NVS Hostel Superintendent Recruitment 2025: নবোদয় বিদ্যালয় সমিতি, হোস্টেল সুপারিন্টেণ্ডেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিদ্যালয় হোস্টেলে কাজ করার অভিজ্ঞতা যাদের রয়েছে, তারা আবেদন করতে পারেন। সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে।
নবোদয় বিদ্যালয় হোস্টেলে লোক নিয়োগের দক্ষতা, অভিজ্ঞতা, নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে এই সমস্তই হল আজকের আলেচনার বিষয়বস্তু। পড়তে থাকুন নবোদয় বিদ্যালয়ে হোস্টেলে নিয়োগের প্রতিবেদনটি।
নিয়োগকারী দপ্তর: Navodaya Vidyalaya Samiti Regional Office, Pune
পদের নাম (NVS Hostel Superintendent Recruitment 2025)
- Hostel Superintendents.
শূন্যপদের বিবরণ
Post Name | Vacancy |
Hostel Superintendents | মোট শূন্যপদ ১৪৬টি। (73টি পুরুষ এবং 73টি মহিলাদের জন্য)। |
শিক্ষাগত যোগ্যতা
Post Name | Qualification |
Hostel Superintendents | Graduate Degree |
বেতন পরিকাঠামো
Post Name | Salary (Monthly) |
Hostel Superintendents | 35,750/- Per Month |
Read More: ওড়িশা স্টাফ সিলেকশন কমিশনে জুনিয়র টাইপিস্ট নিয়োগ! বেতন প্রতি মাসে ৬৩,২০০ টাকা।
বয়সসীমা
Post Name | Age Limit |
Hostel Superintendents | 35-62 বছর বয়সের ঊর্ধ্বসীমা। |
আবেদন পদ্ধতি (NVS Hostel Superintendent Recruitment 2025)
- https://navodaya.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
- প্রার্থীর কাছে নিজস্ব মোবাইল নম্বর এবং ই-মেল আইডি থাকতে হবে।
- আবেদন করার সময় কোন ভুল তথ্য দেওয়া যাবে না। ভুল তথ্য প্রমাণিত হলে তার নিয়োগ বাতিল হবে।
- আবেদন করার সময় প্রার্থীকে সমস্ত ডকুমেন্টস হাতের কাছে রেখে আবেদন করতে হবে।
- সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস ওয়েবসাইটে আপলোড করতে হবে।
- আবেদনপত্র পূরণ করার পর একটা সুরক্ষিত প্রিন্ট নিয়ে নিতে হবে ভবিষ্যতের রেফারেন্স হিসাবে।
ডকুমেন্টস কি লাগবে?
১। বর্তমান তোলা পাসপোর্ট কালার ফটো।
২। নিজের স্বাক্ষর।
৩। শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট।
৪। বয়সের প্রমাণপত্র।
৫। আইডেন্টিটি প্রুফ কার্ড।
আবেদন ফি
আবেদনের কথা নোটিফিকেশনে উল্লেখ করা নেই।
নিয়োগ পদ্ধতি
পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ (NVS Hostel Superintendent Recruitment 2025) করবে সংশ্লিষ্ট দপ্তর। ইন্টারভিউয়ের সময় সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কপি এবং জেরক্স। জেরক্সে নিজের অ্যাটেস্টেড করা থাকতে হবে। নিজের ফটোগ্রাফ, সরকারি আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড প্রভৃতি আনতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন করার সময়। ইন্টারভিউয়ে কর্তৃপক্ষ দ্বারা সিলেক্ট হলেই তবে নিয়োগ দেওয়া হবে।
Important Dates
Start Date of Online Application | 25/04/2025 |
Closing Date | 05/05/2025 |
Important Links
Download Official Notice | Click Here |
Official Website | Click Here |