IOCL Apprentice Recruitment 2025: ইণ্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড, রিফাইনারি বিভাগ একটি নোটিফিকেশন প্রকাশ করেছে। যারা ইণ্ডিয়ান অয়েলে চাকরি করতে ইচ্ছুক তারা অনলাইনে আবেদন করুন। সমগ্র ভারত জুড়ে নিয়োগ হবে। এই দুর্দান্ত সুযোগ গ্রহণ করুন।
ইণ্ডিয়ান ওয়েল কর্পোরেশনে নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটি বের হয়েছে তাতে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, শূন্যপদের বিবরণসহ আজকের প্রতিবেদনে আলোচনা করতে চলেছি আরও অনেক খবর। সুতরাং প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।
নিয়োগকারী দপ্তর: Indian Oil Corporation Limited, Refineries Division(IOCL).
পদের নাম (IOCL Apprentice Recruitment 2025)
- Trade Apprentice Attendant Operator (Chemical Plant)
- Trade Apprentice (Fitter)
- Trade Apprentice (Boiler)
- Trade Apprentice (Chemical)
- Trade Apprentice (Mechanical)
- Trade Apprentice (Electrical)
- Trade Apprentice (Instrumentation)
- Trade Apprentice Secretarial Assistant
- Trade Apprentice Accountant
- Trade Apprentice Data Entry Operator (Fresher)
- Trade Apprentice Data Entry Operator (Skill Certificate Holders)
শূন্যপদের বিবরণ
Post Name | Vacancy |
Trade Apprentice Attendant Operator (Chemical Plant) | 421 |
Trade Apprentice (Fitter) | 208 |
Trade Apprentice (Boiler) | 76 |
Trade Apprentice (Chemical) | 356 |
Trade Apprentice (Mechanical) | 169 |
Trade Apprentice (Electrical) | 240 |
Trade Apprentice (Instrumentation) | 108 |
Trade Apprentice Secretarial Assistant | 69 |
Trade Apprentice Accountant | 38 |
Trade Apprentice Data Entry Operator (Fresher) | 53 |
Trade Apprentice Data Entry Operator (Skill Certificate Holders) | 32 |
Read More: নবোদয় বিদ্য়ালয়ে হোস্টেল সুপারিনটেনডেন্ট নিয়োগ! যোগ্যতা গ্রাজুয়েশন।
শিক্ষাগত যোগ্যতা
Post Name | Qualification |
Trade Apprentice Attendant Operator (Chemical Plant) | B.Sc(3years) (Math, Physics, Chemistry or Industrial Chemistry) |
Trade Apprentice (Fitter) | Matric with ITI in Fitter trade |
Trade Apprentice (Boiler) | B.Sc(3years) (Math, Physics, Chemistry or Industrial Chemistry) |
Trade Apprentice (Chemical) | Diploma in 3 years in Chemical Engg./Petrochemical Engg./Chemical Technologh/Fefinery and Petrochemical Engg. ) |
Trade Apprentice (Mechanical) | Diploma in 3 years in Mechanical Engg. |
Trade Apprentice (Electrical) | Diploma in 3 years in Electrical Engg./Diploma in Electrical and Electronics Engg. |
Trade Apprentice (Instrumentation) | Diploma in 3 years in Instrumentation Engg./Instrumentation and Electronics/Instrumentation and Control Engg./Applied Electronics and Instrumentation Engg. |
Trade Apprentice Secretarial Assistant | B.A/B.Sc/B.com (3years) |
Trade Apprentice Accountant | B.Com (3years) |
Trade Apprentice Data Entry Operator (Fresher) | XII Passed |
Trade Apprentice Data Entry Operator | XII Passed |
বেতন পরিকাঠামো
Post Name | Salary (Monthly) |
Trade Apprentice Attendant Operator (Chemical Plant) | See Notification |
Trade Apprentice (Fitter) | |
Trade Apprentice (Boiler) | |
Trade Apprentice (Chemical) | |
Trade Apprentice (Mechanical) | |
Trade Apprentice (Electrical) | |
Trade Apprentice (Instrumentation) | See Notification |
Trade Apprentice Secretarial Assistant | |
Trade Apprentice Accountant | |
Trade Apprentice Data Entry Operator (Fresher) | |
Trade Apprentice Data Entry Operator |
বয়সসীমা (IOCL Apprentice Recruitment 2025)
Post Name | Age Limit |
Trade Apprentice Attendant Operator (Chemical Plant) | 18-24 বছর। (31/05/2025 অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে)। |
Trade Apprentice (Fitter) | 18-24 বছর বয়স থাকতে হবে। |
Trade Apprentice (Boiler) | 18-24 বছর। (31/05/2025 অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে)। |
Trade Apprentice (Chemical) | 18-24 বছর। |
Trade Apprentice (Mechanical) | |
Trade Apprentice (Electrical) | |
Trade Apprentice (Instrumentation) | 18-24 বছর বয়স 31/05/2025 অনুযায়ী। |
Trade Apprentice Secretarial Assistant | 18-24 বছর। |
Trade Apprentice Accountant | |
Trade Apprentice Data Entry Operator (Fresher) | 18-24 বছর বয়স হতে হবে। |
Trade Apprentice Data Entry Operator (Skill Certificate Holders) | 18-24 বছর। |
আবেদন পদ্ধতি
- প্রার্থীকে ইণ্ডিয়ান ওয়েলের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
- হোম পেজে গিয়ে প্রার্থীকে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে।
- তারপর একটা এনরোলমেন্ট নম্বর প্রদান করা হবে প্রার্থীকে।
- একজন প্রার্থী মাত্র একটি ট্রেডেই আবেদন করতে পারবেন।
- প্রার্থীর নিজস্ব মোবাইল নম্বর এবং ই-মেল আইডি থাকতে হবে।
- আবেদনের সময় সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে যা যা কর্তৃপক্ষ চেয়েছে।
- অনলাইনে আবেদন চলবে 02/06/2025 বিকাল ৫টা পর্যন্ত।
- আবেদন শেষে আবেদনের একটা প্রিন্ট আউট নিয়ে নিতে হবে প্রার্থীদেরকে।
ডকুমেন্টস কি লাগবে?
১। বর্তমান সময়ের একটি কালার ফটো।
২। নিজের স্বাক্ষর।
৩। আইডি প্রুফ।
৪। শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট।
৫। বয়সের প্রমাণপত্র।
৬। কাস্ট সার্টিফিকেট ইত্যাদি।
নিয়োগ পদ্ধতি
- এই নিয়োগ (IOCL Apprentice Recruitment 2025) প্রক্রিয়াটি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের উপর ভিত্তি করে হবে।
- সবশেষে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে নিয়োগ পাওয়া সমস্ত প্রার্থীদের। অরিজিনাল ডকুমেন্টস না দেখাতে পারলে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
Important Dates
Starting Date of Online Application | 03/05/2025 |
Closing Date | 02/06/2025 |
Important Links
IOCL Apprentice Recruitment 2025 | Click Here |
Official Website | Click Here |
Apply Online | Click |