টিভিএস কোম্পানীর বর্তমান চেয়ারম্যান সুদর্শন ভেনু তার নর্টনের একটা পোষ্টে লিখেছেন সম্ভবত নভেম্বরের প্রথম দিকেই Norton V4 মোটরবাইক লঞ্চ করতে চলেছে যা টিজার হিসাবে দেখানো হচ্ছে একটা ছবি যেখানে দেখানো হয়েছে সুদর্শন ভেনুর বাইকের প্রোটোটাইপ পরীক্ষার ছবি।
টিজার দেখে মনে হচ্ছে নর্টন মোটরসাইকেলটি নতুনভাবে আমাদের কাছে আসবে অন্তত টিজার দেখে তাই মনে হচ্ছে। এই নতুন বাইকের প্রচার, রিলেজের তারিখ যথাসম্ভব গোপন রাখা হলেও তা পাবলিকের সামনে টিজার হিসাবে চলে এসেছে।
বলা যাচ্ছে, Norton Motorbike একটা বিদেশি ব্রাণ্ড। টিভিএস এই বাইককে টিজার হিসাবে দেখাচ্ছে তাদের শোরুমে। এই মোটরসাইকেলের যে গুরুত্বপূর্ণ ফিচারগুলি আছে সেগুলি আপনাদের জানাব।
টিজারে যা দেখা যাচ্ছে, তাতে মোটর সাইকেলের ফ্রেম পুরো স্টিলের মনে হলেও অ্যালুমিনিয়ামের সমস্তটা। যে সুইং আর্ম রয়েছে তাও অ্যালুমিনিয়ামের তৈরি, এটা সিঙ্গল সুইং আর্ম যেটা মোটরসাইকেলের পিছনের একটি অংশ। সামনের দিকে খোলা শুধু পিছনের সঙ্গে আটকে আছে। ডিসপ্লেও ভেতরের দিকে এবং 200mm চওড়া orbit tyres দেখতে পাওয়া যাচ্ছে।
Norton V4 মোটর সাইকেলের স্পেশিফিকেশন
মোটর বাইকের ডিজাইনও জবরদস্ত লাগছে টিজারগুলিতে দেখে। দেখে মনে হচ্ছে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে কিন্তু পুরো যে বডিটা রয়েছে, মডগার্ড, ট্যাঙ্কি, সিটের পেছনের দিকটা সবই কার্বন ফাইবারের তৈরি।
এটা 1200 সিসি মোটর বাইক, V4 ইঞ্জিন এবং সামনের দিকে OG টায়ার ব্যবহার করা হয়েছে। যে টায়ারগুলি নির্দিষ্ট কোন গাড়ির জন্যই ডিজাইন করা হয়ে থাকে। হালকা ভারী হয় এবং পারফরমেন্স তাতে বেটার হয়ে থাকে। ডুয়াল ডিসপ্লেট দেখা যাবে ও হ্যাণ্ডেল বার পজিশন খুবই নীচে আছে।
নর্টন ব্রাণ্ড যেটা হচ্ছে ব্রিটিশ ব্রাণ্ড অনেক পুরোনো একটা ব্রাণ্ড। যা টিভিএস কোম্পানী একে কিনে নিয়েছে এটা একটা গর্বের বিষয় হতে পারে ব্রিটিশ কোম্পানীর ব্রাণ্ড ভারতীয় কোম্পানীর কিনে নেওয়া গর্বের বিষয় আপনার গর্ব লাগছে কিনা তাও বলবেন ম্যাসেজ করে।
ভারতে সম্ভাব্য দাম নর্টন V4 মোটর সাইকেলের
অন্যান্য দেশে এর দাম ৪৫ লক্ষ টাকা হলেও এর দাম ভারতে পড়ে যাবে ট্যাক্সসহ সবকিছু মিটিয়ে ডবল দাম ৯০ লক্ষ টাকা শোরুমে। টিভিএস অলরেডি কাজ করছে এইরকম মোটরবাইক আনার ভারতীয় মার্কেটে সস্তা দামে।
আপনি কি নর্টন V4 মোটর সাইকেল কিনতে ইচ্ছুক, জানাবেন। দেখা যাক টিভিএস এই মডেলের কি কি লঞ্চ করছে।