Jharkhand High Court Recruitment Notice: ঝাড়খণ্ড হাইকোর্টে সিসটেম অ্যাসিস্ট্যান্ট ও সিস্টেম অফিসার নিয়োগ! টোটাল শূন্যপদ ৩৫টি।

Jharkhand High Court Recruitment Notice: ঝাড়খণ্ড হাইকোর্টে ৩৫টি পদের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন জানাতে হবে। আগ্রহী ইচ্ছুক চাকরী প্রার্থীরা ঝাড়খণ্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ...

Jharkhand High Court Recruitment Notice
Published On:
Follow
Join
Subscribe

Jharkhand High Court Recruitment Notice: ঝাড়খণ্ড হাইকোর্টে ৩৫টি পদের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন জানাতে হবে। আগ্রহী ইচ্ছুক চাকরী প্রার্থীরা ঝাড়খণ্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ২৮ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন কর। যারা হাইকোর্টে চাকরী করার জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে থাকে এবং প্রস্তুতি নিয়ে থাকে তাদের জন্য এটা একেবারে মোক্ষম সুযোগ। তাদের বলছি, তোমরা সত্ত্বর আবেদন করো অনলাইনে।

ঝাড়খণ্ড হাইকোর্টে ৩৫টি শূন্যপদে আবেদনের জন্য কি যোগ্যতা লাগবে, বয়সসীমা, বেতন কেমন হবে, আবেদন কেমনভাবে করলে অ্যাপ্লিকেশন বাতিল হবে না এই সমস্ত নিয়েই আজকের প্রতিবেদনটি শুরু করতে চলেছি।

নিয়োগকারী দপ্তর : Jharkhand High Court

বিভিন্ন পদ এবং শূন্যপদ

Post NameVacancy
System Officer18
Senior Programmer01
System Assistant11
Project Manager
01
Software Programmer
01
Assistant Programmer
01
IT Assistant
01
Help Desk Manager
01

শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ

Post NameQualification
System OfficerDegree, BE/B.Tech, MCA
Senior ProgrammerBE/B.Tech, MCA, M.Sc
System AssistantDiploma, Degree, BCA, B.SC, PGDCA
Project Manager
BE/B.Tech, MCA, M.Sc, MBA
Software Programmer
BE/B.Tech, MCA, M.Sc
Assistant Programmer
BE/B.Tech, MCA, M.Sc
IT Assistant
Graduation
Help Desk Manager
Graduation

বেতনক্রম (Jharkhand High Court Recruitment Notice)

Post NameSalary (Monthly)
System Officer50,500/- Per Month
Senior Programmer50,500/- Per Month
System Assistant38,110/-
Project Manager71,200/-
Software Programmer41,800/-
Assistant Programmer27,000/-
IT Assistant
25,500/-
Help Desk Manager26,100/-

আবেদন ফি

উপরের পদগুলিতে আবেদনের জন্য কোনোরকম আবেদন ফি প্রদানের কথা বলা হয় নাই।

Read More: উত্তর চব্বিশ পরগণা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর অফিসে কনট্রাকচুয়াল ডিলিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ! সরকারি নোটিফিকেশন দেখুন।

বয়সসীমা

ঝাড়খণ্ড হাইকোর্টে নিয়োগ প্রক্রিয়ায় (Jharkhand High Court Recruitment Notice) উপরোক্ত পদগুলির ক্ষেত্রে বয়স লাগবে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদন প্রক্রিয়া

  • আপনারা প্রথমে jharkhandhighcourt.nic.in এই ওয়েবসাইটে যাবেন।
  • যে পদের জন্য আবেদন করতে চান সেই পদটি নোটিফিকেশনে দেখে নেবেন আছে কিনা।
  • তারপর সেই পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাইছে দেখবেন আরও অন্য় সমস্ত কিছু ভালো করে দেখবেন।
  • অনলাইনে আবেদন কবে শুরু হচ্ছে দেখবেন।
  • আবেদন কবে শেষ হচ্ছে সেটাও ভালো করে লক্ষ্য় করবেন কারণ শেষ তারিখে কখনও আবেদন করতে যাবেন না সেখানে সার্ভারের সমস্যা হতে পারে।
  • আপনি যদি সেই পদটির জন্য যোগ্য হন তাহলে আবেদনপত্র পূরণ করবেন নির্ভুলভাবে।
  • আবেদন ফি যদি থাকে তাহলে দেবেন নতুবা নয়।
  • তারপর সাবমিট করে দেবেন।
  • এবং অনলাইনে আবেদন করলে একটা প্রিন্ট আউট বের করে নেবেন তৎক্ষণাৎ ভবিষ্যতে কাজের জন্য।

নিয়োগ প্রক্রিয়া (Jharkhand High Court Recruitment Notice)

  1. লিখিত পরীক্ষা।
  2. ইন্টারভিউ।

Important Dates

Start Date Apply Online15/04/2025
Last Date Apply Online28/04/2025

Important Links

Notification System Officer & Other Post (PDF)Download Here
Notification Project Manager & Other Post (PDF)Download Here
(Jharkhand High Court Recruitment Notice) Online Apply Click Here
Official WebsiteClick Here

Jharkhand High Court Recruitment Notice

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment