Murshidabad Sub Divisional Office Recruitment 2025: মুর্শিদাবাদ সাব-ডিভিশনাল অফিসে অতিথি শিক্ষক নিয়োগ! Walk-in-Interview এর মাধ্যমে।

Murshidabad Sub Divisional Office Recruitment 2025: পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ সাব-ডিভিশনাল অফিসে গেস্ট টিচার নিয়োগ করতে চলেছে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। গ্রাজুয়েট যোগ্যতা সঙ্গে বি.এড থাকলে আবেদন করতে পারবেন। ...

Murshidabad Sub Divisional Office Recruitment 2025
Published On:
Follow
Join
Subscribe

Murshidabad Sub Divisional Office Recruitment 2025: পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ সাব-ডিভিশনাল অফিসে গেস্ট টিচার নিয়োগ করতে চলেছে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। গ্রাজুয়েট যোগ্যতা সঙ্গে বি.এড থাকলে আবেদন করতে পারবেন। মুর্শিদাবাদ সাব-ডিভিশনাল অফিস ক্যারিয়র ওয়েবসাইটে murshidabad.gov.in গিয়ে নোটিফিকেশন দেখে নিতে পারেন। গেস্ট টিচার পদের ওয়াক-ইন-ইন্টারভিউ ৮ই এপ্রিল, ২০২৫।

গেস্ট টিচার পদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, স্যালারি এই সমস্ত বিষয় নিয়েই আজকের প্রতিবেদনটি আপনাদের সামনে রাখলাম মন দিয়ে পড়ে তারপর ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেন।

নিয়োগকারী দপ্তর : Murshidabad Sub Divisional Office.

পদের নাম ও শূন্যপদের সংখ্যা

Post NameVacancy
Guest Teacher01

শিক্ষাগত যোগ্যতা

Post NameQualification
Guest Teacherগ্রাজুয়েশন, পোষ্ট গ্রাজুয়েশন, বিএড কোন স্বীকৃত বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে।

বেতন (Murshidabad Sub Divisional Office Recruitment 2025)

Post NameMonthly Salary
Guest Teacherসরকারি নোটিফিকেশনটি দেখে নিন।

আরও পড়ুন :  বাঁকুড়া ব্লক ডেভেলপমেন্ট অফিসে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট এবং সুপারভাইজার পদে নিয়োগ! নোটিফিকেশন দেখুন।

বয়সসীমা

Post NameAge
Guest Teacherমুর্শিদাবাদ সাব-ডিভিশনাল অফিস নিয়োগের সর্বোচ্চ বয়স ৬৫ বছর (01/01/2025 অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে।)

আবেদন ফি

উপরোক্ত পদে আবেদনের ক্ষেত্রে কোন আবেদন ফি দেওয়ার প্রয়োজন নাই।

কিভাবে আবেদন করবেন?

  • প্রথমেই murshidabad.gov.in এই ওয়েবসাইট ভিজিট করবেন।
  • তারপর Murshidabad Sub-Divisional Office Recruitment or Carrrers অপশনে গিয়ে কোন পদের জন্য আবেদন করছেন দেখবেন।
  • সেখানে জব নোটিফিকেশনটি দেখবেন Notification for Guest Teacher সেই নোটিফিকেশনটি বারবার করে এবং পরিষ্কারভাবে পড়ে নেবেন।
  • তারপর ভালো করে আবেদনপত্রটি পূরণ করবেন যাতে কোন ভুল ত্রুটি না থাকে।
  • সবশেষে যে ঠিকানায় ওয়াক-ইন-ইন্টারভিউ হবে সেখানে হাজির থাকবেন সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে যা যা চাওয়া হয়েছে এবং অবশ্যই ৮এপ্রিল, ২০২৫ তারিখ।

আবেদন পাঠানোর ঠিকানা

আগ্রহী প্রার্থীরা, (Murshidabad Sub Divisional Office Recruitment 2025) মুর্শিদাবাদ সাব-ডিভিশনাল অফিস, গেস্ট টিচার নিয়োগের ওয়াক-ইন-ইন্টারভিউয়ে যারা যারা আবেদন করেছেন। তারা সমস্ত কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আসবেন নীচের এই ঠিকানায়-

Chamber of the Sub Divisional Officer, Lalbagh, Murshidabad. on 08/04/2025.

পদ্ধতি (Murshidabad Sub Divisional Office Recruitment 2025)

গেস্ট টিচার নিয়োগের প্রক্রিয়া Walk-in-Interview এর মাধ্যমে সম্পন্ন হবে। সেখানে সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস যাচাই করা হবে। এই ওয়াক-ইন-ইন্টারভিউটি হবে ৮এপ্রিল, ২০২৫ সকাল 10:30 A.M থেকে শুরু হবে। আগ্রহী প্রার্থীদের আরও জানানো হচ্ছে যে তারা যেন দুই কপি নিজোর ফটো, সব শংসাপত্রের জেরক্স এবং অরিজিনাল সঙ্গে বায়ো-ডাটা, পিপিও, লাস্ট স্যালারি তোলার সার্টিফিকেট।

গুরুত্বপূর্ণ তারিখ

নোটিফিকেশন প্রকাশের তারিখ18/03/2025
Walk-in-Interview তারিখ08/04/2025

Important Links

Official NotificationClick Here
Official Websitemurshidabad.gov.in

Murshidabad Sub Divisional Office Recruitment 2025

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment