IBPS Recruitment Data Analyst 2025: ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন বিভিন্ন শূন্যপদে প্রফেসর, ডাটা অ্যানালিস্ট নিয়োগ করছে! বেতন আকর্ষণীয়।

IBPS Recruitment Data Analyst 2025: বিভিন্ন শূন্যপদ নিয়োগে অনলাইনে আবেদন চাইছে IBPS ব্যাঙ্কিং সংস্থা। যারা ব্যাঙ্কিং সেক্টরে কাজ করার অভিজ্ঞতা করতে চান বা খুঁজছেন তাদের ...

IBPS Recruitment Data Analyst 2025
Published On:
Follow
Join
Subscribe

IBPS Recruitment Data Analyst 2025: বিভিন্ন শূন্যপদ নিয়োগে অনলাইনে আবেদন চাইছে IBPS ব্যাঙ্কিং সংস্থা। যারা ব্যাঙ্কিং সেক্টরে কাজ করার অভিজ্ঞতা করতে চান বা খুঁজছেন তাদের জন্য দারুণ সুখবর বয়ে নিয়ে এসেছে এই নিয়োগটি। প্রফেসর পদেও তারা ভালোরকম বেতন দিচ্ছেন এবং ডাটা অ্যানালিস্ট পদেও ভালো বেতন সঙ্গে ফ্যাসিলিটিও আছে।

এই ব্যাঙ্কিং সেক্টরে কাজ করে সম্মান এবং অর্থ দুইই পাবেন। এখানে ব্যাঙ্কে বসেই কাজ হবে আপনার। ডাটা অ্যানালিস্ট পদে কম্পিউটারে ভালোরকম নলেজ লাগবে। কি যোগ্যতা লাগবে? বেতন সম্পর্কে জানতে এই প্রতিবেদনটি ভালো করে পড়ুন।

নিয়োগকারী দপ্তর: Institute of Banking Personnel Selection(IBPS)

পদের নাম (IBPS Recruitment Data Analyst 2025)

  1. প্রফেসর
  2. ডাটা অ্যানালিস্ট

শূন্যপদ

নোটিফিকেশন দেখুন।

শিক্ষাগত যোগ্যতা

পদের নামযোগ্যতা
ProfessorPost Graduation, Ph.D.
Data AnalystBE/B.Tech in Computer Science/IT/Data Science/Electronics and Communications/Machine Learning and AI, M.Sc, MCA

বেতন (IBPS Recruitment Data Analyst 2025)

পদের নামবেতন (প্রত্য়েক মাসে)
Professor1,59,100-3,02,169/- প্রতি মাসে।
Data Analyst44,900-87,675/- মাসে মাসে বেতন পাবেন।

আবেদন ফি

CategoryFee
All Candidates1,000/-
PaymentOnline Method.

Read More: সেন্ট্রাল ওয়াটার কমিশন ১১টা পোষ্টে স্টেনোগ্রাফার নিয়োগ করছে! শুধুমাত্র 12th পাশ যোগ্যতায় আবেদন করুন।

বয়সসীমা

পদের নামবয়স
Professor47-55 বছর পর্যন্ত। (01 April, 2025 অনুযায়ী)
Data Analyst23-30 বছর।

আবেদন প্রক্রিয়া

  • আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • IBPS Recruitment অপশন চেক করুন।
  • প্রফেসর এবং ডাটা অ্যানালিস্ট পদ দুটির শিক্ষাগত যোগ্যতা দেখুন।
  • আবেদন করার শেষ তারিখ দেখুন তারপর আবেদন করুন।
  • আপনি যে পদের জন্য যোগ্য সেই পদে আপনি আবেদন করুন।
  • কোনোরূপ ভুল ভ্রান্তি ছাড়া আবেদনপত্রটি পূরণ করুন সময় নিয়ে।
  • তারপর আবেদনপত্র পূরণ হয়ে গেলে সাবমিট করুন। সাবমিশনের তারিখ বাড়ানো হয়েছে ২৮ এপ্রিল পর্যন্ত সময় আছে আপনার হাতে।
  • সবশেষে একটা প্রিন্ট নিয়ে রাখুন আবেদনপত্রের।

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনে আবেদনের (শুরু তারিখ)01/04/2025
অনলাইনে আবেদনের (শেষ তারিখ)28/04/2025 (তারিখ বাড়ানো হয়েছে)।

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ

আবেদনের তারিখ বাড়ানো বিজ্ঞপ্তি (পিডিএফ)ক্লিক করুন এখানে
সরকারি বিজ্ঞপ্তি (পিডিএফ)ক্লিক করুন।
IBPS Recruitment Data Analyst 2025 অনলাইনে আবেদন Click Here
সরকারি ওয়েবসাইটClick Here

IBPS Recruitment Data Analyst 2025

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment