NSP Scholarship Last Date: NSP স্কলারশিপের জন্য় ২০২৫-২৬ আবেদন শুরু হয়ে গিয়েছে! দেখে নাও কিভাবে আবেদন করবে?

NSP Scholarship Last Date: NSP স্কলারশিপের নতুন করে আবেদন ২০২৫-২৬ শুরু হয়ে গিয়েছে। এই স্কলারশিপের শেষ তারিখ কবে সেটা এখনও জানা যায়নি। এই প্রতিবেদনে আমরা ...

NSP Scholarship Last Date
Published On:
Follow
Join
Subscribe

NSP Scholarship Last Date: NSP স্কলারশিপের নতুন করে আবেদন ২০২৫-২৬ শুরু হয়ে গিয়েছে। এই স্কলারশিপের শেষ তারিখ কবে সেটা এখনও জানা যায়নি। এই প্রতিবেদনে আমরা জানব NSP স্কলারশিপের আবেদনের শেষ তারিখ কবে।

NSP স্কলারশিপে ছাত্রছাত্রীরা ৫০,০০০ টাকা করে প্রতি বছর পেয়ে থাকে। এই স্কলারশিপের জন্য তোমাকে মোট ৫০ শতাংশ বা তার বেশি নম্বর পেতে হবে। এই স্কলারশিপটা মূলত সেন্ট্রাল গভর্মেন্ট দিয়ে থাকে। এখন এই স্কলারশিপের জন্য নতুন করে আবেদন শুরু হয়েছে তোমরাও আবেদন করা শুরু করে দাও।

NSP স্কলারশিপ আসলে কি?

আসলে এই স্কলারশিপটা হল National Scholarship Portal। এটা কেন্দ্রীয় সরকারের দ্বারা দেওয়া হয়ে থাকে প্রতি বছর। মূলত যারা অর্থনৈতিকভাবে দুর্বল, কোনমতেই পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারছে না পরিবারের অবস্থা খুবই খারাপ তাদের ছেলেমেয়েদের পড়ানোর মতো আর্থিক সঙ্গতি নাই সেইসব পরিবারের ছেলেমেয়েরা এই স্কলারশিপ পেয়ে থাকে।

NSP স্কলারশিপটি স্কুল অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত এবং কলেজের ছাত্রছাত্রীদেরও এই স্কলারশিপ দিয়ে সাহায্য করা হবে।

আরও পড়ুন: পিএম বিশ্বকর্মা যোজনায় ১৫,০০০ টাকা দিচ্ছে সরকার! নতুন আবেদন শুরু হলো।

NSP স্কলারশিপে কত টাকা অবধি পাওয়া যেতে পারে?

এই স্কলারশিপটি প্রধানত তিনটি মাধ্যমে দেওয়া হয়। যেমন Pre-Matric হল ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত ও Post Matric অর্থাৎ যারা ক্লাস 11 ও 12 এ পড়ে তাদের জন্য আর কলেজ বা মেরিট কাম মিনস ছাত্রছাত্রীরা এখান আবেদন করতে পারবে।

কত পাওয়া যায় এই স্কলারশিপের টাকা (NSP Scholarship Last Date) বলে দিই, এখানে তোমরা সর্বোচ্চ ৫০,০০০ টাকাও পেতে পারো আবার সর্বনিম্ন ১,০০০ টাকাও পেতে পারো প্রতি বছরে। তবে কোন ছাত্রছাত্রী কত পাবে সেটা নির্ভর করবে তার উপর। কেউ আবার ২,০০০ টাকাও পেতে পারো আবার কেউ ১,০০০ টাকাও পেতে পারো।

NSP স্কলারশিপে আবেদনের জন্য কি ডকুমেন্টস লাগবে তোমাদের?

১। আধার কার্ড না থাকলে এনরোলমেন্ট আইডিও হবে।

২। ব্যাঙ্ক অ্যাকাউন্ট (ছাত্রছাত্রীর নাম থাকতে হবে এবং আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে)।

৩। ইনকাম সার্টিফিকেট (এখানে, বছরে ২.৫০ লক্ষের বেশি পরিবারের ইনকাম থাকা যাবে না)।

৪। কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।

৫। ডোমিসাইল সার্টিফিকেট।

৬। বোনাফাইড সার্টিফিকেট (স্কুল বা কলেজ থেকে পাবে)।

৭। আগের বছরের মার্কশিট লাগবে।

৮। ফি রিসিপ্ট (ক্লাসে ভর্তি হওয়ার)।

৯। পাসপোর্ট ফটো (200 কেবির নীচে হতে হবে)।

NSP স্কলারশিপের জন্য আবেদন কিভাবে করতে হবে?

  • NSP এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে।
  • অ্যাকাডেমিক সেশন দেখতে পাবে ২০২৫-২৬ অর্থাৎ শুরু হয়ে গিয়েছে ফর্ম ফিলাপ।
  • এখান থেকে তোমাদের Student অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর OTR রেজিস্ট্রেশন। NSP রেজিস্ট্রেশনের জন্য একটা অ্যাপস রয়েছে সেটা ডাউনলোড করতে হবে।
  • OTR পাওয়ার জন্য আধার কার্ডের মোবাইল লিঙ্ক থাকতে হবে।
  • প্রথমে তোমরা রেজিস্টার অপশনে ক্লিক করবে। OTR রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চারটি প্রসেসে কমপ্লিট করতে হবে।
  • তারপর Next ক্লিক করবেন। তারপর অন্য পেজে চাওয়া হচ্ছে মোবাইল নম্বর।
  • মোবাইলে OTP আসবে সেটি দিয়ে ক্যাপচা কোর্ড দিয়ে ভেরিফাই করে নেবে।
  • OTP ভেরিফাই সাকসেসফুল হলে এরপর চাইবে আধার কার্ড নম্বর। এরপর মোবাইল নম্বরে OTP যাবে সেই দিয়ে ভেরিফাই করো। টার্ম এণ্ড কণ্ডিশন আসবে সেটা দেখে নিয়ে I Agree ক্লিক করতে হবে।
  • তারপর যে কোডটা আসবে তা সঠিকভাবে দিতে হবে। সঙ্গে সঙ্গে সাকসেসফুল দেখাবে।
  • এইভাবে ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আগামী তিন মাসের মধ্যে অর্থাৎ অক্টোবরের শেষের দিকে সবাই NSP স্কলারশিপের (NSP Scholarship Last Date) আবেদন কমপ্লিট করে নেবে। তারপরে হলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। যেহেতু কোন শেষ তারিখ বলা হয় নাই এখনও তাই তিন মাসের মধ্যে আবেদন শেষ করে নেওয়াই ভালো হবে তোমাদের পক্ষে।

Important Link

Official Website: Click Here

NSP Scholarship Last Date

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment