OSSC Junior Typist Recruitment 2025: ওড়িশা স্টাফ সিলেকশন কমিশনে জুনিয়র টাইপিস্ট নিয়োগ! বেতন প্রতি মাসে ৬৩,২০০ টাকা।

By Subhasis Ghosal

Published On:

Follow Us
OSSC Junior Typist Recruitment 2025

OSSC Junior Typist Recruitment 2025: ওড়িশা স্টাফ সিলেকশন কমিশন অফিসিয়ালিভাবে তাদের নোটিফিকেশন প্রকাশ করেছে। যাদের কম্পিউটারে টাইপিং স্পিড ভালো আছে তারা আবেদন করতে পারেন। যারা স্টেনো নিয়ে পড়াশোনা করছেন তারা জুনিয়র স্টেনোগ্রাফার পদে আবেদন করতে পারেন।

এই দুটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, নিয়োগ প্রক্রিয়া কিভাবে সংঘটিত হবে সমস্ত কিছু বিস্তারিত জানার জন্য যারা অপেক্ষায় আছেন তাদের বলি, এই প্রতিবেদনে সমস্ত চাকরীর পুঙ্খানুপুঙ্খ বিবরণ পেয়ে যাবেন শুধু মনোযোগ দিয়ে প্রতিবেদনগুলো পড়ুন।

নিয়োগকারী দপ্তর: Odisha Staff Selection Commission(OSSC)

পদের নাম (OSSC Junior Typist Recruitment 2025)

  1. Junior Stenographer
  2. Junior Grade Typist

শূন্যপদের বিবরণ

মোট ৭৪টি শূন্যপদ বিজ্ঞপ্তি বের হয়েছে দেখে নিন।

Name of PostVacancy
Junior Stenographer(EIC, Water Resources)24
Junior Stenographer (Advocate General, Odisha)40
Junior Stenographer(Directorate of Treasuries and Inspection)03
Junior Grade Typist (Directorate of Prisons and Correctional Services)05
Typist and scribe Assistant (Law Department, Odisha)02

Read More: বীরভূম সাব ডিভিশনাল অফিস, আশা কর্মী নিয়োগ! বয়স হতে হবে ৪০ বছর।

শিক্ষাগত যোগ্যতা

OSSC এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতার বিবরণ যা দিয়েছে যেমন-

Name of PostQualification
Junior Stenographer(EIC, Water Resources)10th Pass with ITI
Junior Stenographer (Advocate General, Odisha)Degree
Junior Stenographer(Directorate of Treasuries and Inspection)12th Pass
Junior Grade Typist (Directorate of Prisons and Correctional Services)10th Pass
Typist and scribe Assistant (Law Department, Odisha)12th Pass (কোন স্বীকৃত বিদ্যালয় থেকে)।

বেতনক্রম কত হবে?

উপরোক্ত পদে চাকরী পাওয়ার পর সেই ব্যক্তির মাসিক বেতন হবে নিম্নরূপ-

Name of PostSalary (Monthly)
Junior Stenographer(EIC, Water Resources)25,500-81,100/- প্রত্যেক মাসে বেতন পাবেন।
Junior Stenographer (Advocate General, Odisha)25,500-81,100/-
Junior Stenographer(Directorate of Treasuries and Inspection)25,500-81,100/-
Junior Grade Typist (Directorate of Prisons and Correctional Services)19,900-63,200/- বেতন মাসে মাসে পাবেন।
Typist and scribe Assistant (Law Department, Odisha)19,900-63,200/-

বয়সসীমা (OSSC Junior Typist Recruitment 2025)

Name of PostAge Limit
Junior Stenographer(EIC, Water Resources)21-32 বছর (SC/ST/SEBC/Women প্রার্থীরা বয়সে ৫ বছর এবং PwD প্রার্থীরা বয়সে ১০ বছর ছাড় পাবেন)।
Junior Stenographer (Advocate General, Odisha)21-32 বছর
Junior Stenographer(Directorate of Treasuries and Inspection)18-32 বছর (SC/ST/SEBC/Women প্রার্থীরা বয়সে ৫ বছর এবং PwD প্রার্থীরা বয়সে ১০ বছর ছাড় পাবেন)।
Junior Grade Typist (Directorate of Prisons and Correctional Services)18-32 বছর
Typist and scribe Assistant (Law Department, Odisha)21-32 বছর (SC/ST/SEBC/Women প্রার্থীরা বয়সে ৫ বছর এবং PwD প্রার্থীরা বয়সে ১০ বছর ছাড় পাবেন)।

How to Apply For the Post

  • প্রথমে OSSC এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • তারপর Recruitment or Carrer অপশনে গিয়ে নোটিফিকেশন দেখতে হবে।
  • যে পদের জন্য আপনি আবেদন করবেন তার যোগ্যতার ধরনগুলি দেখতে হবে।
  • আবেদনের শেষ তারিখটি ভালো করে দেখে নিতে হবে, যাতে সময় পেরিয়ে না যায়।
  • আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং সমস্ত যোগ্যতা মিলে যায় তাহলে আপনি আবেদন করুন। সেক্ষেত্রে নির্ভুলভাবে সমস্ত কিছু পূরণ করতে হবে।
  • সমস্ত কিছু পূরণ হয়ে গেলে, ডকুমেন্টস আপলোড হয়ে গেলে তারপর শেষে সাবমিট বাটন পাবেন সেখানে ক্লিক করে সাবমিট করে দিতে হবে।
  • সমস্ত কিছু কমপ্লিট হলে, আবেদনপত্র সাবমিট, আবেদন ফি যদি থাকে দেবেন, এইসবের পরে আবেদনপত্রটির একটি প্রিন্ট বের করে রাখবেন।

আবেদন ফি

কোনরূপ আবেদন ফি প্রদানের বিষয় এখানে নেই।

নিয়োগ পদ্ধতি

নিয়োগ (OSSC Junior Typist Recruitment 2025) প্রক্রিয়া সম্পূর্ণ হবে এই কয়েকটি ধাপে-

  1. Preliminary Examination
  2. Main Written Examination
  3. Computer Skill Test
  4. Certificate Verification

Important Dates

Start Date to Apply Online04/04/2025
End Date to Apply Online06/05/2025

Important Links

OSSC Junior Typist Recruitment 2025Download
Apply OnlineClick Here
Official WebsiteClick

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment