যপদ নিয়োগে অনলাইনে আবেদন চাইছে IBPS ব্যাঙ্কিং সংস্থা। যারা ব্যাঙ্কিং সেক্টরে কাজ করার অভিজ্ঞতা করতে চান বা খুঁজছেন তাদের জন্য দারুণ সুখবর বয়ে নিয়ে এসেছে এই নিয়োগটি। প্রফেসর পদেও তারা ভালোরকম বেতন দিচ্ছেন এবং ডাটা অ্যানালিস্ট পদেও ভালো বেতন সঙ্গে ফ্যাসিলিটিও আছে।
এই ব্যাঙ্কিং সেক্টরে কাজ করে সম্মান এবং অর্থ দুইই পাবেন। এখানে ব্যাঙ্কে বসেই কাজ হবে আপনার। ডাটা অ্যানালিস্ট পদে কম্পিউটারে ভালোরকম নলেজ লাগবে। কি যোগ্যতা লাগবে? বেতন সম্পর্কে জানতে এই প্রতিবেদনটি ভালো করে পড়ুন।
নিয়োগকারী দপ্তর: Institute of Banking Personnel Selection(IBPS)
শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।