NSP Scholarship Status: ন্যাশানাল স্কলারশিপের ৪৮,০০০ টাকা দেওয়া শুরু হয়েছে! পেমেন্ট স্ট্যাটাস চেক করুন এইভাবে।

By Subhasis Ghosal

Published On:

Follow Us
NSP Scholarship Status

NSP Scholarship Status: ভারত সরকার দ্বারা এনএসপি স্কলারশিপ ওয়েব পোর্টাল চালু হয়েছে। এই পোর্টালের মাধ্যমে অনেক ধরনের ছাত্রবৃত্তি দেওয়া হয়ে থাকে। গরীব, মেধাবী শিক্ষার্থীরা এর সুযোগ নিতে সক্ষম হয় এবং তারা নিজেদের লেখাপড়ার মান বাড়াতে পারে এই স্কলারশিপের সহায়তায়।

এনএসপি পোর্টালে ২০২৫ সালে অনেক অনেক শিক্ষার্থী এই স্কলারশিপ পাওয়ার জন্য অনলাইনে আববেদন করেছেন। তাদের কথা মাথায় রেখেই সরকারি আধিকারিক দ্বারা এর ভেরিফিকেশনের কাজ চলছে।

এই ভেরিফিকেশন প্রসেসে শুধুমাত্র অযোগ্য বিদ্যার্থী বা আবেদন ভুল-ত্রুটি পাওয়া শিক্ষার্থীরাই বঞ্চিত হবেন বাকীদের যারা আবেদন ঠিকভাবে করেছেন এবং যোগ্য, তারা সরকার দ্বারা স্কলারশিপ পাওয়ার জন্য তালিকায় নাম অন্তর্ভুক্ত থাকবে।

NSP Scholarship Status

সরকার দ্বারা ভেরিফিকেশন চলাকালীন সমস্ত রকমের আবেদন ত্রুটি দেখা হচ্ছে তাতে কাদের নাম বাদ পড়ল কারা লিস্টে প্রকাশিত হবে। সেইজন্য বলা হচ্ছে শিক্ষার্থীরা আপনারা নিজেদের নামের তালিকা একবার অন্তত চেক করে দেখুন আপনার নাম তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে কিনা।

আবার যেসব আবেদনকারী নিজে নিজের তালিকা চেক করতে অক্ষম তাদের বলছি এই প্রতিবেদনটি পড়ুন সঙ্গে বুঝে যাবেন কিভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করতে হয়।

Read More: বেকার যুবক-যুবতীরা পাবেন ৫,০০০টাকা! এই স্কিমে আবেদন করুন।

এনএসপি স্কলারশিপের যোগ্যতা কেমন?

১। আবেদনকারীদের ভারতের যে কোন রাজ্যের বাসিন্দা হতে হবে।

২। শিক্ষার্থীদের যেন কোন সরকারি স্কুলে পড়াশোনা করতে হবে।

৩।স্কুল, কলেজ বা কোন ডিগ্রী, ডিপ্লোমা করলেও চলবে।

৪। অর্থনৈতিকভাবে দুর্বল এবং নিম্নবর্গ শ্রেণীর হতে হবে।

কিভাবে স্ট্যাটাস চেক করবেন দেখে নিন।

অনলাইনে এনএসপি স্কলাশিপ স্ট্যাটাশ দেখার জন্য পোর্টাল থেকে একটা এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে থাকে সেটা ভালো করে মনে রাখতে হবে শিক্ষার্থীদেরকে। সেই নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে পারবেন তারা।

বেনিফিসিয়ারির তালিকা দেখুন।

যাদের অ্যাপ্লিকেশন সম্পূর্ণরূপে সঠিক রূপে আধিকারিকদের মনে হয়েছে ভেরিফিকেশন করে সেইসব বিদ্যার্থীদের স্কলারশিপের টাকা সরকার ব্যাঙ্কের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবার পরিকল্পনা করেছে। তাই শিক্ষার্থীদের উচিত তাদের আবেদনের বেনিফিসিয়ারির তালিকা একবার অন্তত চেক করা যে কত টাকা তারা পাবে স্কলারশিপ হিসাবে।

এনএসপি স্কলারশিপের গুরুত্ব কতখানি বুঝুন।

  • এনএসপি স্কলারশিপে সরকার দ্বারা ছাত্রছাত্রীদের ৪৮,০০০ টাকা পর্যন্ত (NSP Scholarship Status) দেওয়া হয়।
  • প্রত্যেক বছর এই স্কলারশিপের টাকা পাঠিয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের খাতায়।
  • রাজ্যের সমস্ত পোর্টালে এই স্কলারশিপের যোগ্যতা সম্বন্ধে নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে।
  • বিদ্যার্থীরা পুরো টাকাটাই নিজের ব্যাঙ্কের অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যায়।
  • এনএসপি পোর্টালে আর্থিকভাবে দুর্বল, বিকলাঙ্ক এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের ছাত্রবৃত্তি দিয়ে সাহায্য করা হয়।

স্কলারশিপ প্রদানের তারিখ (NSP Scholarship Status)

যেসব বিদ্যার্থীরা আবেদন করেছেন এবং যাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তারা প্রত্যেকেরই টাকা ২০২৫ এর জুলাই অথবা সেপ্টেম্বরে পাঠিয়ে দেওয়া হবে। এই স্কলারশিপের পরিমাণ টাকা সমস্ত রাজ্যের বিদ্যার্থীদের বিভিন্ন সময়ে দেওয়া হবে।

স্কলারশিপের পেমেন্ট কিভাবে চেক করবেন দেখুন।

  1. মোবাইলে দেখতে চাইলে এনএসপি স্কলারশিপ পোর্টালে যান।
  2. তারপর হোম পেজে মেনু সেকশনে যান।
  3. মেনু তে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এর অপশন পেয়ে যাবেন সেখানে ক্লিক করবেন।
  4. খুলে যাওয়ার পর অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দেবেন।
  5. এরপর ক্যাপচা কোড দিয়ে সাবমিট করে দেবেন।
  6. তারপরই দেখবেন আপনার পেমেন্ট স্ট্যাটাস খুলে যাবে আপনার সামনে।

Important Link

NSP Scholarship Status: Click Here

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment