NSP Scholarship Login Renewal 2025 : ন্যাশানাল স্কলারশিপ একটা কেন্দ্রীয় সরকারের স্কিম। মেধাবী সকল ছাত্রছাত্রীকে এর মাধ্যমে স্কলারশিপ দেওয়া হয়। স্কলারশিপ দেওয়ার জন্য এনএসপি স্কলারশিপ পোর্টাল খোলা হয়েছে সরকারের তরফ থেকে। প্রত্যেক বছর কেন্দ্রীয় সরকার দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করে থাকে এই স্কলারশিপের মাধ্যমে।
নতুনভাবে স্কলারশিপের ফর্মকে রিনিউল কিভাবে করবে? আবেদন এবং রিনিউয়াল দুটোই করা যাচ্ছে। এনএসপি পোর্টাল আপডেট করা হয়েছে নতুনভাবে।
রিনিউয়ালের নতুন পদ্ধতি
কিভাবে স্কলারশিপের ফর্ম রিনিউয়াল (NSP Scholarship Login Renewal 2025) করতে হবে? কিভাবে ওটিআর জেনারেট করতে পারা যাবে? কিভাবে লগ ইন করে রিনিউয়াল করবেন সবরকম তথ্য দেওয়া হবে এই প্রতিবেদনের মাধ্যমে আমার সঙ্গে থাকুন এবং প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে থাকুন। এই প্রতিবেদনে সবকিছু স্পভাবে উল্লেখ করা হয়েছে কিভাবে রিনিউয়াল করবেন এবং অন্য সমস্ত বিষয়গুলি সম্বন্ধে। সুতরাং মন দিয়ে পড়ুন যেন কিছু বাদ না যায়।
১. প্রথমে বলছি, ওটিআর নম্বর কিভাবে জেনারেট করতে হবে? ওটিআর নম্বর কিভাবে ফরগেট করবে, পাসওয়ার্ড কিভাবে দেবে ফরগেট পাসওয়ার্ড কিভাবে করবে?
২. গুগলে এনএসপি লিখে সার্চ করবে অফিসিয়াল ওয়েবসাইটি প্রথমেই চলে আসবে। ক্লিক করবে লিঙ্কে।
৩. স্টুডেন্ট অপশনে ক্লিক করে আবেদনকারীকে পরের স্টেপে যেতে হবে।
৪. ওরপরে অ্যাপ্লাই ফর স্কলারশিপ একটা অপশন পাওয়া যাবে সেখানে ক্লিক করবে।
৫. যেসব স্টুডেন্টরা ওটিআর, রেফারেন্স নম্বর পেয়েছে এসএমএসের দ্বারা তারা ওটি দিয়ে সার্চ করবে।
৬. ওটিআর নম্বর 14 সংখ্যার পাবে।
মোবাইলে এসএমএস না এলে তুমি কি করবে দেখে নাও।
ধরো তোমার কাছে এনএসপির তরফ থেকে কোন এসএমএস (NSP Scholarship Login Renewal 2025) আসে নাই। এবং রেফারেন্স নম্বরও তুমি পাও নাই। যদি তুমি আগের বছর এনএসপি স্কলারশিপের ফর্ম পূরণ করে থাকো তাহলে এখন রিনিউয়াল করবে তো তুমি ওটিআর ফরগেট করবে এখান থেকে।
(১) প্রথম স্টেপ ওটিআর ফরগেট করবে, যে তুমি এনএসপি স্কলারশিপের ফর্ম পূরণ করে রেখেছো কিন্তু এসএমএস আসে নাই অথবা এসএমএস কোনোভাবে মুছে গিয়েছে।
(২) তো প্রথম স্টেপে ফরগেট ওটিআর তোমাকে করতে হবে। তারপর কনটিনিউ করতে হবে।
(৩) যে স্টুডেন্টের রেফারেন্স, ওটিআর জানতে চাই সে আধার নম্বর দিয়ে সার্চ করবে।
(৪) ক্যাপচা পূরণ করার পর সাবমিট অপশনে ক্লিক করলেই
(৫) নীচে ওটিআর আইডি নম্বর পাওয়া যাবে।
(৬) নিচে দেখানো ১৪ সংখ্যার নম্বরই হল ওটিআর নম্বর।
How to Generate OTR?
1. প্রথমত, তুমি ফরগেট করে রেফারেন্স নম্বর এবং ওটিআর নম্বর এখান থেকে পেতে পার।
2. দ্বিতীয়ত, এখানে রেজিস্টার ইওরসেল্ফে এ গিয়ে যখন রেজিস্টার করতে যাবে তখন তোমাকে ওয়েবসাইটে You are already registered দেখাবে। আর তোমার রেফারেন্স নম্বর এইটা দেখিয়ে দেবে।
3. আবার যে পাসওয়ার্ড জানে না ওটিআর জানে তারা ফরগেট পাসওয়ার্ড এ ক্লিক করে কনটিনিউ করে এই প্রার্থী নিজের ওটিআর এখানে দেবে তারপর গেট ওটিপি তে ক্লিক করবে।
4. মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপি লিখে পূরণ করে সাবমিট করলে মোবাইলেই এসএমএসের মাধ্যমে পাবে তোমার নতুন পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
5. আর যার কাছে রেফারেন্স নম্বর এসএমএসের দ্বারা পেয়েছে। ফরগেট ওটিআর করেছে তো রেফারেন্স পেয়েছে।
Read More : প্রধানমন্ত্রী কৃষাণ যোজনার 19তম কিস্তির ২,০০০ টাকা দেওয়া হবে! কত তারিখে দেখে নিন।
১৪ সংখ্যার ওটিআর নম্বর কিভাবে জেনারেট করবে?
- এখন দেখো তোমরা, এনএসপির ওয়েবসাইটে গিয়ে ক্যাটাগরিতে গিয়ে দেখবে একটা অ্যাপলিকেশন দেওয়া আছে এনএসপি ওটিআর অ্যাপ।
- এটা তোমরা গুগল প্লে স্টোরে অ্যাপটা ওপেন করো।
- সার্চ করবে এনএসপি ওটিআর লিখে।
- প্রথমে একটা অ্যাপ আসবে এনএসপি ওটিআর বলে। একটা লোগো থাকবে দেখে নিয়ো।
- তারপর একটা অপশন আসবে ই-কেওয়াইসি অপশন আসবে এখানে ক্লিক করবে।
Mobile Application (NSP Scholarship Login Renewal 2025)
আর একটা মোবাইলে অ্যাপলিকেশন ইনস্টল করতে হবে আধারফেসআরডি। ওই অ্যাপকে মোবাইলে ইনস্টল করতে হবে শুধু।
যেটা তোমার ফেস চিনতে পারবে এবং অ্যাপে আসার অনুমতি দেবে তোমাকে।
অথেনটিকের পরে এনএসপি ওটিআর জেনারেট হবে।
ফেস অপশনে তোমার মুখটা দেখালেই এখানে তোমার চেহারা অথেনটিকেট হবে।
মোবাইলে তোমাকে যেতে হবে ই-কেওয়াইসি অফ ফেস অথেনটিকেটে যেতে হবে।
ওখানে তোমার রেফারেন্স দেওয়ার অপশন পাবে।
যে রেফারেন্স নম্বর এসএমএসে পেয়েছো সেই নম্বর দেবে।
সেন্ট ওটিপি করবে। মোবাইলে ওটিপি আসবে। ওটিপি দিয়ে ভেরিফাই করবে তারপর তোমার নাম সবকিছু ডেটেলসে দেখাবে।
তারপর প্রসিড ফর অথেনটিকেট এ ক্লিক করবে।
অ্যানড্রয়েড বা স্মার্টফোনে আধারফেস অথেনটিকেশন কি?
- তোমার মোবাইলে আধারফেসআরডি ইনস্টল থাকলে অটোমেটিক অ্যানড্রয়েড স্মার্ট ফোনের ক্যামেরা অ্যালাউ করবে তখন ক্যামেরা ওপেন হবে তখন তোমার চেহারাটা শো করলেই তখন আধার ফেস অথেনটিকেট হবে এবং ওটিআর নম্বর জেনারেট হবে ১৪ সংখ্যার।
- ওটিআর জেনারেট হওয়ার সাথে সাথে ওটিআর নম্বর এবং পাসওয়ার্ড দুইই এসএমএসের মাধ্যমে তুমি পেয়ে যাবে।
- এইভাবে ওটিআর ও পাসওয়ার্ড দুটো নিয়েই তোমাকে লগ ইন করতে হবে।
- তো ওটিআর ও নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে লগ ইন সাকসেসফুল হয়ে যাবে।
- এইভাবে যারা রিনিউয়াল (NSP Scholarship Login Renewal 2025) করতে চায় রিনিউয়াল হবে।
How to Apply for NSP Scholarship Login Renewal 2025
- তারপর তোমার অ্যাপলিকেশন দেখাবে। যে রিনিউয়াল করবে তারজন্য রিনিউয়াল অ্যাপ্লাই দেখাবে।
- ক্লিক করে সেখানে কিছু ইনফরমেশান দিতে হবে।
- লাস্ট বছর পারসেন্টেজ, কোন ক্লাস, বছরে ইনকাম, ডকুমেন্টস, আগে যা দিয়েছে নতুন কিছু থাকলে আপলোড করবে যারা আপলোড করবে না তারা ডিটেলস পূরণ করবে।
- যেটা বর্তমান পাশ সার্টিফিকেট পেয়েছে তার পারসেন্টেজ দিয়ে সাবমিট করলেই হবে।
- যদি কেউ মাধ্যমিকের পারসেন্টেজ দিয়েছে এখন এলেভেনে পড় তো টেন ক্লাসের পারসেনটেজ দিয়ে ফাইনাল সাবমিট করে দেবে।
- এখন নতুন কিছু সেরকম নাই, শুধু ওটিআর নম্বর একবার জেনারেট করতে হবে। লগইন করতে হবে। বাকি সব প্রসেস একই আছে আগে যেমন ছিল। কিছু স্টেপ বেশি দেওয়া আছে তাছাড়া আগের মত একই আছে প্রসেসও একই আছে।
Important Link
Official Website : Click Here
FAQs
NSP স্কলারশিপের রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়?
এনএসপি স্কলারশিপের রেজিস্ট্রেশন করার জন্য আপনার কাছে ওটিআর থাকতে হবে। ওটিআর হল One Time Registration. এই ওটিআর মধ্যে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন যার মাধ্যমে আপনি পোর্টালে লগ ইন করতে পারবেন।
NSP স্কলারশিপের স্ট্যাটাস চেক কিভাবে করবেন?
ন্যাশানাল স্কলারশিপ পোর্টালে এসে সাইডে একটা মেনু ওপেন করলে দেখতে পাবেন প্রিভিয়াস ইয়ার অ্যাপলিকেশন স্ট্যাটাস। সেখানে ক্লিক করবেন তাহলে একটা পেজ ওপেন হবে যেখানে লেখা থাকবে লগ ইন টু ইওর অ্যাকাউন্ট। সিলেক্ট অ্যাকাডেমি পছন্দ করবেন। আপনার যেটা অ্যাকাডেমিক ইয়ার সেটা ক্লিক করবেন। রিনিউয়াল এ ক্লিক করবেন অ্যাপলিকেশন আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা পূরণ করবেন তারপরে লগ ইন এ ক্লিক করবেন তাহলে আপনার প্রিভিয়াস ইয়ার স্ট্যাটাস চেক করতে পারবেন।
NSP স্কলারশিপের আবেদন প্রত্যাহার করলে কি হবে?
অনেক স্টুডেন্ট এখানে ভুল করে ফেলেছেন তাদের অ্যাপলিকেশন প্রত্যাহার হয়ে গিয়েছে। রিনিউয়াল করার সময় ভুল করে বসেছেন। অনেক সময় কি হয় আপনারা ভুল ফর্ম পূরণ করে ফেলেন বা কিছু ক্ষেত্রে বাবার নামে ভুল করে ফেলেন বা মোবাইল নম্বর ভুল দেওয়ার কারণে আপনার অ্যাপলিকেশন বাতিল হয়ে যায়। যেসব স্টুডেন্ট ভুল ফর্ম পূরণ করেন তারা উইথড্র করে নেন এবারে সিস্টেমে কিছু বদল হয়েছে। কোনো চিন্তা নাই আবেদন প্রত্যাহার হলে আবার নতুন করে রেজিস্ট্রেশন করা যায়।
স্কলারশিপ বাতিল হলে করণীয় কি?
যদি আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু সেটা ডিফেক্টিভ হয়ে গেল তাহলে কি করবেন? আপনার মোবাইল ম্যাসেজ এল বা আপনি লগ ইন করতে গিয়ে দেখলেন আপনার অ্যাপলিকেশন ইজ মার্কড অ্যাজ ডিফেক্টিভ দেখাচ্ছে। যদি ডিফেক্টিভ আসে তাহলে আপনার ফর্ম ভেরিফিকেশন হবে না। ডিফেক্টিভ হবার পর আপনার ফর্মটায় যেটা ভুল ছিল সেটা ঠিক করে আবার ফর্ম সাবমিট করতে হবে তাহলে আপনার ফর্ম ভেরিফাই হবে তখন পেমেন্ট আপনি রিসিপ্ট করতে পারবেন।
আমি কি দুটো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারব?
আপনি লিখেছেন, আপনি রাজ্য সরকারের স্কলারশিপের জন্য যোগ্য হওয়ায় সেটার জন্য অ্যপ্লাই করে দিয়েছেন আবার কি ন্যাশানাল স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন কিনা? তার উত্তরে বলি, যদি আপনি ন্যাশানাল স্কলারশিপের জন্য একবার অ্যাপ্লাই করে দিলেন তো আপনি রাজ্য সরকারের স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না এটা সরকারের নিয়ম আছে। কিন্তু একটা সেশনে যদি আপনি ন্যাশানাল স্কলারশিপের ফর্ম পূরণ করলেন, পরবর্তী সেশনে আপনি রাজ্য সরকারের স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।