Kangra Co-Operative Bank Recruitment 2025: কাঙ্গরা, হামিরপুর এবং উনা হিমাচল প্রদেশের এই তিনটে জেলা থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে কো-অপারেটিভ ব্যাঙ্কে নিয়োগের জন্য। বিভিন্ন পোষ্টের জন্য দরখাস্ত পাঠানোর শেষ তারিখ হচ্ছে ২৫/০৬/২০২৫ কিন্তু লাহৌল, স্পিটি, কিন্নৌর, পাঙ্গি, ভারমৌর এবং সিমলা ডিস্ট্রিক্ট হিমাচল প্রদেশ এদের জন্য দরখাস্ত পৌঁছনোর শেষ তারিখ হল ০৫/০৭/২০২৫। প্রথমে তোমাকে এখানে ট্রেনী হিসাবে নিয়োগ করা হবে পরে স্থায়ী করা হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা নোটিফিকেশনটি ভালো করে পড়ে আবেদন পাঠাও।
ড্রাইভার এবং পিওন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন এই সমস্ত কিছু প্রতিবেদনটি পড়ে জেনে নিন। এই নিয়োগের সমস্ত ধরনের প্রক্রিয়া আলোচনা করে তোমাদের জানানো হয়েছে। তোমার প্রতিবেদনের সমস্তটা পড়ে আবেদন পাঠাতে শুরু কর।
নিয়োগকারী দপ্তর: The Kangra Co-operative Primary Agriculture & Rural Development Bank Ltd. Dharamshala.
পদের নাম কি?
- Driver
- Peon
শূন্যপদ কতগুলি?
Post Name | Vacancy |
Driver | 02 টি। |
Peon | 15 টি। |
Read More: কাস্টম কমিশনার অফিসে গ্রুপ ‘সি’ পদে নিয়োগ! যোগ্যতা সর্বনিম্ন মাধ্যমিক পাশ।
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে দেখে নিন।
Post Name | Qualification |
Driver | 10+2 পাশ। যে কোন স্বীকৃত বোর্ড থেকে পাশ করতে হবে। প্রার্থীর অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ভারী এবং হালকা গাড়ী পাহাড়ী অঞ্চলে চালানোর জন্য। |
Peon | Matriculation পরীক্ষায় পাশ করে থাকতে হবে যে কোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে। |
বেতন (Kangra Co-Operative Bank Recruitment 2025)
Post Name | Monthly Salary |
Driver | প্রথমে স্যালারি হিসাবে এখানে তুমি ২১,৩০০ টাকা পাবে এবং পরে বেড়ে ৬৭,৮০০ টাকা হবে। |
Peon | প্রথমে এই পদে তুমি ১৮,০০০ টাকা বেতন পাবে এবং পরে তুমি পাবে ৫৬,৯০০ টাকা। |
বয়সসীমা কত প্রয়োজন?
Post Name | Age Limit |
Driver | সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর। এছাড়া সরকারি নিয়মানুসারে অন্যান্য কাস্টের জন্য বয়সের উর্ধ্বসীমায় ছাড় আছে। |
Peon | পিওন পদে বয়স দরকার ১৮ থেকে ৪৫ বছর। সরকারি নিয়মে অন্যান্যদের জন্য ছাড় আছে বয়সে। |
আবেদন (Kangra Co-Operative Bank Recruitment 2025)
- ব্যাঙ্কের ওয়েবসাইট www.kpardb.in থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে নাও।
- আবেদন ফর্ম ভালো করে মনোযোগ দিয়ে দেখে নিজের হাতে পূরণ করে পোষ্টের মাধ্যমে পাঠিয়ে দাও।
- ব্যাঙ্কের মাধ্যমে ডিমাণ্ড ড্রাফট কেটে আবেদন ফর্মের সঙ্গে পাঠিয়ে দাও নির্দিষ্ট ঠিকানায়।
- ডিমাণ্ড ড্রাফট কাটতে হবে THE GENERAL MANAGER, THE KANGRA COOP, PRIMARY AGRI & RURAL DEVELOPMENT BANK LTD., PAYABLE AT DHARAMSHALA।
- অবশ্যই শেষ তারিখ ২৫শে জুনের মধ্যে এবং ট্রাইবাল এলাকার জন্য ৫ই জুলাই ২০২৫ এর মধ্যে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা
দরখাস্ত ভরা খামের উপর লিখতে হবে “Application for the Post of Driver/Peon” এবং সমস্ত যোগ্যতার জেরক্স অ্যাটেস্টেডসহ পোষ্টের মাধ্যমে পাঠিয়ে দেবে এই ঠিকানায়-
“THE GENERAL MANAGER, THE KANGRA COOP. PRIMARY AGRI. & RURAL DEVELOPMENT BANK LTD., CIVIL STATION, DHARAMSHALA, DISTT. KANGRA, H.P. 176215”.
আবেদন ফি কত দিতে হবে দেখো।
Category | Fee |
GEN | 700/- |
GEN/Ex-Servicemen | 500/- |
SC/ST/PH/WOMEN/OBC/EWS | 300/- |
নিয়োগ প্রক্রিয়া
- ড্রাইভিং পদে নিয়োগের ক্ষেত্রে Screening Test, Proficiency Test of Driving and Document Verification.
- যাদের অটোমোবাইল বিষয়ে মেকানিক্যাল নলেজ বেশি আছে তাদের প্রাধান্য দেওয়া হবে (Kangra Co-Operative Bank Recruitment 2025) নিয়োগে।
Important Dates
Last Date of Offline Application: 25/06/2025
Tribal Areas Last Date: 05/07/2025
Important Links
Kangra Co-Operative Bank Recruitment 2025: Download Here
Official Website: Click Here