Ladli Behna Awas Yojana Kisti Date: লাডলি বেহানা আবাস যোজনার প্রথম কিস্তির তারিখ ঘোষণা! কারা কারা পাবেন দেখে নিন।

By Subhasis Ghosal

Published On:

Follow Us
Ladli Behna Awas Yojana Kisti Date

Ladli Behna Awas Yojana Kisti Date: লাডলি বেহানা আবাস যোজনার প্রথম কিস্তির জন্য সব মহিলারাই উদগ্রীব হয়ে আছেন। আপনাদের বলি, পূর্বের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান এই লাডলি বেহানা আবাস যোজনা গরিব মহিলাদের পাকা ঘর দেওয়ার জন্য এই যোজনা শুরু করেছিলেন।

সেই সময় অর্থাৎ ২০২৩ সাল থেকে মহিলারা আবেদন ফর্ম জমা করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত কোন সরকারি টাকা তাদের অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি। মধ্যপ্রদেশের সব মহিলারাই তাদের পাকা বাড়ি তৈরি কবে হবে তার জন্য অপেক্ষায় বুক বেঁধে আছেন। দেখতে হবে এ বছর সুরাহা হয় কিনা।

যদি আপনিও এই লাডলি বেহানা আবাস যোজনায় (Ladli Behna Awas Yojana Kisti Date) নাম লিখিয়ে থাকেন এবং প্রথম কিস্তির টাকা না পাওয়ার কারণে নিজের পাকা তৈরির স্বপ্ন পূরণ করতে পারছেন না। তাহলে আপনাকে বলি এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন এখানে লাডলি বেহানা যোজনার কিস্তি টাকা বিষয়ে বিস্তারিত আলোচনা করব।

Read More: লাডলি বেহেনা যোজনার ২৩তম কিস্তির তারিখ ঘোষিত! দেখুন কবে ঢুকবে টাকা অ্যাকাউন্টে।

Ladli Behna Awas Yojana Kisti Date

লাডলি বেহানা হল এমন একটি যোজনা যেখানে গরিব মহিলাদের মাটির বাড়ি ভেঙে অথবা তার পাশে পাকা বাড়ি তৈরি করে দেওয়া হয়। যেসব মহিলারা আবাস যোজনায় ঘর পাই নাই তাদের বাড়ির তৈরি করার সঙ্কল্প দেয় মধ্যপ্রদেশ সরকার। সেইমতো মহিলারা তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পেয়ে থাকেন সরকারের তরফে।

এই যোজনায় মহিলারা সমস্ত কিছু সরকারের নিয়ম পালন করলে তাদের সরকার নতুন বাড়ি নির্মাণ করতে ১লক্ষ ৩০ হাজার টাকা দিয়ে থাকে। সেই টাকায় তারা পাকা ঘর বানিয়ে নিতে পারেন সহজেই। এবারে, এই টাকা সাধারণ কিস্তির মাধ্যমেই দেওয়া হয়ে থাকে।

কিস্তির তারিখ কখন দেওয়া হয়েছে?

মহিলারা অনেক ধৈর্য ধরে বসে আছেন কবে তাদের প্রথম কিস্তির টাকা ঢুকবে এবং পাকা বাড়ি নির্মাণ হবে। সেই অর্থে তারা ২০২৩ সাল থেকে একটা বাড়ি তৈরির স্বপ্ন নিয়ে বসে আছেন এখনও পর্যন্ত সফল হয়নি তাদের আশা। তবে এবারে বলে রাখি মধ্যপ্রদেশ সরকার খুব তাড়াতাড়িই এই কিস্তির টাকা ছাড়তে পারে।

কিন্তু এই ব্য়াপারে কোন আধিকারিক কোনরকম ঘোষণা করে নাই সেহেতু অপেক্ষার দিন এখনও শেষ হয় নাই। তবে জানা যাচ্ছে মিডিয়া রিপোর্ট কে অনুসার সরসার সর্বপ্রথম এই লাডলি বেহনা আবাস যোজনার বাজেট তৈরি করছে। বাজেট পেশ হয়ে গেলে মহিলাদের জন্য তাদের আবাস যোজনার প্রথম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে।

কিস্তির কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে?

এবার মনে হতে পারে, কত টাকা মহিলাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি হিসাবে পাওয়া যাবে? এই যোজনায় সরকার প্রথম কিস্তি বাবদ ২৫,০০০ টাকা থেকে মোটামুটি ৪০,০০০টাকা পর্যন্ত দিতে পারে। কিন্তু সেই ব্যাপারটি তখনই উন্মোচন হবে যখন মধ্যপ্রদেশ সরকার প্রথম ইনস্টলমেন্টের টাকা অ্যাকাউন্টে দেবে।

তবে বোঝাই যাচ্ছে এই আবাস যোজনার টাকা সরকার অনেকগুলি কিস্তিতে ভাগ করে দেবে। যতক্ষণ না সরকারের কোন আধিকারিক এই ব্যাপারে মুখ খুলছে ততক্ষণ (Ladli Behna Awas Yojana Kisti Date) মহিলাদের অপেক্ষা করে যেতেই হবে।

প্রয়োজনীয় প্রমাণপত্র এই প্রকল্পের।

১। প্রুফ আইডি কার্ড।

২। বার্ষিক আয়ের প্রমাণপত্র।

৩। মনরেগা জব কার্ড (যদি থাকে)।

৪। ব্যাঙ্কের অ্যাকাউন্ট।

৫। বয়সের প্রমাণপত্র।

৬। বাসস্থানের প্রমাণপত্র।

৭। মোবাইল নম্বর।

৮। লাডলী বেহানা যোজনার রেজিস্ট্রেশন নম্বর।

তালিকা চেক (Ladli Behna Awas Yojana Kisti Date)

  • প্রথমে আপনাকে ওয়েব পোর্টালে যেতে হবে।
  • হোম পেজে রিপোর্ট বলে একটা অপশন আছে সেখানে ক্লিক করুন।
  • পরবর্তী পৃষ্ঠায় গ্রাম পঞ্চায়েত অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর আপনাকে নিজের জেলা এবং গ্রাম পঞ্চায়েত পছন্দ করতে হবে।
  • আপনাক সামনে লাডলি বেহানার তালিকার সম্পূর্ণ লিস্ট খুলে যাবে। তারপর আপনি নিজের নাম চেক করে নিতে পারবেন।

Important Link

Official Website : Click Here

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment