Infinix Hot 60i লঞ্চ হল LCD Display এবং Dual SIM সহ! ভারতের বাজারে এর দাম ৯,৮০০ টাকার কাছাকাছি।

By Subhasis Ghosal

Published On:

Follow Us

Infinix Hot 60i চুপিসারে লঞ্চ হয়েছে বাংলাদেশের মার্কেটে। Infinix Hot 50i এর মতোই অনেকটা লুক। এই স্মার্টফোনটির 6.78 inch LCD Display screen এবং refresh rate 120Hz। এই ফোনটির প্রসেসর রয়েছে MediaTek Helio G81 ultimate SoC এবং মেমোরি দিচ্ছে 256GB in built।

হ্যাণ্ডসেটটির ব্যাটারিও 5,160mAh ও 45Watt এর চার্জার। তাছাড়া ক্যামেরা রয়েছে 50MP প্রাইমারি রিয়ার ক্যামেরা। এতে আছে Dual SIM এবং এটি Android 15 এর উপর চলে। এই ফোনটির ব্রাইটনেস 800 nits peak যা চোখের পক্ষে খুব ভালো। Infinix Hot 60i স্মার্টফোনটিতে 2MP সেকেণ্ডারী ক্যামেরা আছে।

Infinix Hot 60i দাম কত ভারতীয় মূল্যে?

Infinix Hot 60i ফোনটির দাম ভারতীয় বাজারে প্রায় 9,800 টাকার মতো। এতে পাওয়া যাচ্ছে 6GB RAM এবং 128GB মেমোরি স্টোরেজের সুবিধা। 8GB RAM এবং 256GB মেমোরি স্টোরেজের দাম মাত্র 11,500 টাকার মতো ভারতীয় মার্কেটে।

এই ফোনটি ইতিমধ্যে মসৃণ কালো এবং টাইটেনিয়াম গ্রে এই দুটি রঙের পাওয়া যাচ্ছে। বাংলাদেশের রিটেলার মোবাইল দোকানে এবং ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: Oppo Reno 15 Pro সত্যিই একটা DSLR কিলার! লঞ্চের তারিখ এবং দাম জানতে হলে পড়ুন।

Infinix Hot 60i Specification

Brand Infinix Hot 60i
Operating System Android 15, Infinix Hot 60i runs on XOS 15.1
SIMDual SIM (Nano+Nano)
Display6.78 inch Full HD (1,080×2,460 pixels) IPS LCD screen with 120Hz refresh rate 396 ppi এবং 800 nits peak উজ্জ্বলতাযুক্ত।
Chipset12nm octa core Media Tek Helio G81 ultimate chip.
RAM8GB
Memory Storage128 GB
Camera50MP primary camera। ছবির গভীরতা নির্ধারণের জন্য রয়েছে f/1.8 aperture যা আপনার ব্যাকগ্রাউণ্ডকে আলাদা করে তোলে। এবং 2MP সেকেণ্ডারী ক্যামেরা। সামনে 8MP সেলফি ক্যামেরা সঙ্গে f/2.0 aperture।
SupportsInfinix Hot 60i supports 4G LTE
ConnectivityWi-Fi 5, Bluetooth 5, NFC এবং GPS, A-GPS
Charging USB Type-C port

Infinix Hot 60i আরো যা যা ফিচার রয়েছে

এই ফোনটি খুবই দ্রুত আনলক করার ক্ষেত্রে side-mounted fingerprint scanner রয়েছে। Infinix Hot 60i ফোনটিতে বিশেষ সেনসর লাগানো আছে। কোনো অনিয়ম সনাক্ত করার জন্য accelerometer ব্যবহার করা হয়। ডিভাইসের নড়াচ়ড়া ও কম্পনের জন্য accelerometer এবং compass ব্যবহার করা হয়।

1852 সালে ফ্রান্সের ফিজিসিস্ট Jean Bernard Leon Foucault- gyroscope আবিষ্কার করেছিল। এখন স্মার্টফোনগুলিতে gyroscope censor ব্যবহার করা হয় ফোনটির গতিবিধি ও অভিমুখ পরীক্ষা করার জন্য।

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment