Lic Bima Sakhi Yojana Agent : এলআইসি বীমা সখি যোজনায় মহিলারা এজেন্ট হিসাবে কাজ করুন! মাসে পাবেন ৭,০০০ টাকা।

By Subhasis Ghosal

Published On:

Follow Us
Lic Bima Sakhi Yojana Agent

Lic Bima Sakhi Yojana Agent : বীমা সখি যোজনার কথা আজকে বলতে যাচ্ছি, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলআইসির বীমা সখি যোজনার কথা ঘোষণা করেছেন। এই স্কিম মহিলাদের জন্য চালু হয়েছে মহিলাদের আর্থিক স্বচ্ছলতা এবং ভালো ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এই যোজনা শুরু করা হয়েছে।

আমাদের দেশে মহিলাদের (Lic Bima Sakhi Yojana Agent) স্বনির্ভর করার জন্য, তাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য এবং আর্থিকভাবে স্বনির্ভর করার জন্য অনেক স্কিম, সরকারের তরফ থেকে অনেক যোজনা চালু করা হয়।

এই স্কিমটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি লঞ্চ করেছেন মহিলাদের আত্মনির্ভর করার জন্য। এখানে এলআইসির বীমার এজেন্ট হিসাবে তাদের ক্যারিয়ার গড়ে তুলতে পারেন। মহিলাদের জন্য দারুণ একটা সুযোগ দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে।

এলআইসির এই স্কিমে সারা ভারতের এজেন্ট হিসাবে কাজ করতে পারবেন শুধুমাত্র মহিলারা এবং সেইসব মহিলাদের সরকারের দ্বারা প্রশিক্ষণ পাওয়া যাবে একদম বিনামূল্যে।

আরও পড়ুন : লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন! কত টাকা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার, কিভাবে আবেদন করতে হবে দেখে নিন।

বীমা সখি যোজনার যোগ্যতার ধরন

মাধ্যমিক পাশ যোগ্যতায় গৃহস্থ বাড়ির মহিলারা এই কাজটি করতে পারবেন। মাধ্যমিক পাশ করে যারা বাড়িতে বসে থাকে এবং অনেক সময় ধিক্কারও শুনতে হয় শ্বশুরবাড়ির কাছ থেকে স্বামী এবং বাড়ির অন্যান্য সদস্যদের কাছ থেকে তাদের এই সময় কিছু করে দেখানোর সুযোগ চলে এসেছে সেইসব গৃহস্থ পরিবারে যেসব পরিবারের নুন আনতে পান্তা ফুরায় সেইসব স্বামীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার দারুণ একটা সুযোগ কিন্তু চলে এসেছে।

যোগ্যতা কম হওয়ার কারণে গৃহস্থ সকল মহিলারা এই সুযোগ গ্রহণ করতে পারবেন এবং সরকারি খরচায় ট্রেনিং করে নিতে পারবেন।

এজেন্টে হিসাবে আবেদনকারীর বয়সসীমা

বয়সের এখানে কোন ভেদাভেদ নেই আপনার বয়স যদি ৭০ বছরও হয় তাহলেও আপনি এলআইসি এজেন্ট হিসাবে কাজ করতে পারবেন। কোনোরকম বয়সের গণ্ডীর সীমাবদ্ধতা নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের দ্বারা পরিচালিত এই স্কিমে।

ট্রেনিং এ কি বেনিফিট পাবেন?

প্রত্যেক মাসে আপনাকে একটা বৃত্তি প্রদান করা হবে। এলআইসির যে পলিশি থাকে সারা ভারতে সেইসব পলিশি কিভাবে মানুষের সামনে নিয়ে আসবেন তার একটা পরিকল্পনা, পলিশির ডিমাণ্ড, পলিশি লাভজনক কিনা মানুষের কাছে সেইসব বিভিন্ন রকম তথ্য এলআইসির এজেন্ট হিসাবে অর্জন করতে পারবেন এবং মানুষের কাছে তুলে ধরতে পারবেন তাদের শুভাকাঙ্খী হিসাবে।

এই লাভজনক স্কিমের শুধু সেলসম্যান হিসাবেই নয়, একটা সম্মানজনক সরকারি কাজের সাথে নিজেক জড়িয়ে, নিজেকে যুক্ত করে নিজেকে এজেন্ট হিসাবে দাবী করতে পারবেন।

মাসে কত টাকা আপনি রোজগার করবেন? বছরেই বা হিসাবে করলে কত টাকা হবে এইসব নিয়ে কথা বলব আজ। আপনি এই কাজের প্রতি নিষ্ঠা প্রকাশ করলে একটা লাভজনক বেনিফিট পেতে চাইলে এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকুন এবং এই স্কিমের উপকারগুলি জেনে নিন বাড়িতে বসেই প্রতিবেদনের মাধ্যমে।

How to Apply for Lic Bima Sakhi Yojana Agent

(১) এখন আমরা এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখানে দেখতে পাচ্ছেন ভারতীয় জীবন বিমা নিগম। বীমা সখি যোজনায় এখানে এজেন্ট নেওয়া হচ্ছে যা মহিলা ক্যারিয়ার এজেন্ট নামেও বলা যাচ্ছে।

(২) এখানে মহিলারা আবেদন করতে পারেন। ভারতীয় জীবন বীমা সখি যাকে আমরা এমসিএ যোজনা বা বীমা সখি যোজনাও বলতে পারি। এমসিএ ক্যারিয়ার মহিলা এজেন্ট বা বীমা সখি যোজনা দুইই বলা যায়। অর্থাৎ এই যোজনায় যে মহিলাদের নেওয়া হচ্ছে তা স্পষ্টভাবে বলা হয়েছে এবং আপাতত তিন বছরের জন্য এদের নেওয়া হচ্ছে স্পষ্টরূপে লিখিত।

(৩) কিন্তু এখানে এটাও স্পষ্টভাবে বলা হয়েছে যে, যেসব মহিলারা এখানে ট্রেনিং করে এজেন্ট হিসাবে নিয়োগ হবে তারা কেউই এলআইসির দ্বারা নিয়োগ করা কর্মচারীর সমতুল্য হবে না। এখানে আপনারা এজেন্ট হিসাবে কাজ করবেন এবং তিন বছরের মেয়াদে কাজ করতে হবে পরে হয়তো বাড়ানো যেতে পারে। তবে একবার নিয়োগ হলে বোধহয় সেটা ভেবে দেখবেন সরকার যা সবসময় করে থাকেন মহিলাদের সুবিধার্থে সরকার।

(৪) এটা মহিলাদের জন্য একটা সুবিধা হতে পারে যেখানে একবার সুযোগ পেলে তারা অনেক বছর পর্যন্ত কাজ করতে পারে বলে মনে করা হচ্ছে। তাই সুযোগকে কাজে লাগানো উচিত বলে আমার মনে হয়। মহিলারা যাতে আগে আসে তাদের পর্যবেক্ষণ, তাদের দক্ষতা যাতে চার দেওয়ালে সীমাবদ্ধ থেকে না যায় তারাও কিছুতে যোগ্য তৈরি হয় তার জন্য ভারত সরকার এই প্লাটফর্মের মতো একটা কিছু দিতে চাইছে মহিলাদের বিশেষভাবে বলা যাচ্ছে।

(৪) সরকারের তরফ থেকে মহিলাদের প্রশিক্ষণ (Lic Bima Sakhi Yojana Agent) সহ রোজগারের সুবিধা এবং ট্রেনিং চলাকালীন কিছু টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। আবেদনের সময় যে কোন মহিলার সর্বনিম্ন বয়স ১৮বছর এবং সর্বোচ্চ যে বয়স সেটা ৭০ বছর অর্থাৎ বার্ধক্য বয়সেও এই রোজগার করতে পারবেন। তাহলে বোঝাই যাচ্ছে সরকার সত্তর বছর বয়সের মহিলাদের কথাও এখানে উল্লেখ করেছেন যাতে স্বনির্ভরতা এবং টাকা রোজগারের পরম্পরা একটা আগ্রহে পরিণত হয় সেই এগিয়ে আসার দৌড়কেই সরকার কুর্নিশ জানিয়ে এই বয়সসীমা তৈরি করেছে এলআইসির পরিবারের সঙ্গে তাদের এজেন্ট হিসাবে কাজে যুক্ত হওয়ার জন্য সুতরাং, মর্যাদা এবং আর্থিক স্বনির্ভরতা, স্বচ্ছলতা দুইই লাভ করতে পারবেন সেই পরিবারের মহিলা সদস্যগণ।

সরকার আপনাকে পেমেন্ট কিভাবে দেবে দেখুন।

  1. দেখুন ভালোভাবে বুঝে নিন, যেটা প্রথম বছরের কমিশন ৪৮,000 টাকা যেখানে আপনাকে এক বছরে চব্বিশটা পলিশির কাজ করতে হবে সেরকম কিছু বলা হয়েছে।
  2. এরপর প্রত্যেক মাসে আপনি কত পাবেন, যেহেতু তিন বছরের জন্য আপাতত নিয়োগ করা হচ্ছে তাই প্রথম বছর আপনাকে ৭,০০০ টাকা করে মাসে মাসে দেওয়া হবে।
  3. দ্বিতীয় বছর আপনাকে ৬,০০০ টাকা প্রতি মাসে দেওয়া হবে তবে কম করে শতকরা পঁয়ষট্টি(৬৫ শতাংশ)পলিশির কাজ কমপ্লিট কর থাকতে হবে আপনাকে।
  4. এবং তৃতীয় বছরে আপনাকে ৫,০০০ টাকা দেওয়া হবে অর্থাৎ একইভাবে সেই শতকরা কাজের পরিমাণ আপনার থাকতে হবে চলমান মাসের হিসাবে।
  5. এবং ট্রেনিংও সেইভাবে আপনি প্রাপ্ত করবেন যাতে কি আপনি সঠিক সময়ে এইসব পলিশির কাজ শেষ করতে পারবেন। বিস্মিত বা ভয় পাবার কারণ নেই যারা আপনাদের প্রশিক্ষণ দেবে তারাই আপনাদের সহযোগিতা করবেন এই কাজ সঠিকভাবে করার জন্য। আপনাদের কাজ খুবই ইন্টারেস্টিং লাগবে যখন আপনারা ট্রেনিংপ্রাপ্ত হবেন। দেখবেন আপনারা খুশিতে এই কাজ একসঙ্গে করে ভালোই পারফরমেন্স দিচ্ছেন এবং টাকা রোজগার করে যাচ্ছেন।

Income Structure of Lic Bima Sakhi Yojana Agent

নির্দিষ্ট বেতন

প্রথম বছরপ্রতি মাসে ৭,০০০ টাকা। এক বছরে বেতন- (৭,০০০x১২ = ৮৪,০০০ টাকা)
দ্বিতীয় বছরপ্রতি মাসে ৬,০০০ টাকা। এক বছরে বেতন- (৬,০০০ x ১২ = ৭২,০০০ টাকা)।
তৃতীয় বছরপ্রত্যেক মাসে ৫,০০০টাকা। এক বছরে মাইনে- (৫,০০০ x ১২ = ৬০,০০০ টাকা)।
মোটতিন বছরে মোট ইনকাম = ২,১৬,০০০ টাকা।

Commission & Profit

বার্ষিক কমিশন – বছরে ২৪ টি পলিশি অর্জন (মোট ৪৮,০০০ টাকা)।

রিনিউয়াল কমিশন – তার সঙ্গে আগের বছরগুলিতে বিক্রি হওয়া পলিশির জন্য কমিশন পাবেন।

মোট ইনকাম এমসি.এ এজেন্টের

প্রথম বছরে৪৮,০০০ টাকা কমিশন তার সঙ্গে স্যালারি ৮৪,০০০ টাকা = ১,৩২,০০০ টাকা মোট রোজগার।
দ্বিতীয় বছর৪৮,০০০ টাকা কমিশন তার সঙ্গে স্যালারি ৭২,০০০ টাকা = ১,২০,০০০ টাকা তার সঙ্গে রিনিউয়াল কমিশন থাকবে।
তৃতীয় বছরে৪৮,০০০ টাকা কমিশন তার সঙ্গে স্যালারি ৬০,০০০ টাকা = ১,০৮,০০০ টাকা তার সঙ্গে রিনিউয়াল কমিশন থাকবে।

কিছু শর্তাবলী (Instructions) খেয়াল করুন।

১) যারা এলআইসিতে কর্মচারীরূপে কাজ করছেন বা তাদের কোন আত্মীয়স্বজন এই এমসিএ স্কিমের অধীনে কাজ করতে পারবেন না।

২) যারা আগে থেকেই এলআইসির এজেন্ট হিসাবে কাজ করছেন তারা কোনোভাবেই আবেদন করতে পারবেন না।

৩) আবেদন করার জন্য পাসপোর্ট সাইজের কালার ফটো আপলোড করতে হবে।

ডকুমেন্ট কি লাগবে?

১. আপনার বয়সের সঠিক প্রমাণপত্রের সার্টিফিকেট।

২. সেল্ফ অ্যাটেস্টেড সার্টিফিকেট (বার্থ সার্টিফিকেট)।

৩. বাসস্থানের সঠিক প্রমাণ দাখিল করতে হবে আপনাকে।

৪. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আপনাকে দিতে হবে।

আবেদন পদ্ধতি

  • আবেদনের জন্য (Lic Bima Sakhi Yojana Agent) যখন অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন তখন দেখবেন বীমা সখি যোজনা বলে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন।
  • ক্লিক করার পর এলএইসি ক্যারিয়র এজেন্ট পেজে চলে আসবেন।
  • সেখানে এসে নিজের নাম, জেণ্ডার, লিঙ্গ যেহেতু মহিলাদের জন্য তাহলে ফিমেল হবে।
  • ন্যাশানালিটি এখানে ইণ্ডিয়ান হবে কারণ সারা ভারতের মহিলারা আবেদন করবেন তার জন্য।
  • ডেট অফ বার্থ, মোবাইল নম্বর এবং ই-মেল অ্যাড্রেস এখানে লাগবে।
  • আবেদনকারীর বর্তমান বা পারমানেন্ট ঠিকানা এখানে উল্লেখ করতে হবে।
  • পিন কোড অর্থাৎ আপনি যে এলাকায় থাকেন সেখানকার পোষ্টাল কোড এখানে দিতে হবে।
  • তারপর সবকিছু পূরণ করার পর শেষে ক্যাপচা কোডটি লিখে দিলেই সাবমিট অপশন চলে আসবে সেখানে আপনি সাবমিটে ক্লিক করে আবেদনপত্র সাবমিট করে দেবেন।

উপসংহার

সুতরাং, আপনাদের আশা করি বলতে পেরেছি এই স্কিমের বিষয়ে, জানাতে পেরেছি এর সুবিধা বা লাভগুলি অথবা কিভাবে ট্রেনিং করে রোজগার করতে পারবেন ১৮ থেকে ৭০ বছর বয়সি গৃহস্থ মহিলারা। সবকিছু এখানে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি। অনেক মহিলাও ভাবছেন যে এটা হয়তো কোনো পারমানেন্ট চাকরি কিন্তু তাদের বলি এটা তা নয়, আপনি তিন বছর পর্যন্ত কাজ করবেন তারপর আপনাকে পারমানেন্ট করে দেওয়া হবে, না সেরকম নয়, এই প্রতিবেদনে বলা হল যে, কিভাবে আপনারা ট্রেনিং চলাকালীন একটা স্টাইপেণ্ড পাবেন, প্রতি মাসে কেমনভাবে কাজ করলে মাসে মাসে টাকা পাবেন। টার্গেটের কথাও উল্লেখ করা হয়েছে বছরে এবং পরবর্তী বছরে। তিন বছরে আপনাদের মোট ২লক্ষ ১৬হাজার টাকা এখানে আপনাদের দেওয়া হবে। সরকারের এইটা একটা মহিলাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে একটা স্বনির্ভরতাকরণ যোজনা।

আরও কিছু (Lic Bima Sakhi Yojana Agent) এই বিষয়ে জানতে চাইলে কমেন্ট করবেন। লিখতে পারেন আমার ই-মেল অ্যাড্রেসে আমি সবরকম উত্তর দেবার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সমস্ত রকম খোঁজখবর নিয়েই তবে আবেদন করবেন।

Important Link

Official Website : Visit Here

FAQ’s

Lic বীমা সখি যোজনা কি?

হরিয়াণার পানিপথে ৯.১২.২০২৪ তারিখে দুপুর ২টোর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করলেন বীমা সখি যোজনা। এই স্কিমটি প্রধানত গ্রামের মহিলাদের জন্য। গ্রামের মহিলাদের স্বনির্ভর করার জন্য এই যোজনা চালু করা হয়েছে। কারণ, এলআইসি-তে মহিলা এজেন্টের সংখ্যা খুবই সামান্য। ২০১৭ সাল পর্যন্ত যতদূর আপডেট হিসাব ছিল ৬ লক্ষ মহিলা এখানে কাজ করেন। তারপর সেই সংখ্যাটা অনেক বাড়ানোর চেষ্টা করা হয়েছে। ২০২৩ পর্যন্ত যেটা দাঁড়িয়েছে প্রায় সাড়ে সাত লক্ষ মহিলা, এজেন্টের কাজ করেন এই এলআইসিতে। অর্থাৎ শতকরা ২৮%। ১০০এর মধ্যে মাত্র ২৮জন। তাই মহিলাদের আত্মনির্ভর করার জন্য এর আওতায় আনার চেষ্টা করা হচ্ছিল।
প্রথম ধাপে ৩৫ হাজার মহিলাকে আনা হবে এবং দ্বিতীয় ধাপে ৫০ হাজার মহিলাকে নেওয়া হবে। সারা ভারতে মোট ২লক্ষ মহিলাকে এই প্রকল্পের অধীনে আনা হবে বলে জানা যাচ্ছে।  

বীমা সখি যোজনায় কি কাজ করতে হয়?

বীমা সখি যোজনায় মহিলারা বীমা সখি হিসাবে কাজ করার সুযোগ পাবেন। মহিলারা এলআইসি-র মহিলা কেরিয়ার এজেন্ট হবেন এবং বীমা পলিসি বিক্রি করবেন। যাতে তারা নিজেদের সময় বার করে কাজ করতে পারেন।
পলিসি বিক্রয় – প্রতিটি বীমা সখিকে বছরে 24টি পলিশি বিক্রি করার লক্ষ্য দেওয়া যেতে পারে। প্রথম বছরে প্রতি মাসে একটি পলিশি, দ্বিতীয় বছরে দুটি এবং তৃতীয় বছরে তিনটি। আপনি ট্রেনিং এর সময় এই টার্গেট সম্পর্কে সমস্তরকম তথ্য পেয়ে যাবেন।  

বীমা সখি যোজনার ট্রেনিং কিভাবে করতে হয়?

আপনার বীমা সখির যোজনায় এজেন্ট হিসাবে যখন লিস্টে নাম আসবে বা সিলেক্ট হবেন। তখন থেকে আপনার ট্রেনিং শুরু হবে। এলআইসির বিভিন্ন ট্রেনাররা আপনাদের ট্রেনিং করাবেন। সেখানে আপনাদের কথা বলার কৌশল, রীতি-নীতি, কিভাবে পলিসিগুলো বিক্রি করবেন তার কৌশল থেকে শুরু করে বিভিন্ন কাগজপত্র সম্বন্ধে আপনাকে ওয়াকিবহাল করবেন। কোন পলিশির কি রিটার্ন, কত বছর টার্ম, কণ্ডিশন সবকিছু আপনাকে প্রাকটিক্যালি উপলব্ধি করাবেন আপনার ট্রেনিং কর্তারা। কিভাবে মানুষের সঙ্গে যোগাযোগ করবেন, তাদের কি প্রয়োজন জানবেন, সেই সবকিছুই আপনাকে শেখানো হবে ট্রেনিং-এর মাধ্যমে। অর্থাৎ সর্বাঙ্গীন এজেন্ট হিসাবে আপনার ক্যারিয়ার গড়ে তোলার দায়িত্ব প্রশিক্ষণকারী ট্রেনারদের।

বীমা সখি যোজনা কত দিন চলবে?

বীমা সখি যোজনার ট্রেনিং তিন বছর চলবে। ট্রেনিং চলাকালীন যেসব মহিলারা ট্রেনিং করছেন তাদের স্টাইপেন্ড দেওয়া হবে প্রতি মাসে। তিন বছরের অভিজ্ঞতা সঞ্চয় করলে তারপর যারা বি.এ/বি.কম পাশ করেছেন(প্রাইভেটে পরীক্ষা দিয়েও পাশ করে নিতে পারেন) অর্থাৎ গ্রাজুয়েট, তারা এলআইসির তরফ থেকে ডেভেলপমেন্ট অফিসার হিসাবে নিয়োগ হওয়ার সুযোগ পেতে পারেন পরীক্ষার মাধ্যমে। সেক্ষেত্রে এই তিন বছর বীমা সখি যোজনার কাজের অভিজ্ঞতা কাজে লাগবে এলআইসির বিভিন্ন পদে নিয়োগের সময়।

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment