PM Berojgari Bhatta Yojana Eligibility: বেরোজগারী ভাতা যোজনার ১,000 টাকা দেওয়া শুরু হল! দেখুন রেজিস্ট্রেশন কিভাবে করবেন।

By Subhasis Ghosal

Published On:

Follow Us
PM Berojgari Bhatta Yojana Eligibility

PM Berojgari Bhatta Yojana Eligibility: গোটা রাজ্যে শিক্ষিত বেকারের সংখ্যা দিন কে দিন হুড় হুড় করে বেড়েই চলেছে। পড়াশোনা করে শিক্ষিত হয়ে কোন চাকরি বাকরির কাজ জোটানো যাচ্ছে না। এইমতাবস্থায় বিহার সরকার শিক্ষিত বেকারদের উদ্দেশ্যে তাদের সরকারি টাকা পাইয়ে দেবার জন্য কিছু সিদ্ধান্ত নিয়েছে। এই বেরোজগারী ভাতার জন্য যারা আবেদন করবেন সরকার তাদের মাসিক ভাতা প্রদান করবেন।

এই বেরোজগারী ভাতা (PM Berojgari Bhatta Yojana Eligibility) সে পুরুষই হোক বা মহিলাই হোক সবাই পাবার যোগ্য। উভয়েই এই যোজনার জন্য আবেদন করতে পারবেন। তবে যেখানে পিছিয়ে পড়া আর্থিকভাবে দুর্বল শ্রেণির যুবক-যুবতীরা বেশি আছে সেখানে সেখানে তাদের এই ভাতার সুবিধা বেশি করে দেওয়া প্রয়োজন বলে মনে করছেন।

যদি আপনি বিহার রাজ্যের পক্ষে আবেদন করে থাকেন তাহলে এই প্রতিবেদনের মাধ্যমে ওই সমস্ত তথ্যগুলি আপনাকে দেব যা এই যোজনার সম্পর্কিত তথ্য। এবং এই যোজনার উপকার পেতে কিভাবে এর রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ করবেন তাও জানাব।

PM Berojgari Bhatta Yojana Eligibility

বিহার সরকার দ্বারা ঘোষণা করা হয়েছে যে, দুই বছর ধরে বেরোজগার শিক্ষিত যুবক-যুবতীদের জন্য মোট ২৪,000 টাকা দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেক মাসে ১,০০০ টাকা করে রোজগারহীন বেকারদের হাতে তুলে দেওয়া হবে সরকারের তরফ থেকে।

তাছাড়া আরও বলা হয়েছে, প্রত্যেক মাসে যেমন ভাতা দেওয়া হচ্ছে তা তো দেওয়া হবেই। তা বাদেও বেকার যুবক-যুবতীদের যাতে চাকরি মেলে তার ব্যবস্থার দিকেও জোর দিচ্ছে সরকার। যাতে তারা এই বেকার জীবন থেকে মুক্তি পায় এবং একটা স্বচ্ছল রোজগার তাদের জীবনে সফলতা নিয়ে আসে সেই প্রচেষ্টাও করছে সরকার।

Read More: জল জীবন মিশনের নতুন তালিকা প্রকাশিত! আপনার নামটি চেক করুন।

আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা

বিহার বেরোজগারী যোজনার রেজিস্ট্রেশনের জন্য কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে সেগুলি হল-

  1. এই যোজনা মূলত বিহার অধিবাসীদের জন্যই সীমিত।
  2. এই যোজনায় লাভ পাওয়ার জন্য শিক্ষার্থীকে 12th পাশ হওয়া খুবই জরুরী।
  3. আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর বয়স পর্যন্ত।
  4. যিনি ভাতার জন্য আবেদন করছেন তিনি যেন কোন সরকারি বা বেসরকারি জায়গায় কাজ না করে থাকেন।
  5. পরিবারের আর্থিক আয়ও খুব কম মানের হতে হবে।

ভাতা মিলবে দুই বছর অবধি

বিহার সরকার আরও একটা ঘোষণা করেছেন যে, কেবলমাত্র দুই বছর পর্যন্তই এই পরিষেবা বা ভাতা দেওয়া হবে বেরোজগার ভাই ও বোনেদের। এই সময়কাল পেরিয়ে গেলে ভাতা দেওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।

এই যোজনাতে উপকার কি হবে?

নিম্নলিখিত লাভগুলি হল-

১। বেরোজগার ভাইদের জন্য মাসিক খরচ চালানো সম্ভবপর হবে।

২। যিনি আর্থিকভাবে একেবারে নিরুপায় হয়ে গেছেন তিনি কিছুটা স্বস্তি পাবেন এই ভাতা পেয়ে।

৩। এই ভাতা পাওয়ার সময়কালে তারা অন্যদিকে কাজের সন্ধান করতে পারবেন।

৪। এর মধ্যে কোন সরকারি অথবা বেসরকারি জোগাড় করার সময়ও পেয়ে যাবেন।

বেরোজগারী যোজনার প্রচার

এই যোজনার (PM Berojgari Bhatta Yojana Eligibility) প্রচার এমনভাবে করা হয়েছে যাতে কিনা সকল বেরোজগারী যুবক-যুবতী তাদের আবেদনও সহজভাবে নিজের মোবাইলের মাধ্যমে মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই আবেদন করে ফেলতে পারছেন। আবেদন ঠিকমতো গৃহীত হলেই তিনি দুই বছরের জন্য সরকারী ভাতা পাওয়ার উপযুক্ত হয়ে যাবেন। এবং পরের মাস থেকেই ভাতা পাওয়া শুরু হয়ে যেতে পারবে।

আবেদন প্রক্রিয়া (PM Berojgari Bhatta Yojana Eligibility)

  • বিহারের সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • হোম পেজে লগ ইন করে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে আবেদন শুরু করবেন।
  • আবেদন ফর্ম ওপেন হলে তারপর আপনার প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে দেবেন।
  • আবেদন ফর্ম পূরণ হওয়ার পরে বিভিন্ন দরকারী ডকুমেন্ট আপলোড করে দিতে হবে।
  • এরপর ক্যাপচা কোড টাইপ করে আবেদনপত্র সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করে দিতে হবে।
  • এইভাবে আবেদনপত্র পূরণ করে তার একটা প্রিন্ট আউট বের করে নিয়ে নেবেন।

Important Link

Official Website : Click Here

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment