আইফোন 17 প্রো মডেলটি সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে লঞ্চ হবার সম্ভাবনা! iOS 26 অপারেটিং সিস্টেমের Next Generation অ্যাপেলের আইফোন হতে চলেছে।

বাজারে এইবার লঞ্চ হতে চলেছে বহুদিনের প্রতিক্ষিত অ্যাপেলের iphone 17 সিরিজের iphone 17 pro মোবাইল ফোনটি। বাজের আসার আগে থেকেই এর জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। ২০২৫ ...

Published On:
Follow
Join
Subscribe

বাজারে এইবার লঞ্চ হতে চলেছে বহুদিনের প্রতিক্ষিত অ্যাপেলের iphone 17 সিরিজের iphone 17 pro মোবাইল ফোনটি। বাজের আসার আগে থেকেই এর জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। ২০২৫ সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে লঞ্চ হবার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মত অনুযায়ী, iOS 26 আসছে এর সিস্টেমে।

২০২৫ সালে ৯ই জুন তারিখে অ্য়াপেলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স (WWDC) এ ঘোষণা করা হয়েছিল যে এটা হল অ্যাপেলের iOS অপারেটিংস সিস্টেমের উনিশতম এবং পরবর্তী রিলিজ হতে চলেছে এবং সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এটা প্রকাশিত হবে বলে জানা গিয়েছিল।

এই ফোনটি নতুনভাবে বাজারে আসছে বলে জানা গিয়েছিল কোম্পানীর তরফ থেকে। তাই আগেই আইফোন 17 এর অনেক ফিচারই ফাঁস হয়েছিল তা সত্ত্বেও মানুষ এর নতুন লুক দেখার জন্য অপেক্ষায় বসে আছে।

আইফোন 17 প্রো মোবাইলের সম্ভাব্য দাম

এর দাম ভারতীয় মার্কেটে ১,৪৫,০০০ টাকা হতে পারে আইফোন 17 এয়ার ফোনের দাম মোটামুটি ৯০,০০০ টাকার মতো হতে পারে ভারতে। তবে USA তে এর প্রাইস 899 ডলার হওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন: Google Gemini Student Offer: স্টুডেন্টদের জন্য ১ বছর ফ্রি সার্ভিস Google Gemini AI Pro সঙ্গে Veo 3 অ্যাক্সেস প্ল্যান! মোট ১৯,৫০০ টাকার সম্পূর্ণ সাবস্ক্রিপশন বিনামূল্যে।

আইফোন 17 প্রো মোবাইলের স্পেশিফিকেশন

Screen size

এই আইফোনের সাইজ হবে ৬.৯ ইঞ্চি প্রোমোশন 120 হার্জ রিফ্রেশ রেটসহ।

Display

6.1 থেকে 6.7 ইঞ্জি LTPO OLED ডিসপ্লে প্যানেল।

Camera

48MP প্রাইমারি ক্যামেরা থাকছে প্রো মডেলগুলিতে। প্রো ম্যাক্সগুলিতে থাকছে 48মেগাপিক্সেলের ultrawide ক্যামেরা এবং 24মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

Video Recording

8k Resolutions এর ভিডিও রেকর্ডিং সম্ভব হবে এই প্রো মডেলটিতে। এছাড়াও পাবেন ডুয়াল ভিউ ভিডিও রেকর্ডিং অপশন। যারা ইউবটিউবে ভিডিও বানান তাদের অদ্ভুত অভিজ্ঞতার হতে চলেছে।

Chip

iphone 17 pro থাকছে A19 pro chip যা এখনও পর্যন্ত ফাস্টার চিপ। গেম প্রেমীদের জন্য সুখবর থাকতে রে ট্রেসিং ফিচার যা গেমিং ফিচারের গ্রাফিক্সকে আরও উন্নত করে। আরও রয়েছে Vapour Chamber Cooling System।

Battery

50 ওয়াটের চার্জিং এবং Qi 2.2 এর সাপোর্ট হচ্ছে অ্যাপেলের সবচেয়ে শক্তিশালী ও ফাস্টার আইফোনের বৈশিষ্ট্য।

RAM

12GB Up to 1 TB storage capacity.

শক্তিশালী এবং মজবুত অ্যাপেলের আইফোন 17 প্রো বাজারের আসার আগে থেকেই এর হিড়িক প্রচণ্ড হারে বেড়েই চলেছে। বিশেষজ্ঞদের মতে, এই আইফোন সিরিজ অ্যাপেলের দিক থেকে দুর্দান্তভাবে বাজার মাতাবে। আপনিও জানান, এই আইফোন কেনার জন্য আপনি কতটা তৈরি আছেন? প্রতিবেদন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এরকম ধরনের আরও টেক আর্টিকেল চাইলে ইমেল করুন নীচে দেওয়া অ্যাড্রেসে।

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment