Nothing Headphone 1 এর ফিচার এবং স্পেশিফিকেশন সামনে চলে এসেছে আগেভাগেই! এর ব্যাটারি লাইফ ৫৪ ঘন্টা পর্যন্ত হতে পারে।

By Subhasis Ghosal

Published On:

Follow Us

Nothing Headphone 1 লঞ্চ হবার কথা ১লা জুলাই, ২০২৫ পাশাপাশি নাথিং ফোন 3 এরও সেইদিনই লঞ্চ হবার কথা আছে। এই কানের হেডফোনটির সব equipmentই অরিজিনাল ম্যানুফ্যাকচারার হচ্ছে ইউনাইটেড কিংডমে। এই হেডফোনগুলি Active noise Cancellation(ANC) অর্থাৎ বাইরের কোন শব্দ প্রবেশ করতে দেয় না যাতে আপনি ঠিকঠাক শব্দ শুনতে পান।

অডিয়ো

এছাড়াও spatial audio যা হল একটা অডিও ফিল্টার যা অতিরিক্ত আওয়াজগুলো কোনদিকে আসছে বুঝতে পারবে এবং সঙ্গে সঙ্গেই সেগুলো বাতিল করে দেবে। 40mm driver units সংযুক্ত যেখানে অডিও ক্লিয়ার হবে। ড্রাইভার ইউনিটগুলি হেডফোনের শব্দ কত জোরে হবে তা নির্ধারণ করবে এবং সঙ্গে LDAC codec সাপোর্ট করবে যা হল হাই রেঞ্জ অডিও ওয়্যারলেস। 1,040mAh ব্যাটারি আছে হেডফোনের পিছনে যা একবার চার্জ দিলেই 54ঘন্টা পর্যন্ত প্লেব্যাক দেবে।

Also Read: Infinix Hot 60i লঞ্চ হল LCD Display এবং Dual SIM সহ! ভারতের বাজারে এর দাম ৯,৮০০ টাকার কাছাকাছি।

Nothing Headphone 1 Specification

Android Headlines একটি প্রতিবেদনে আসন্ন নাথিং হেডফোন ১ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন । হেডফোনটিতে 40mm PU উচ্চ ঘনত্বের পরিফোম ব্যবহার করা হয়েছে। নিকেল কোটেড ডাইনামিক ড্রাইভার শব্দ তরঙ্গ তৈরি করতে চুম্বর এবং ভয়েস কল ব্য়বহার করা হয়েছে এবং KEF হল প্রিমিয়াম স্পীকার যা স্বচ্ছ শব্দ তৈরিতে সাহায্য করে। শ্রবণ অভিজ্ঞতাকে আরো ভালো করা জন্য আধুনিক মানের প্রযুক্তি ও মসৃণ ডিজাইনের হয় যা অডিওপ্রেমীদের কাছে একটা বিশ্বস্ত বিষয়।

হেডফোনটি বাইরে থেকে আগত শব্দগুলিকে ANC ব্যবহার করে 42 ডেসিবেল পর্যন্ত বাইরের শব্দকে কম করতে পারে। হাই রেঞ্জের অডিও ট্রান্সমিশনে সক্ষম AAC, SBC and LDAC codecs।

Android and IOS দুটো ডিভাইসেই Nothing X App এর মাধ্যমে ঠিকঠাকভাবে সেটিংস করে নেওয়া যেতে পারে। হেডফোনটি রোল, প্যাডেল অথবা বাটন সিস্টেমে আসতে পারে। এই হেডফোনটির সঙ্গে Google Fast pair অর্থাৎ আপনার Bluetooth এবং অন্যান্য আনুষঙ্গিক কানেকটিভিটিগুলো Google অ্যাকাউন্টের সাথে সংযুক্ত থাকে এবং Microsoft Swift pair bluetooth এবং অন্যান্য আনুষঙ্গিক কানেকটিভিটিগুলোকে windown 10 ভার্সন বা পরবর্তী সংস্করণের সঙ্গে যুক্ত করে নতুন উপায়ে তাড়াতাড়ি কানেকশানের মাধ্যমে। এখানে bluetooth 5.3 ও একটি LED indicator চার্জিংয়ের অবস্থা বুঝিয়ে দেয়।

ব্যাটারি

Nothing Headphone 1 এ 1,040mAh ব্যাটারি 80 ঘন্টার ব্যাটারির সার্ভিস সঙ্গে ANC turned off থাকে কারণ চালু রাখলে ব্যাটারি বেশি খরচ হবে। ANC চালু থাকলে এটি 80 ঘন্টার জায়গায় 35 ঘন্টায় ব্যাটারির শক্তি কমে যাবে। ANC চালু থাকলে 5 মিনিট চার্জে ২.৪ ঘন্টা এবং ANC বন্ধ থাকলে ৫ ঘন্টা পর্যন্ত প্লেব্য়াক পাওয়া যাবে।

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment