Ladli Behna Yojana 23th Installment Date: লাডলি বেহেনা যোজনার ২৩তম কিস্তির তারিখ ঘোষিত! দেখুন কবে ঢুকবে টাকা অ্যাকাউন্টে।

By Subhasis Ghosal

Published On:

Follow Us
Ladli Behna Yojana 23th Installment Date

Ladli Behna Yojana 23th Installment Date: যেসমস্ত মহিলারা লাডলি বেহেনা যোজনার ২২তম কিস্তি পেয়ে গেছেন তারা এই যোজনার ২৩তম কিস্তি কবে দেওয়া হবে কোন তারিখ ঘোষণা করা হয়েছে কিনা এইসব বিষয়ে জানার জন্য উদগ্রীব হয়ে আছেন। যে সমস্ত মহিলারা ২৩তম কিস্তির টাকা নিজের অ্যাকাউন্টে ঢোকার জন্য় অপেক্ষা করছেন তাদের বলি ৮ই মার্চ ২২তম কিস্তির টাকা পেয়েছেন ২৩তম কিস্তির জন্য একটু অপেক্ষা করতে হবে আপনাদের।

আপনারা সবাই জানেন, মধ্যপ্রদেশ সরকার ৮মার্চ ২০২৫ তারিখে লাডলি বেহেনা যোজনার ২২তম কিস্তি (Ladli Behna Yojana 23th Installment Date) দিয়ে দিয়েছে এবং ২৩তম কিস্তি দেওয়ার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। আগের মাসের কিস্তি দেওয়া মোটামুটি ১০দিনের মতো হয়েছে তাই পরের কিস্তি কবে দেওয়া হবে তার তারিখ ঘোষণা এখনও হয়নি।

মধ্যপ্রদেশ সরকার দ্বারা ঘোষণা করা আগের কিস্তির তারিখ যদি আপনারা জানতে চান তাহলে এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন এবং ২৩তম কিস্তির তারিখ কবে প্রকাশিত হবে তা আপনারা জানতে পারবেন আমার ওয়েবসাইটেই এই তথ্যগুলি নিয়ে আলোচনা করব তাই শেষ পর্যন্ত আমার প্রতিবেদনটি পড়তে থাকুন। বিস্তারিত খবর পান এই যোজনার বিষয়ে।

Declaration of Ladli Behna Yojana 23th Installment Date

লাডলি বেহেনা যোজনার কিস্তি প্রত্যেক মাসে প্রকাশিত হয়। গত মাসের কিস্তির তারিখ ২২ মার্চ ২০২৫ প্রকাশিত হয়েছিল। ২৩তম কিস্তির তারিখ এখনও পর্যন্ত ঘোষণা হয়নি তাই অপেক্ষা করুন সকল মহিলাদের অ্যাকাউন্টে পরের কিস্তির টাকা ঢুকে যাবে আপনারা অপেক্ষায় থাকুন।

সরকার দ্বারা লাডলি বেহেন যোজনায় ১.২৬ কোটির বেশি মহিলাদের এই যোজনার সুবিধা দেওয়া হয়ে থাকে। সরকার দ্বারা ঘোষিত ২৩তম কিস্তির তারিখ ৮ই এপ্রিল অথবা ১০এপ্রিলের মধ্যে সম্ভবত হয়ে থাকতে পারে আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন।

লাডলি বেহেনা যোজনী কী?

লাডলি বেহেনা যোজনার হল এমন একটি যোজনা যার মারফৎ সকল মহিলাদের আর্থিকভাবে স্বচ্ছলতা আনছে এবং প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে সেই অর্থ দিয়ে তারা নিজেদের দৈনন্দিন চাহিদা মেটাতে সক্ষম হচ্ছেন। এটা একটা দারুণ সুবিধাভোগের যোজনা যাতে কিনা সরকার পিছিয়ে পড়া মহিলাদের আর্থিকভাবে তাদের ভিত শক্ত করছে।

প্রত্যেক মাসে (Ladli Behna Yojana 23th Installment Date) এই কিস্তির টাকা পাওয়ার ফলে মহিলাদের জীবনে অনেক পরিবর্তন হয়েছে। তারা বাড়ির অন্য কাজের পাশাপাশি সরকারের দেওয়া টাকায় বাড়ির বিভিন্ন সাজসরঞ্জাম কিনে বাড়ির এবং পরিবারের উন্নতিসাধন করার চেষ্টা করছে।

এই যোজনায় টাকা পেতে গেলে কি যোগ্যতা লাগবে?

  • লাডলি বেহেন যোজনায় টাকা কেবলমাত্র সকল মহিলারাই পেয়ে থাকেন।
  • এই যোজনায় ২৩তম কিস্তি পেতে গেলে সেই মহিলাকে ২১ বছর থেকে ৬০ বছর পর্যন্ত বয়স হতে হবে।
  • ৬০ বছরের বেশি বয়সী মহিলাদের কিস্তির টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে।
  • যে মহিলাদের নামে কোন সম্পত্তি অথবা গাড়ি থাকলে তারা এই যোজনার জন্য যোগ্য নন।
  • পরিবারের বছরে ইনকাম ২.৫ লাখের কম হতে হবে।

এই যোজনায় টাকা না পাওয়া মহিলারা কি করবেন?

যেসব মহিলারা লাডলি বেহেনা যোজনায় টাকা পাচ্ছেন এবং তাদের বয়স ২১ থেকে ৬০ বছর। কিন্তু ৬০ বছরের বেশি যাদের বয়স হয়ে গিয়েছে তারা এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন। সরকার দ্বারা ঘোষণা করা হয়েছে যে, যেসব মহিলাদের বয়স ৬০ বছর (Ladli Behna Yojana 23th Installment Date) হয়ে গিয়েছে তারা এখন আর এর যোজনার সুবিধা পাবেন না। এরকম ১লক্ষ ৬৩ হাজার মহিলাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে তারা এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন।

Read More : ব্যাঙ্ক অফ বরোদায় হোম লোনের জন্য আবেদন করুন! বিনা টেনশনেই মিলবে লোনের সুবিধা।

Check Status (Ladli Behna Yojana 23th Installment Date)

১. লাডলি বেহেনা যোজনার ওয়েবসাইটে যান এই ওয়েবসাইটের লিঙ্ক নীচে দেওয়া আছে।

২. হোম পেজে গিয়ে আবেদন এবং ভূগতান কী স্থিতি এই অপশনে ক্লিক করুন।

৩. ক্লিক করার পর আর একটা পেজ আসবে যেখানে আপনাদের আবেদন ক্রমাঙ্ক পূরণ করতে হবে।

৪. এবার আপনাকে ক্যাপচা কোড পূরণ করে গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে।

৫. ওটিপি ভেরিফিকেশন হয়ে গেলেই আপনার সামনে আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস খুলে যাবে।

৬. এইভাবে আপনি আপনার অ্যাকাউন্টের বর্তমান স্থিতি পরীক্ষা করতে পারবেন।

Important Link

Official Website : Click Here

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment