Indian Overseas Bank Recruitment 2025: ইণ্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে লোকাল ব্যাঙ্ক অফিসার নিয়োগ! বেতন সর্বোচ্চ ৮৫,৯২০ টাকা।

Indian Overseas Bank Recruitment 2025: ব্যাঙ্কের জবের জন্য যারা প্রস্তুতি নেন তাদের অপেক্ষার দিন শেষ কেননা, ইণ্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। আপনারা ব্যাঙ্কের ওয়েব ...

Indian Overseas Bank Recruitment 2025
Published On:
Follow
Join
Subscribe

Indian Overseas Bank Recruitment 2025: ব্যাঙ্কের জবের জন্য যারা প্রস্তুতি নেন তাদের অপেক্ষার দিন শেষ কেননা, ইণ্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। আপনারা ব্যাঙ্কের ওয়েব পোর্টালে গিয়ে নোটিফিকেশনটি চেক করে নিতে পারবেন। বিস্তারিত বিবরণ সেখানে পেয়ে যাবেন।

ওভারসিজ ব্যাঙ্কের বিজ্ঞপ্তি প্রকাশিত হবার সঙ্গে সঙ্গেই আপনাদের জানার ইচ্ছা তৈরি হয়েছে যে সেখানে শূন্যপদ কত রয়েছে, বেতন কত করে পেতে পারেন ব্যাঙ্ক থেকে, নিয়োগের বিষয়টি।

তাই আপনাদের কৌতুহলের অবসান ঘটিয়ে এই প্রতিবেদনে নিয়ে এসেছি সেই সবেরই বিস্তারিত নিয়োগের বিবরণ। প্রতিবেদনটি পড়ুন এবং সব কিছু জেনে বুঝে, যাচাই করে আবেদন করুন।

নিয়োগকারী দপ্তর: Indian Overseas Bank (IOB)

পদের নাম ও শূন্যপদের বিবরণ

পদের নামশূন্যপদ
Local Bank Officers in JMGS-I 2025-26400 টি।

শিক্ষাগত যোগ্যতার বিবরণ

পদের নামশিক্ষাগত যোগ্যতা
Local Bank Officers in JMGS-I 2025-26Graduation Degree of any stream

লোকাল ব্যাঙ্ক অফিসার পদের বেতনের বিবরণ

পদের নামবেতন (প্রত্যেক মাসে)
Local Bank Officers in JMGS-I 2025-2648,480-85,920/- প্রতি মাসে বেতন পাবেন।

Read More: আইডিবিআই ব্যাঙ্কে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ! শূন্যপদ ৬৭৬টি।

বয়সসীমা (Indian Overseas Bank Recruitment 2025)

পদের নামবয়স
Local Bank Officers in JMGS-I 2025-2620-30 বছর। (1st May, 2025 অনুযায়ী বয়স গণনা করে নিতে হবে)।

লোকাল ব্যাঙ্ক অফিসার পদের আবেদন প্রক্রিয়া

  1. প্রথমে ইণ্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের ওয়েবসাইট www.job.in যেতে হবে।
  2. সেখানে “Recruitment of Local Bank Officers – 2025-26” ‘careers’ পেজে গিয়ে নোটিফিকেশনটি ভালো করে পড়ে নিতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা চেক করে নিতে হবে।
  3. তারপর রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় ইমেল, মাোবাইল নম্বর দিয়ে কমপ্লিট করে নিজেকে রেজিস্টার করে নিতে হবে।
  4. একটা রেজিস্টার নম্বর এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেটা দিয়ে লগ ইন করে নিতে হবে।
  5. আবেদনপত্রের পেজ খুলে যাবে সেখানে সমস্ত কিছু তথ্য দিয়ে পূরণ করতে হবে, যেমন পার্সোনাল ডিটেলস, শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবং অন্যান্য অনেক কিছু পূরণ করতে হবে।
  6. তার পরের পেজে সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিতে হবে। যেমন ফটো, স্বাক্ষর, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট যাদের যা যা আছে ইত্যাদি।
  7. তারপর আবেদন ফি পেজে গিয়ে পেমেন্ট করে দিতে হবে যে কোন অনলাইন মেথড দিয়ে।
  8. সব কিছু হয়ে গেলে তারপর সাবমিট করে দিয়ে একটা পুরো পেজের প্রিন্ট আউট নিতে হবে আপনাকে, যাতে পরে দেখাতে পারেন।

আবেদন ফি (Indian Overseas Bank Recruitment 2025)

Category Fee
SC/STPwBD175/- সঙ্গে GST দিতে হবে।
GEN/EWS/OBC800/- সঙ্গে GST দিতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

  1. Online Examination.
  2. Language Proficiency Test.
  3. Personal Interview.

Important Dates

Start Date Online Application12/05/2025
End Date Online Application31/05/2025

Important Links

Official NotificationDownload
Indian Overseas Bank Recruitment 2025Click Here
Official WebsiteClick Here

Indian Overseas Bank Recruitment 2025

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment