Oppo Reno 15 Pro সত্যিই একটা DSLR কিলার! লঞ্চের তারিখ এবং দাম জানতে হলে পড়ুন।

By Subhasis Ghosal

Updated On:

Follow Us

Oppo Reno 15 Pro নিয়ে আসছে দারুণ একটা স্মার্টফোন। আগেই Oppo কোম্পানী তাদের Oppo Reno 14 Pro লঞ্চ করেছে। এবার Oppo Reno 15 Pro নিয়ে আসছে। দারুণ সুন্দর এবং অতি আধুনিক মানের ৬টি ক্যামেরা রয়েছে এই স্মার্টফোনটিতে জানা যাচ্ছে।

Oppo Reno 15 Pro স্মার্টফোনটির দারুণ পিকচার কোয়ালিটি এবং ভিডিও তৈরি করার ক্ষমতাসম্পন্ন। DSLR ক্যামেরা ডিভাইসের সঙ্গেও একই প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারে এই স্মার্টফোনটি।

Display Screen Size

এই স্মার্টফোনটিতে রয়েছে ১৬৫ ওয়াটের চার্জিং পাওয়ার যা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই ব্যাটারি চার্জ কমপ্লিট করে দিতে পারবে। ফোনটিতে রয়েছে 6.83 ইঞ্জি LCD স্ক্রিন যার Resolution হল 2,836 পিক্সেল।

Super AMOLED ডিসপ্লে এবং 1500 Nits peak, 144Hz Refresh rate আছে বলে এই ফোনটির পারফরমেন্স অত্যন্ত সুন্দর। গেমিং ভিডিও ও প্রতিদিনের ব্যবহারের জন্য একদম আদর্শ একা স্মার্টফোন।

ক্যামেরা সেট আপ

  • এই Oppo Reno 15 Pro স্মার্টফোনটিতে আধুনিক মানের 6টি ক্যামেরার সেট আপ আছে যা সুন্দর এবং পারফেক্ট ছবি তুলতে সক্ষম।
  • এর Rear Camera মধ্যে 400MP প্রাইমারি ক্যামেরা।
  • 32MP Secondary Camera।
  • 12MP Censor

Read More: আজকে লঞ্চ হচ্ছে Samsung Galaxy M36 5G স্মার্টফোনটি! ২০,০০০ টাকার মধ্যেই 50MP ক্যামেরা এবং OIS সাপোর্টযুক্ত।

ভিডিও

  1. Oppo Reno 15 Pro স্মার্টফোন ব্যবহারকারীরা পাবেন 4K Resolution ভিডিও কোয়ালিটি। যা DSLR ক্যামেরার মতোই সুন্দর কোয়ালিটির হবে।
  2. শক্তপোক্ত ফ্রন্ট ক্যামেরা 50MP। সেলফি তুলতে এবং ভিডিও কল করার জন্য দারুণ কাজে লাগবে।
  3. উন্নত ফটোগ্রাফি ব্যবস্থা যা ফটোপ্রেমীদের মন জয় করবেই।

ব্যাটারি

Oppo Reno 15 Pro স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 4800mAh ব্যাটারি। যার দীর্ঘকাল ব্যবহার করতে পারবেন।

110 ওয়াটের চার্জিং সুবিধা যা ১৫-২০ মিনিটের মধ্যেই ১০০ শতাংশ চার্জ কমপ্লিট করবে। সবচেয়ে দ্রুততম চার্জিং ফেসিলিটি সম্পন্ন একটা ডিভাইস।

পারফরম্যান্স Oppo Reno 15 Pro স্মার্টফোনের।

Qualcomm Snapdragon এর শক্তিশালী প্রসেসর যা দ্রুত গতিতে ইন্টারনেট ব্রাউজিংয়ের সুবিধা দেবে। শক্তিশালী প্রসেসর এর সাথে বেশি রিফ্রেশ রেট এবং অনেক বেশিক্ষণ পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ ভালো পারফরমেন্সের জন্য অন্য দারুণ স্মার্টফোনের একটি।

Oppo Reno 15 Pro সম্ভাব্য মূল্য কত হতে পারে?

Oppo কোম্পানী, Oppo Reno 15 Pro অফিসিয়ালিভাবে মূল্য এবং Specification উল্লেখ করে নাই। আশা করা যাচ্ছে, ২০২৫ এর সেপ্টেম্বর বা অক্টোবরে লঞ্চ হবার সম্ভাবনা রয়েছে।

লঞ্চ কখন হবে Oppo Reno 15 Pro?

Oppo Reno 15 Pro স্মার্টফোনের দাম কত হবে? তা যখন ফোনটি লঞ্চ হবে তখন প্রকাশিত হবে স্পেশিফিকেশনসহ। এটা বলাই যায়, এই স্মার্টফোনটি উন্নতমানের ব্যাটারি ও ক্যামেরাসহ আরও বিভিন্ন ফিচারসহ বাজারে আসছে খুব তাড়াতাড়ি।

যদি ভালো কোয়ালিটির স্মার্টফোন কিনতে চান, তাহলে Oppo Reno 15 Pro স্মার্টফোনটি হল একটি ভালো স্মার্টফোন। এর অফিসিয়ালিভাবে মার্কেটে আসার জন্য অপেক্ষায় থাকুন, যাতে এর দাম জানতে পারেন এবং আপনার জন্য উপযুক্ত ফোনটি কিনতে পারেন।

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment