Mormugao Port Trust Apprentice Recruitment 2025: মর্মুগাও পোর্ট ট্রাস্টে অ্যাপ্রেন্টিস নিয়োগ! মোট শূন্যপদ ৫৯টি।

By Subhasis Ghosal

Published On:

Follow Us
Mormugao Port Trust Apprentice Recruitment 2025

Mormugao Port Trust Apprentice Recruitment 2025: মর্মুগাও পোর্ট ট্রাস্টে ৫৯টি শূন্য়পদের একটি নোটিফিকেশন বের হয়েছে। গোয়া লোকেশনে নিয়োগ হবে। যাদের গোয়ার এই সুন্দর পোর্ট বন্দরটিতে কাজ করতে ইচ্ছা করে, তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পার।

এই মনোরকম পোর্ট বন্দরে কাজের সুযোগ অনেকে খোঁজে। তাই তাদের জন্য আজকের প্রতিবেদনটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই পোর্ট বন্দরে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, বয়স, নিয়োগ কেমনভাবে হবে, এইসব বিস্তারিত আলোচনা হবে এই প্রতিবেদনটিতে। মনোযোগ দিয়ে পড় এবং আবেদন শুরু করে দাও।

নিয়োগকারী দপ্তর: Mormugao Port Trust

পদ (Mormugao Port Trust Apprentice Recruitment 2025)

  1. অ্যাপ্রেন্টিস (Apprentice)

শূন্যপদের সংখ্যা

গোয়ার মর্মুগাও পোর্ট ট্রাস্টের যে নোটিফিকেশনটি বেরিয়েছে তাতে পরিষ্কারভাবে ৫৯টি পোষ্টের কথা বলা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

পদের নামযোগ্যতা
GAE (Mechanical)Degree, Graduation থাকতে হবে।
GAE (Electrical)
Degree, Graduation কমপ্লিট করে থাকতে হবে।
GAE (Civil)
Degree, Graduation
DAE (Mechanical)
Degree, Graduation
DAE (Electrical)Diploma থাকতে সংশ্লিষ্ট বিষয়ে।
DAE (Civil)Diploma সেই বিষয়ে।

Read More: তামিলনাড়ু এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ! বেতন সর্বোচ্চ ৩৭,০০০টাকা।

বেতন (Mormugao Port Trust Apprentice Recruitment 2025)

অ্যাপ্রেন্টিস হিসাবে চাকরী পাওয়ার পর তোমার মাইনে হবে প্রতি মাসে ৮,০০০-৯,০০০ টাকা।

পদের নামবেতন (প্রতি মাসে)
GAE (Mechanical)9,000/-
GAE (Electrical)9,000/- (Per Month)
GAE (Civil)9,000/-
DAE (Mechanical)9,000/- প্রতি মাসে।
DAE (Electrical)8,000/-
DAE (Civil)
8,000/-প্রত্যেক মাসে বেতন হিসাবে পাবেন।

আবেদন ফি

No Application Fee (কোন আবেদন ফি লাগবে না)।

বয়সসীমা

মর্মুগাও পোর্ট ট্রাস্টের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখ।

আবেদন পদ্ধতি

  • প্রথমে mptgoa.gov.in এই ওয়েবসাইটে যাও।
  • তারপর মর্মুগাও পোর্ট ট্রাস্টের Recruitment অপশনটিতে যাও, যে পদটি আবেদন করবে সেই পদটি দেখে নাও।
  • নোটিফিকেশনে শিক্ষাগত যোগ্যতা দেখে তারপর আবেদন কর।
  • আবেদন করার আগে আবেদনের শেষ তারিখ ভালো করে দেখে নাও।
  • তারপর আবেদনপত্র অনলাইনে সম্পূর্ণ ত্রুটিহীনভাবে পূরণ কর।
  • আবেদন ফি চাইলে প্রদান করবে।
  • আবেদনপত্র পূরণ করার প্রসেস শেষ হয়ে গেলে সাবমিট করে দাও।
  • সবশেষে আবেদনপত্র সাবমিট করার পর যে পেজটি খুলবে সেটি প্রিন্ট আউট নিয়ে নাও। সেখানে অ্যপ্লিকেশন নম্বর লেখা থাকবে।

নিয়োগ প্রক্রিয়া

  1. তোমার মেধার উপর নির্ভর করে সম্পূর্ণ নিয়োগটি হবে। সেখানে তোমার পার্সোনালিটি, অ্যাটিটিউড এসব কিছু দেখা হবে।
  2. এবং পার্সোনাল ইন্টারভিউয়ে তোমার শারীরিকভাবে তোমায় দেখা হবে তোমার অভিজ্ঞতা ও আরও কিছু সেখানে যাচাই করে নেওয়া হবে।

Important Dates

Start Date (Online Apply)28/04/2025
Last Date (Online Apply26/05/2025

Important Links

Mormugao Port Trust Apprentice Recruitment 2025Download
Apply OnlineClick Here
Official WebsiteClick

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment