Pathankot District Court Peon Recruitment 2025: জেলা আদালতের অফিসিয়াল ওয়েবসাইটে পিওন পদের জন্য ৬টি শূন্যপদ বের করেছে পাঠানকোট, পাঞ্জাব। তাদের অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশন দেখো। পিওন পদের জন্য 10th পাশ যোগ্যতা চাওয়া হয়েছে। অফলাইনের মাধ্যমে আবেদন পাঠাও।
পিওন পদের অফলাইনে দরখাস্ত আহ্বান করেছে পাঠানকোট ডিস্ট্রিক্ট কোর্ট। এই পদের যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য খবর বিস্তারিত জানতে আগ্রহী চাকরী প্রার্থীরা প্রতিবেদনটি অনুসরণ করো।
নিয়োগকারী দপ্তর : Pathankot eCourt (Pathankot District Court)
পদের নাম (Pathankot District Court Peon Recruitment 2025)
পিওন
শূন্যপদের সংখ্যা
06 টি
শিক্ষাগত যোগ্যতা
পিওন পদের নোটিফিকেশন পাঠানকোট জেলা আদালতে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 10th Pass। যে কোন স্বীকৃত বোর্ড থেকে।
এই পদের বেতন কত?
জেলা আদালতে পিওন পদে চাকরীতে আপনি বেতন পাবে ১৮,০০০ টাকা প্রত্যেক মাসে।
আবেদন ফি
এই পদে কোন উল্লিখিত আবেদন ফি বলা নেই। নোটিফিকেশনটি ভালো করে পড়ে নিন।
বয়সসীমা (Pathankot District Court Peon Recruitment 2025)
পাঠানকোট জেলা আদালতে পিওন পদের জন্য বয়স লাগবে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর। 01, May, 2025 অনুসারে বয়স হিসাব করে নিতে হবে।
আবেদন প্রক্রিয়া
- পাঠানকোট জেলা আদালতের অফিসিয়াল ওয়েবসাইট pathankot.dcourts.gov.in যাও।
- যাওয়ার পর নিয়োগ এবং ক্য়ারিয়ার অপশনে যাও।
- সেখানে পিওন পদের (Pathankot District Court Peon Recruitment 2025) জন্য আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নাও।
- তারপর লাস্ট তারিখ দেখে নাও আবেদনের জন্য।
- আবেদনপত্রি সঠিকভাবে পূরণ করার চেষ্টা কর।
- শেষ তারিখের আগের দিন সমস্ত ডকুমেন্ট সহ আবেদনপত্রটি পাঠিয়ে দাও নির্দিষ্ট ঠিকানায়।
- আবেদনফর্মের নম্বরটি স্ক্রিনশট করে রাখো দরকারের জন্য।
আবেদন পাঠানোর নির্দিষ্ট ঠিকানা
TO OFFICE OF THE DISTRICT AND SESSIONS JUDGE,PATHANKOT,PUNJAB.
নিয়োগ প্রক্রিয়া
- শুধুমাত্র ইন্টারভিউ।
- ডকুমেন্ট ভেরিফিকেশন।
Important Dates
| Start Date of Apply Offline | 17/04/2025 |
| Last Date of Apply Offline | 15/05/2025 |


