3rd July ভারতে লঞ্চ হচ্ছে Oppo Reno 14 5G Series! এই মডেলে Advanced AI Featureসহ উন্নত অপারেটিং সিস্টেম।

By Subhasis Ghosal

Published On:

Follow Us

Oppo Reno 14 5G সিরিজের ফোন Oppo Reno 14 5G এবং Oppo Reno 14 Pro 5G ফোন দুটি ভারতে লঞ্চ করেছে। শুরুতেই চাইনাতে প্রথম লঞ্চ হয়েছিল তারপর মালয়েশিয়ায় এবং অবশেষে ভারতে লঞ্চ করল। এই সিরিজের হ্যাণ্ডসেটটির স্পেশিফিকেশন আগেই সামনে চলে এসেছিল। এই ফোনটিতে 50MP ট্রিপল ক্যামেরা রয়েছে এবং AI এর অনেকগুলি ফিচার রয়েছে।

Oppo Reno 14 5G series জুলাইয়ের ৩ তারিখে লঞ্চ হচ্ছে ভারতে ঠিক দুপুর ১২টার দিকে। লঞ্চের লাইভস্ট্রিমিং দেখানো হচ্ছে সোসাল মিডিয়াতে এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

Oppo Reno 14 5G সিরিজের সম্ভাব্য দাম

ভারতের মার্কেটে এই হ্যাণ্ডসেটটির দাম প্রায় ৩৩,২০০ টাকা। ১২জিবি RAM এবং ২৫৬জিবি স্টোরেজের কনফিগাররেশনযুক্ত।

Read More: Poco F7 5G ফোনটির চাহিদার দ্বিগুণ বেড়েছে বিক্রি! এত চাহিদা কেন তা জেনে নিন।

একইভাবে Oppo Reno 14 Pro 5G ফোনটির দাম প্রায় ৪১,৫০০ টাকা। যা মধ্যবিত্তদের নাগালের মধ্য়েই রয়েছে। এটা বিভিন্ন কনফিগারেশনের ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে।

Oppo Reno 14 5G Series এর সম্ভাব্য Specification

ডিসপ্লে

Oppo Reno 14 5G ফোনের ডিসপ্লে 6.59 ইঞ্জি flat OLED screen আর Oppo Reno 14 Pro 5G এর 6.83 ইঞ্জি ডিসপ্লে হওয়ার সম্বাবনা রয়েছে। 1.5K রেজোলিউশনের প্যানেল, ১২০ হার্জের রিফ্রেশ রেট এবং ১,২০০ নিটস পিক ব্রাইটনেস থাকবে বলে ভাবা হচ্ছে। ফোনটিতে আগের মতোই ক্রিস্টাল শীল্ড গ্লাসের প্রোটেকশন থাকবে বলে বিশেষজ্ঞদের মত।

প্রসেসর

Oppo Reno 14 5G মডেলটিতে 8350 চিপসেটের MediaTek ডাইমেনসিটি প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে Oppo Reno 14 Pro 5G ক্ষেত্রে 8450 ডাইমেনসিটির প্রসেসর থাকবে বলেই আন্দাজ করা হচ্ছে।

১৬জিবির LPDDR5X RAM এবং 1TB UFS 3.1 এর ফ্ল্যাশ স্টোরেজ পাওয়া যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

অপারেটিং সিস্টেম

Oppo Reno মডেলে লেটেস্ট টেকনোলজির অপারেটিং সিস্টেম নিয়ে আসছে এই নিয়ে জল্পনা চলছে। ColorOS 15 based Android 15 ফোকাস করছে গ্রাফিক্সের দিক থেকে উন্নত এবং উন্নতমানের এআই ফিচার এবং খুব ভালো পারফরমেন্স দেয়।

অনেক বেশি AI ফিচার এই ফোনটিতে ব্যবহার হচ্ছে বলে বিশেষজ্ঞরা তাদের কথায় জানিয়েছেন- কি কি এআই মডেলটিতে থাকছে জিজ্ঞাসা করা হলে বলেছেন- এখানে যে এআই ফিচারগুলি থাকছে সেটা AI Recompose, AI Perfect Shot, AI Style Transfer, AI Livephoto 2.0, AI voice enhancer এই কয়েকটি ফিচার এখানে থাকবে।

ক্যামেরা

ফোনে ক্যামেরার অনেক গুরুত্ব আছে কথা হলো ক্যামেরাই বলে দেয় ফোনের গুণগত মান কেমন এবং ফিচারগুলি কেমন ধরনের। তাই এই মডেলটিতেও ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের। সোনির ইমেজ সেনসর ব্যবহার করা হয়েছে। OIS সাপোর্ট দেওয়া হয়েছে। ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা সঙ্গে অপটিক্যাল জুমও রয়েছে। এও জানা গিয়েছে ৫০মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরার বিদ্যমান এই মডেলটিতে।

ব্যাটারি

Oppo Reno 14 5G সিরিজে 6,000mAh ব্যাটারি থাকবে। এই মডেলের অ্যাডাপ্টরটি 80W সর্বোচ্চ চার্জিং দেবে যা 60% পর্যন্ত চার্জ হবে মাত্র ১৫ মিনিটে।

Oppo Reno 14 Pro 5G মডেলে একটু বেশি 6,200mAh ব্যাটারি থাকছে বলে জানা যাচ্ছে।

পাশাপাশি থাকছে 50W AIRVOOC wireless পদ্ধতি ব্যবহার করছে যেখানে আরও দ্রুত চার্জিং করা যাবে বলে মনে করা যাচ্ছে অর্থাৎ হাই-পাওয়ার চার্জিং ক্যাপাসিটি থাকছে এখানে।

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment