Indian Army 10 2 TES 54 Online Form: ইণ্ডিয়ান আর্মিতে উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ! অনলাইনে আবেদন করো।

Indian Army 10 2 TES 54 Online Form: ইণ্ডিয়ান আর্মিতে চাকরির একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। 10+2 TES 54 Course Jan 2026 নিয়োগের অ্যাপ্লিকেশন ফর্মটি ইণ্ডিয়ান ...

Indian Army 10 2 TES 54 Online Form
Published On:
Follow
Join
Subscribe

Indian Army 10 2 TES 54 Online Form: ইণ্ডিয়ান আর্মিতে চাকরির একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। 10+2 TES 54 Course Jan 2026 নিয়োগের অ্যাপ্লিকেশন ফর্মটি ইণ্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। তোমরা যারা ইণ্ডিয়ান আর্মিতে জয়েন করতে ইচ্ছুক তারা নোটিফিকেশনটি পড়ে সম্পূর্ণ নিয়মাবলীটি সুন্দরভাবে গুছিয়ে পড়ে নাও।

ইণ্ডিয়ান আর্মির এই পদের নাম কি, যোগ্যতা কি, নিয়োগের প্রক্রিয়া কেমন, বয়স কত দরকার, পোষ্টিং কোথায় হবে এই সমস্ত প্রশ্ন তোমাদের মনে সর্বদাই হতে থাকছে তাই তোমাদের জানার কৌতুহল দেখেই আজকে প্রতিবেদনে নিয়ে এসেেছে সেই ইণ্ডিয়ান আর্মির আকাঙ্খিত বিস্তারিত বিবরণ যা তোমাদের যারা আর্মিতে যেতে চাও তাদের অবশ্যই কাজে লাগবে।

নিয়োগকারী দপ্তর: Indian Army

পদ এবং শূন্যপদ কতগুলি জেনে নাও।

পদের নামশূন্যপদ
10+2 TES 54 Course Jan 202690 টি শূন্যপদ এখানে রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

পদের নামযোগ্যতা
10+2 TES 54 Course Jan 202612th Passed with Physics, Chemistry and Mathematics.

Read More: বিশ্বভারতীতে সহযোগী এবং সহকারী অধ্যাপক নিয়োগের আবেদন চলছে! আবেদন চলবে ৩০ জুন পর্যন্ত।

বয়সসীমা দেখে নাও।

পদের নামবয়সসীমা
10+2 TES 54 Course Jan 2026প্রার্থীর বয়স ১৬ বছর ৬ মাসের নীচে হবে না এবং ১৯ বছর ৬ মাসের উপরেও বয়স হলে চলবে না।

বেতন পরিকাঠামো (Indian Army 10 2 TES 54 Online Form)

এখানে উঁচু পদে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই চাকরি প্রার্থীরা নির্বাচিত হলে বিভিন্ন Rank করে পদোন্নতির সম্ভাবনা থাকতে অনেকটাই। সেইমতো বেতন তাদের হবে। বেতন জানতে নোটিফিকেশন চেক করে নিন।

How to Apply For Indian Army 10 2 TES 54 Online Form

  • www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইটে গিয়ে ‘Online Application’ বাটনে ক্লিক করতে হবে।
  • প্রার্থীরা তাদের সমস্ত কিছু নথিপত্রের তথ্যগুলি দিয়ে আবেদন পূরণ করতে হবে।
  • এখানে তোমাদের আবেদন করার সময় ভুল হলে কারেকশান করতে পারবে ফর্ম সাবমিট করার আগে পর্যন্ত।
  • সাবমিট করার পর প্রার্থীকে একটা রোল নম্বর দেওয়া হবে যেটা 30 মিনিট ভ্যালিড থাকবে সেটা প্রিন্ট আউট করে নিতে হবে।
  • দুটো প্রিন্ট আউট বার করতে হবে একটা ইন্টারভিউয়ের সময় দেখাতে হবে আর একটা নিজের কাছে রেখে দিতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

SSB Interview এর সময় অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যেতে হবে। তার সঙ্গে নিয়ে যেতে হবে নিম্নলিখিতগুলি-

  1. ক্লাস 10 এর সার্টিফিকেট এবং মার্কশিট যেখানে জন্মতারিখ উল্লেখিত থাকবে।
  2. ক্লাস 12 এর মার্কশিট এবং সার্টিফিকেট।
  3. আইডি প্রুফ।
  4. রেজাল্ট কপি JEE Mains 2025।
  5. দুটো সেল্ফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজের ফটোকপি

Important Dates

Starting Date Online Application13/05/2025
Closing Date12/06/2025

Important Links

Official NotificationDownload Here
Indian Army 10 2 TES 54 Online FormClick Here
Official WebsiteClick

Indian Army 10 2 TES 54 Online Form

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment