N24 Pgs, Barasat Court English Stenographer Vacancy: উচ্চ মাধ্যমিক পাশে উত্তর চব্বিশ পরগণা, বারাসাত ডিস্ট্রিক্ট কোর্টে ইংলিশ স্টেনোগ্রাফার পদে নিয়োগ! বেতন, ৮২,৯০০ টাকা।

N24 Pgs, Barasat Court English Stenographer Vacancy : সরকারী চাকরী প্রার্থীদের জন্য একটা সুখবর হতে চলেছে। North 24 Paraganas Distrcit Court এ ১৯টি শূন্যপদে লোক ...

N24 Pgs, Barasat Court English Stenographer Vacancy
Published On:
Follow
Join
Subscribe

N24 Pgs, Barasat Court English Stenographer Vacancy : সরকারী চাকরী প্রার্থীদের জন্য একটা সুখবর হতে চলেছে। North 24 Paraganas Distrcit Court এ ১৯টি শূন্যপদে লোক নেওয়া হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ইচ্ছুক প্রার্থীরা সত্ত্বর অনলাইনে বাড়িতে বসেই আবেদন পত্র পূরণ কর। সার্ভার ডাউন হওয়ার আগেই এই পদে আবেদন করে দাও।

শূন্যপদের সংখ্যা, মাসে বেতন, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি, কিভাবে আবেদন করবে, নিয়োগ পদ্ধতি, কি কাগজপত্র লাগবে এইসব বিষয় নিয়েই আজকের প্রতিবেদন শুরু করছি সঙ্গে থাকো তোমরা।

Important Dates

আবেদন শুরু১২/০২/২০২৫ (শুরু হয়ে গেছে)।
আবেদন শেষ০২/০৩/২০২৫

নিয়োগকারী দপ্তর : Office of the District Judge, North 24 Paraganas, Barasat

পদের নাম এবং শূন্যপদের সংখ্যা

Post NameVacancy
English Stenographer, Grade-III19

Salary (N24 Pgs, Barasat Court English Stenographer Vacancy)

Post NameMonthly Salary
English Stenographer, Grade-III৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা

Post NameQualification
English Stenographer, Grade-III1) 12th Pass From West Bengal Council of Higher Secondary Education
2) Shorhand Speed 100 w.p.m and typing speed 30 w.p.m in English.
3) Basic Computer Knowledge

বয়সসীমা

English Stenographer পদে আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর হতে হবে।

বয়সের ছাড় : SC/ST প্রার্থীদের ক্ষেত্রে ০৫ বছর এবং OBC প্রার্থীদের জন্য ০৩ বছর বয়সের ছাড় পাবে। PWD প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ১০ বছর অবধি ছাড় পাওয়া যাবে।

Read More : উচ্চ মাধ্যমিক পাশে জুনিয়র সেক্রেটারিয়েট পদে নিয়োগ! বেতন, ৩৬,০০০ টাকা

আবেদন ফি

Category Fee
Examination fees for All Candidates১,০০০ টাকা।
For SC/ST/EWS Candidates৫০০ টাকা।

How to Apply for N24 Pgs, Barasat Court English Stenographer Vacancy

(১) প্রথমে উত্তর চব্বিশ পরগণার (www.n24pgscourtrecruit.in) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

(২) তারপর One Time Registration Code (OTR) পাঠানো হবে।

(৩) এখানে, তারপর অ্যপলিকেশন পেজটি খুলে যাবে এবং সমস্ত রকম তথ্য তারপর পূরণ করতে হবে।

(৪) যেটা প্রয়োজন সেইরকম প্রয়োজনীয় তথ্যগুলি দিয়ে পূরণ করার পর সাবমিট অপশন আসবে।

(৫) এখানে সমস্ত কিছু মিলিয়ে দেখে নিতে হবে সব ঠিক আছে কিনা। এবং শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন পত্রটি সাবমিট করে দিতে হবে।

(৬) শেষে একটি প্রিন্ট আউট নিয়ে নিতে হবে তোমার কাছে রেখে দেওয়ার জন্য পরে কাজে লাগবে।

ডকুমেন্ট কি লাগবে?

  1. রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ডিজিটাল কালার ফটোগ্রাফ।
  2. সমস্ত ডকুমেন্টে নিজের স্বাক্ষর করতে হবে।
  3. মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট।
  4. আধার কার্ড/ইলেকট্রিক বিল/ভোটার কার্ড/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট (যে কোন একটা)।
  5. কাস্ট সার্টিফিকেটের স্ক্যান কপি। (যার ক্ষেত্রে প্রযোজ্য)।
  6. PWD স্ক্যান সার্টিফিকেট। (যার ক্ষেত্রে প্রযোজ্য)।
  7. মেরিটোরিয়াস স্পোর্টসম্যান স্ক্যান সার্টিফিকেট (যদি থাকে)।
  8. No Objection Certificate (NOC) সার্টিফিকেট (যদি কেউ চাকরি করে থাকে)।
  9. শর্টহ্যাণ্ড এবং কম্পিউটার নলেজের স্ক্যান করা সার্টিফিকেট।

নিয়োগ পদ্ধতি

Phase – I

১. মোট ৪০ নম্বরের থিওরেটিক্যাল পরীক্ষা (N24 Pgs, Barasat Court English Stenographer Vacancy) হবে জেনারেল ইংলিশ সাবজেক্টের উপর। সময় থাকবে ৪৫ মিনিট।

Phase – II

১. মোট নম্বর ৪০ থাকবে। সেখানে শর্টহ্যাণ্ড 100 w.p.m for 5 minutes. এবং সেই জিনিসটা টাইপ করতে হবে কম্পউটারে 30 w.p.m for 15 minutes. এবং প্রার্থীদের আরও ১০ মিনিট বাড়তি সময় দেওয়া হবে। মোট সময় দেওয়া হবে ৩০ মিনিট।

২. Phase – I এবং Phase – II এর পরীক্ষা একই দিনে পরীক্ষা হবে।

Phase – III

১. ফেজ -৩ এর পরীক্ষা জন্য যারা ফেজ-১ এবং ফেজ-২ এ কোয়ালিফাইং নম্বর পেয়ে পাশ করবে তাদের 1:3 ratio তে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য।

২. ফেজ-৩ এর ফাইনাল রেজাল্টের উপর ফাইনাল নিয়োগ হবে। এবং সব শেষে ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর নিয়োগ দেওয়া হবে।

Helpline Number এ যোগাযোগ

আবেদন প্রার্থীদের আবেদনের সময় কোনোরকম অসুবিধা হলে তারা এই নম্বরে ফোন করলে সাহায্য পাবে।

মোবাইল নম্বর – 9748887567 (সকাল ১০ টা থেকে ৫টার মধ্যে সোমবার থেকে শুক্রবার)।

Important Links

Official NotificationDownload Here
Apply OnlineClick Here
Official WebsiteClick Here

Disclaimer

এই ওয়েবসাইটের যে সমস্ত তথ্যগুলি পরিবেশন করা হয় সেগুলি সমস্তই আপনাদের সাহায্যের জন্যই। wbschemes.com একটা ওয়েবসাইট মাত্র যেখানে আপনাদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প, চাকরির খবর এবং ট্রেণ্ডিং খবর এবং এর সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদের সহযোগিতার উদ্দেশ্যেই তৈরি হয়েছে। wbschemes.com কোন নিয়োগ সংস্থা নয় এবং সরাসরি কোনরকম নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয়।

সারা ভারত থেকে সমস্ত ধরনের তথ্য সংগ্রহ করে নিয়ে এসে আমরা আপনাদের সামনে তুলে ধরি। আমাদের উদ্দেশ্যই হল সঠিক তথ্যগুলি পরিবেশন করা আপনাদের কাছে। তা সত্ত্বেও যদি কোনো সময় ভুলবশত কোনোরকম ভুল তথ্য পরিবেশিত হয় তার জন্য wbschemes.com কোনভাবেই দায়ী নয়। ওয়েবসাইটে প্রকাশিত তথ্য যাচাই করা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আবেদনকারীর নিজস্ব।

Barasat Court English Stenographer Vacancy, N24 Pgs

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment