MP High Court Recruitment 2025: মধ্যপ্রদেশ উচ্চ আদালতে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ! অষ্টম শ্রেণী পাশেই আবেদন যোগ্য।

MP High Court Recruitment 2025: মধ্যপ্রদেশ উচ্চ আদালতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সর্বনিম্ন যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ। যারা ক্লাস এইট পাশ করে বসে আছো ...

MP High Court Recruitment 2025
Published On:
Follow
Join
Subscribe

MP High Court Recruitment 2025: মধ্যপ্রদেশ উচ্চ আদালতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সর্বনিম্ন যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ। যারা ক্লাস এইট পাশ করে বসে আছো একটা সরকারি চাকরির চেষ্টায় তারা আবেদন কর। তোমাদের অনলাইনে আবেদন করতে হবে।

মধ্যপ্রদেশ উচ্চ আদালতে অনলাইনে আবেদন কিভাবে করবে? বেতন কিভাবে পাবে? বয়সের উর্ধ্বসীমা, নিয়োগের প্রক্রিয়া এই সমস্তই জানতে হবে তোমাদের। প্রতিবেদনটি পড় এবং সহজভাবে কিভাবে এই পদে আবেদন করবে জেনে নাও।

নিয়োগকারী দপ্তর: Madhya Pradesh High Court, Jabalpur

পদের নাম এবং শূন্যপদের সংখ্য়া

Post NameVacancy
Class-IV (Contingency Paid)69
Class-IV (Liftman)01
Class-IV (Driver)08

শিক্ষাগত যোগ্যতা (MP High Court Recruitment 2025)

Post NameQualification
Class-IV (Contingency Paid)8th Passed – 12th Passed
Class-IV (Liftman)10th Passed – 12th Passed
Class-IV (Driver)
10th Passed – 12th Passed. Must have Valid Driving License and also experience

Read More: আইডিবিআই ব্যাঙ্কে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ! শূন্যপদ ৬৭৬টি।

বেতন প্রক্রিয়া

Post NameSalary
Class-IV (Contingency Paid)5,200-20,200/- + GP 1900/-
Class-IV (Liftman)5,200-20,200/- সঙ্গে GP 1900/-
Class-IV (Driver)5,200-20,200/- + GP 1900/- বেতন প্রতি মাসে।

বয়সসীমা

মধ্যপ্রদেশ উচ্চ আদালতে, চতুর্থ শ্রেণী কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর। (01/01/2025 অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে)।

আবেদন (MP High Court Recruitment 2025)

  • প্রথমে www.mphc.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
  • এখানে যাওয়ার পর “Recruit/Result” এর উপরে ক্লিক করতে হবে।
  • তারপরে প্রার্থীকে “Online Application Forms/Admit Cards” এর উপর ক্লিক করতে হবে।
  • এর নোটিফিকেশনটি ভালো করে পড়ে নিতে হবে।
  • এরপর প্রার্থীকে নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর একাট ওটিপি আসবে সেই ওটিপি দিলে তারপর আবেদন ফর্ম পেজ খুলে যাবে।
  • তারপর আবেদনপত্র পূরণ করতে বিভিন্ন তথ্যগুলি দিয়ে সমস্ত ডকুমেন্টস যেমন, ছবি, স্বাক্ষর, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেট ইত্যাদি আপলোড করতে হবে। এবং তারপর সেভ এবং নেক্সট অপশনে ক্লিক করে পরের পেজে চলে যেতে হবে।
  • আবেদন ফি প্রদানের জন্য “Directorate of Treasuries & Accounts” এ ক্লিক করলে আর একটা পেজ খুলবে যেখানে “Address details of payee other details” এ আবেদন ফি চেক করে “Payment Details” এ গিয়ে প্রার্থী UPI অনলাইন মাধ্যমেও পেমেন্ট করতে পারবে।
  • এইভাবেই অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে প্রার্থীদের।

আবেদন ফি

CategoryFee
General and other state200/-
SC/ST/OBC100/-

নিয়োগ প্রক্রিয়া

এই নিয়োগটি ইন্টারভিউয়ের (MP High Court Recruitment 2025 ) মাধ্যমেই হবে। ইন্টারভিউয়ের তারিখ, স্থান পরে জানিয়ে দেওয়া হবে। সমস্ত রকম অরিজিনাল কপিসহ জেরক্স কপি সঙ্গে নিয়ে আসতে হবে ইন্টারভিউয়ের সময়।

  1. অনলাইনে আবেদনের প্রিন্ট আউট।
  2. প্রুফ আইডেন্টিটি কার্ড অরিজিনাল।
  3. বসবাসের সার্টিফিকেট।
  4. কাস্ট সার্টিফিকেট ইত্যাদি।

Important Dates

Start Date for Apply Online13/05/2025
Closing Date28/05/2025
Correction Date of Application Form19/05/2025 to 01/06/2025

Important Links

MP High Court Recruitment 2025 Download Here
Official WebsiteClick Here

MP High Court Recruitment 2025

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment