Jharkhand High Court Recruitment Notice: ঝাড়খণ্ড হাইকোর্টে ৩৫টি পদের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন জানাতে হবে। আগ্রহী ইচ্ছুক চাকরী প্রার্থীরা ঝাড়খণ্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ২৮ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন কর। যারা হাইকোর্টে চাকরী করার জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে থাকে এবং প্রস্তুতি নিয়ে থাকে তাদের জন্য এটা একেবারে মোক্ষম সুযোগ। তাদের বলছি, তোমরা সত্ত্বর আবেদন করো অনলাইনে।
ঝাড়খণ্ড হাইকোর্টে ৩৫টি শূন্যপদে আবেদনের জন্য কি যোগ্যতা লাগবে, বয়সসীমা, বেতন কেমন হবে, আবেদন কেমনভাবে করলে অ্যাপ্লিকেশন বাতিল হবে না এই সমস্ত নিয়েই আজকের প্রতিবেদনটি শুরু করতে চলেছি।
নিয়োগকারী দপ্তর : Jharkhand High Court
বিভিন্ন পদ এবং শূন্যপদ
| Post Name | Vacancy |
| System Officer | 18 |
| Senior Programmer | 01 |
| System Assistant | 11 |
| Project Manager | 01 |
| Software Programmer | 01 |
| Assistant Programmer | 01 |
| IT Assistant | 01 |
| Help Desk Manager | 01 |
শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ
| Post Name | Qualification |
| System Officer | Degree, BE/B.Tech, MCA |
| Senior Programmer | BE/B.Tech, MCA, M.Sc |
| System Assistant | Diploma, Degree, BCA, B.SC, PGDCA |
| Project Manager | BE/B.Tech, MCA, M.Sc, MBA |
| Software Programmer | BE/B.Tech, MCA, M.Sc |
| Assistant Programmer | BE/B.Tech, MCA, M.Sc |
| IT Assistant | Graduation |
| Help Desk Manager | Graduation |
বেতনক্রম (Jharkhand High Court Recruitment Notice)
| Post Name | Salary (Monthly) |
| System Officer | 50,500/- Per Month |
| Senior Programmer | 50,500/- Per Month |
| System Assistant | 38,110/- |
| Project Manager | 71,200/- |
| Software Programmer | 41,800/- |
| Assistant Programmer | 27,000/- |
| IT Assistant | 25,500/- |
| Help Desk Manager | 26,100/- |
আবেদন ফি
উপরের পদগুলিতে আবেদনের জন্য কোনোরকম আবেদন ফি প্রদানের কথা বলা হয় নাই।
বয়সসীমা
ঝাড়খণ্ড হাইকোর্টে নিয়োগ প্রক্রিয়ায় (Jharkhand High Court Recruitment Notice) উপরোক্ত পদগুলির ক্ষেত্রে বয়স লাগবে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর।
আবেদন প্রক্রিয়া
- আপনারা প্রথমে jharkhandhighcourt.nic.in এই ওয়েবসাইটে যাবেন।
- যে পদের জন্য আবেদন করতে চান সেই পদটি নোটিফিকেশনে দেখে নেবেন আছে কিনা।
- তারপর সেই পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাইছে দেখবেন আরও অন্য় সমস্ত কিছু ভালো করে দেখবেন।
- অনলাইনে আবেদন কবে শুরু হচ্ছে দেখবেন।
- আবেদন কবে শেষ হচ্ছে সেটাও ভালো করে লক্ষ্য় করবেন কারণ শেষ তারিখে কখনও আবেদন করতে যাবেন না সেখানে সার্ভারের সমস্যা হতে পারে।
- আপনি যদি সেই পদটির জন্য যোগ্য হন তাহলে আবেদনপত্র পূরণ করবেন নির্ভুলভাবে।
- আবেদন ফি যদি থাকে তাহলে দেবেন নতুবা নয়।
- তারপর সাবমিট করে দেবেন।
- এবং অনলাইনে আবেদন করলে একটা প্রিন্ট আউট বের করে নেবেন তৎক্ষণাৎ ভবিষ্যতে কাজের জন্য।
নিয়োগ প্রক্রিয়া (Jharkhand High Court Recruitment Notice)
- লিখিত পরীক্ষা।
- ইন্টারভিউ।
Important Dates
| Start Date Apply Online | 15/04/2025 |
| Last Date Apply Online | 28/04/2025 |
Important Links
| Notification System Officer & Other Post (PDF) | Download Here |
| Notification Project Manager & Other Post (PDF) | Download Here |
| (Jharkhand High Court Recruitment Notice) Online Apply | Click Here |
| Official Website | Click Here |


