Oppo K13X 5G স্মার্টফোনটি 2,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে ফ্লিপকার্টে! ফোনটিতে Biomimetic Sponge Shock Absorption System রয়েছে।

By Subhasis Ghosal

Published On:

Follow Us

Oppo K13X 5G স্মার্টফোনটি 27 জুন ভারতের মার্কেটে বিক্রি শুরু হয়েছে। মূলত ফোনটি লঞ্চ হয়েছে 23 জুন। ফোনটিতে 360 degree damage proof Armour Body বলতে ফোনটি Oppo এর ল্যাবে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে এবং পরীক্ষায় সফলভাবে পাশ করেছে।

Oppo K13X 5G ডিভাইসটি MIL STD 810-H Certification এর মান্যতা পেয়েছে কারণ ডিভাইসটি পরিবেশের প্রভাব সহ্য করতে পারে কিনা তা দেখার জন্য সবচেয়ে কঠিন যে পরীক্ষাটি করা হয় সেই পরীক্ষাটি ডিভাইসটির উপর চালানো হয়েছে।

Read More: বাঃ! কি দেখতে Poco F7 5G স্মার্টফোনটি লঞ্চ হল ভারতে! 7,550mAh ব্যাটারির ফোনের দাম এবং কেন নেবেন জেনে নিন।

মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট রয়েছে যা মোবাইল গেমের ক্ষেত্রে উপযুক্ত পারফর্মিং করতে পারে। এর উন্নত GPU এবং গুরুত্বপূর্ণ AI ফিচারগুলি রয়েছে যা গ্রাফিক্স রেণ্ডারিং এর ক্ষেত্রে অত্যন্ত ভালো।

Oppo K13X 5G ফোনটির দাম কেমন?

এই ডিভাইসটির দাম 11,999 টাকা। এর সঙ্গে পাচ্ছেন 4GB RAM এবং 128GB মেমোরি স্টোরেজ। 6GB ও 8GB RAM এবং 128GB মেমোরি স্টোরেজে যথাক্রমে 12,999 টাকা এবং 14,999 টাকায় ফ্লিপকার্ট এবং Oppo এর অফিসিয়াল স্টোরে পাওয়া যাচ্ছে।

কালারের দিক থেকে ফোনটি Midnight Violet ও Sunset Peach এই দুটি কালারে পাওয়া যাচ্ছে। গ্রাহকরা 4GB, 6GB ও 8GB variantগুলো 1,000 ও 2,000 টাকার ডিসকাউন্টে পেয়ে যাবে। আবার গ্রাহকরা 1,000 টাকার exchange বোনাস এবং তিন মাসের জন্য অতিরিক্ত নো কস্ট ইএমআই সুবিধাটাও নিতে পারেন।

Oppo K13X 5G Specifications

বৈশিষ্ট্যগুলি

এতে ডুয়াল সিম থাকছে। Oppo K13X 5G ফোনটি ColorOS 15 based on Android 15 অপারেটিং সিস্টেমের উপর চলছে। এর 6.67 inch HD (720×1,604 pixels) LCD স্ক্রিন রয়েছে সঙ্গে 120Hz রিফ্রেশ রেট আছে। ব্রাইটনেস হল 1,000 নীটস পিক এবং প্রোটেকশন কর্নিং গোরিলা গ্লাস 7i প্রোটেকশন। এটা সাপোর্ট করবে Splash Touch and Glove Touch টেকনোলোজি।

ডিভাইসটি 6nm অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেটের সকেট রয়েছে। সঙ্গে 8GB of LPDDR4X RAM পর্যন্ত ডেটা রেট বৃদ্ধি করা হয়েছে এবং 128GB of UFS 2.2 পরবর্তী স্তরের ফ্ল্যাশ স্টোরেজ দেওয়া হয়েছে।

AI-backed ফিচারগুলি যেমন, Google Gemini, AI Summary, AI Recorder and AI Studio অন্তর্ভুক্ত রয়েছে।

ক্যামেরা

Oppo K13X 5G ফোনে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা। 50MP প্রধান ক্যামেরা সঙ্গে f/1.8 aperture এর মতো বৃহত্তর অ্যাপারচার যাতে ছবির কতটা তীক্ষ্ম ফোকায় রয়েছে বোঝা যায় এবং ঝাপসা ব্যাকগ্রাউণ্ড থেকেও বিষয়টিকে আলাদা করে দেখাবে।

আবার দেওয়া হয়েছে 8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা f/2.0 অ্যাপারচার যা সেল্ফি ও ভিডিও কল করতে সাহায্য করে।

গুগলের সঙ্গে সংযোগ প্রক্রিয়া

কানেকটিভিটির দিক থেকে Wi-Fi, Bluetooth 5.4, NFC, GPS, 3.5 মিলিমিটার অডিও জ্যাক এবং ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। ফোনটি IP65 rated তৈরী করা হয়েছে যাতে ধূলোবালি ও জল ভিতরে প্রবেশ করলেও কোনো ক্ষতি না হয় ডিভাইসটির।

Oppo K13X 5G স্মার্টফোনটির MIL-STD 810-H military grade certification রয়েছে। কাজেই চরম পরিস্থিতিতে ভালো কার্যক্ষমতা, তাপ প্রতিরোধী, ধূলোবালি, জল প্রতিরোধ করতে পারে এবং শক প্রতিরোধী হিসাবে যোগ্যতা অর্জন করেছে ডিভাইসটি। বায়োমিমেটিক স্পঞ্জ শক শোষণ করার ক্ষমতা রয়েছে যাতে ডিভাইসটির স্থায়িত্ব অনেকগুণ বাড়িয়ে দেয়

আপনাদের মতামত

Oppo K13X 5G ফোনটি সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। আপনাদের এই ফোনটা পছন্দের কিনা তাও জানাবেন এবং কোন ধরনের ফোনের ফিচার সম্বন্ধে জানতে চান তাও কমেন্টে জানাতে ভুলবেন না।

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment