NRDC MTS Recruitment 2025: NRDC তে MTS নিয়োগ! 10th পাশে আবেদন করুন।

By Subhasis Ghosal

Published On:

Follow Us
NRDC MTS Recruitment 2025

NRDC MTS Recruitment 2025: এনআরডিসি সংস্থায় কাজের জন্য উৎসাহী প্রার্থী চাইছেন। এই মর্মে একটি নোটিফিকেশনও প্রকাশ করেছে সংস্থা। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করুন ই-মেলের মাধ্যমে। NRDC একটা টেকনোলজি বেসড লাইসেন্সপ্রাপ্ত কোম্পানী যেখানে ২০০০ টেকনোলজি আছে এবং ৫০০০ এনট্রাপেনর তাদের কোম্পানী শুরু করেছে।

NRDC তে কি যোগ্যতা চাইছে, বেতন কেমন দেওয়া হবে, নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে খুঁটিনাটি জানতে আজকের প্রতিবেদনটি মনোযোগ দিয়ে পড়ুন।

নিয়োগকারী দপ্তর: National Research Development Corporation (NRDC)

পদের নাম এবং শূন্যপদের সংখ্যা

Post NameVacancy
Manager 01
Assistant Manager01
Sr. Tech Assistant 01
MTS Grade-I01

শিক্ষাগত যোগ্যতা

Post NameQualification
Manager Master in Science/Engg.
Desirable MBA (Check Notice)
Assistant ManagerMaster in Science/Engg.
Engg. with MBA (Check Notice)
Sr. Tech Assistant Bachelor in Science/Technology
MTS Grade-I10th passed with Experience and valid driving license.

Read More: পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনে সুপারভাইজার নিয়োগ! যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ।

Salary (NRDC MTS Recruitment 2025)

Post NameMonthly Salary
Manager 60,000-1,80,000/-
Assistant Manager40,000 per month.
Sr. Tech Assistant 25,000 per month.
MTS Grade-I22,000/- বেতন প্রতি মাসে।

বয়সসীমা

Post NameAge Limit
Manager 40 বছর বয়স।
Assistant Manager35 বছর।
Sr. Tech Assistant 26 বছর।
MTS Grade-I31 বছর।

How to Apply For NRDC MTS Recruitment 2025

  • আগ্রহী চাকরি প্রার্থীদের নিচে দেওয়া Annexure-I ফর্মটি পূরণ করতে হবে।
  • পূরণ করে আবেদনপত্রের সঙ্গে Annexure-I ফর্মটি ই-মেলের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
  • সমস্ত প্রয়োজনীয় সার্টিফিকেট স্ক্যান করে মেল এর মাধ্যমে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে হবে।
  • অথবা আবেদনপত্র প্রিন্ট বের করে তা সম্পূর্ণরূপে পূরণ করে এবং সমস্ত ডকুমেন্টস সহ পাঠিয়ে দিতে হবে ইণ্ডিয়ান পোষ্টের মাধ্যমে সঙ্গে ডিমাণ্ড ড্রাফটও পাঠাতে হবে অফিসের নির্দিষ্ট ঠিকানায়।

আবেদন ফি

চাকরি প্রার্থীদের ৫৯০ টাকার ডিমাণ্ড ড্রাফট ব্যাঙ্কের মাধ্যমে কাটতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা

Through E-mail: jobs@nrdc.in

নোটিফিকেশন প্রকাশিত হবার ২১ দিনের মধ্যে পাঠাতে হবে এই ঠিকানায়-

THE MANAGER (P&A) NRDC, 20-22 ZAMROODPUR COMMUNITY CENTRE, KAILASH COLONY EXTENSION, NEW DELHI-110048.

Selection Process

শুধুমাত্র ইন্টারভিউ হবে।

Important Dates

Application Last Date: 29/05/2025

Important Links

NRDC MTS Recruitment 2025Download
Official WebsiteClick

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment