IRCTC Apprentice Recruitment 2025 Last Date: ইণ্ডিয়ান রেলওয়েতে গ্রাজুয়েট যোগ্যতায় বিভিন্ন পদে নিয়োগ! ৭ই এপ্রিল পর্যন্ত আবেদন চলবে।

By Subhasis Ghosal

Published On:

Follow Us
IRCTC Apprentice Recruitment 2025 Last Date

IRCTC Apprentice Recruitment 2025 Last Date: ইণ্ডিয়ান রেল আমাদের একটি জাতীয় সম্পদ। রেলে প্রচুর কর্মচারী রেলে কাজ করে। রেলের কাজে অনেক সুবিধাও পাওয়া যায়। তাই ইণ্ডিয়ান রেলওয়ে আপনাদের বিভিন্ন পদে নিয়োগের সুযোগ করে দিচ্ছে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কোন লিখিত পরীক্ষা ছাড়াই অ্যাপ্রেনটিস ট্রেনি হিসাবে নিয়োগ করা হবে।

আজকের প্রতিবেদন রচনায় থাকবে এই পদের শিক্ষাগত যোগ্যতা, কোন পদের ক্ষেত্রে কত বয়স লাগবে, রেলওয়ে সংস্থা মাসে বেতন কত দেবে আপনাদের, নিয়োগ কিভাবে করবে ইণ্ডিয়ান রেলওয়ে, আবেদন (IRCTC Apprentice Recruitment 2025 Last Date) কি করে করলে গ্রহণ করা হবে এইসব পুঙ্খানুপুঙ্খ আলোচনা।

নিয়োগকারী দপ্তর : The Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)

Important Dates

অনলাইনে আবেদনের Starting Date24/03/2025 (Already শুরু হয়েছে)।
অনলাইনের আবেদনের Last Date07/04/2025

পদের নাম ও শূন্যপদের সংখ্যা

Post NameVacancy
Computer Operator and Programming Assistant (COPA)05
Executive Procurement10
HR Executive Payroll & Employee Data Management02
Executive-HR01
CSR Executive01
Marketing Associate Training04
IT Support Executive02

শিক্ষাগত যোগ্যতা

Post NameQualification
Computer Operator and Programming Assistant (COPA)Matriculation & ITI Certificate affiliated to NCVT/SCVT
Executive ProcurementGraduation Pursuing in Commerce/CA Inter/Supply Chain or Similar
HR Executive Payroll & Employee Data ManagementGraduate (in any discipline)
Executive-HRGraduate (in any discipline)
CSR ExecutiveGraduate Pursuing
Marketing Associate Training
Graduate Pursuing (any)
IT Support ExecutiveAny Graduate

Salary (IRCTC Apprentice Recruitment 2025 Last Date)

Post NameMonthly Salary
Computer Operator and Programming Assistant (COPA)নোটিফিকেশন দেখে নেবেন।
Executive Procurement
HR Executive Payroll & Employee Data Management
Executive-HR
CSR Executiveনোটিফিকেশন ভালো করে পড়ে নেবেন।
Marketing Associate Training
IT Support Executive

Read More : ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, হাইদ্রাবাদ MTS পদে লোক নিচ্ছে! মাধ্যমিক যোগ্যতায় আবেদন করুন।

বয়সসীমা (IRCTC Apprentice Recruitment 2025 Last Date)

Post NameAge
Computer Operator and Programming Assistant (COPA)15-25 (01/04/2023 অনুসারে)।
Executive Procurement15-25 বছর (01/04/2023 অনুসারে হিসাব করে নিতে হবে)।
HR Executive Payroll & Employee Data Management15-25 years (01/04/2023 অনুসারে)।
Executive-HRঐ একই বয়স
CSR Executive15-25 বছর (As on 01/04/2023 )।
Marketing Associate Training15-25 (01/04/2023 অনুসারে)।
IT Support Executive15-25 বছর বয়স লাগবে।

আবেদন পদ্ধতি

  1. প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
  2. https://www.apprenticeshipindia.gov.in এই পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  3. EWS Certificate Produce করতে হবে যদি EWS Quota এর মধ্যে পড়ে তাহলে।

ডকুমেন্টস দিতে হবে

1. কালার ফটোগ্রাফ (সাইজ 3.5 x 4.5 cm)।

2. 10th মার্কশিট এবং ITI মার্কশিট।

3. জন্ম তারিখের প্রমাণপত্রের সার্টিফিকেট

4. ন্যাশানাল ট্রেড সার্টিফিকেট issued by NCVT/SCVT

5. কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBC)।

6. PwBD Certificate (যদি লাগে)।

7. ডিসচার্জ সার্টিফিকেট (যদি EX-Servicemen হয়)।

নিয়োগ পদ্ধতি

  • এখানে কোন লিখিত পরীক্ষা (IRCTC Apprentice Recruitment 2025 Last Date) হবে না। মাধ্যমিকের মার্কশিটের নম্বর দেখে মেরিট লিস্ট তৈরি হবে।
  • যদি দুই ব্যক্তি বা অধিক ব্যক্তির একই নম্বর বা পারসেন্টেজ হয় সেক্ষেত্রে যাদের বয়স বেশি সেই অনুসারে নেওয়া হবে।
  • অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ফাইনাল নিয়োগের ক্ষেত্রে।
  • ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড দেওয়া হবে। নোটিফিকেশনে সব বিস্তারিতভাবে উল্লেখ করা আছে স্টাইপেন্ডের কথা। স্টাইপেণ্ড অ্যামাউন্ট, ক্যাটাগরি সমস্ত কিছু।

Important Links

Official Noticeএখান থেকে ডাউনলোড করুন।
Registration Portalএখানে ক্লিক করুন।
Official Websiteদেখতে ক্লিক করুন।

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment