PM Kisan 20th Installment Date 2025: পিএম কৃষাণ যোজনায় আবেদনকারী কৃষকরা তাদের ২০তম ইনস্টলমেন্ট পাওয়ার বিষয়ে দারুণ আগ্রহী। কেন্দ্রীয় সরকার তাদের টাকা মোটামুটি জুন মাসের মধ্যে পাঠিয়ে দেবে বলে সূত্র থেকে জানা যাচ্ছে।
কৃষকরা তাদের টাকা ২,০০০ টাকা করে চার কিস্তিতে পেয়ে থাকেন। এমতাবস্থায় সরকার নির্দেশ দিয়েছেন কৃষকরা যদি তাদের অনলাইনে কেওয়াইসি (PM Kisan 20th Installment Date 2025) জমা দিয়ে থাকেন তাছাড়া এই কৃষাণ সম্মাননিধি পাওয়ার জন্য অন্যান্য যেসব নির্দেশাবলী আছে সেগুলি পুরো করলেই তাদের ২০তম কিস্তির টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
আপনি যদি আমাদের দেশের কৃষক হন এবং আপনি যদি কৃষাণ সম্মাননিধি পাচ্ছেন তাহলে আপনি এই প্রতিবেদনটির মাধ্যমে পিএম কৃষাণ যোজনার সমস্ত তথ্য পেয়ে যাবেন যা কিনা অনেক পরিশ্রমের মাধ্যমেই আমরা আপনার কাছে তুলে ধরছি। তো প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন এবং বিস্তারিতভাবে জানুন সবকিছু।
PM Kisan 20th Installment Date 2025
কেন্দ্রীয় সরকার ২০১৯ সালে এই কৃষাণ সম্মাননিধি যোজনার কৃষকদের একটা আর্থিক সুবিধা প্রদানের জন্য এ দেশে চালু করেছিলেন। পুরো দেশে এই কৃষাণ সম্মাননিধি যোজনা চালু আছে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলে কৃষকদের একটা সম্মানের জায়গা তৈরি করে দিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে।
আপনাদের বলি, এই টাকা তিন কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যায় অর্থাৎ বছরে ৬,০০০ টাকা সর্বসাকুল্যে পেয়ে থাকেন আমাদের দেশের গরিব কৃষকরা। প্রত্যেক কিস্তির পরিমাণ ২,০০০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠান কেন্দ্রীয় সরকার।
এইভাবে কৃষকদের ১৯তম কিস্তির টাকা পৌঁছে দেওয়ার মাধ্যমে কৃষকদের মধ্যে একটা উৎসাহ তৈরি হতে লেগেছে পরের ২০তম কিস্তি পাওয়ার জন্য। এই টাকা কবে ঢুকবে সেই আশায় কৃষকরা দিন গুনছে অপেক্ষারত অবস্থায় আছে। যাতে কিনা তাদের জরুরী কৃষির প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে পারেন এবং সংসারের জরুরী চাহিদাও কিছু মেটাতে পারেন।
পিএম কৃষাণ যোজনার ২০তম কিস্তির আবাহন
পিএম কৃষাণ প্রকল্পে প্রত্যেক কৃষক প্রত্যেক ৪ মাস পর পর অর্থাৎ বছরে তিনবার ২,০০০টাকা করে পান। সেইপ্রকার বর্তমান কিস্তির টাকা পেতে তারা উৎসুক। কারণ বছরে ৬,০০০ টাকা পেয়ে তারা দেশের প্রধানমন্ত্রীর কাছে ঋণী থাকেন এবং সবচেয়ে উপকৃত হন দেশের গরিব কৃষকদের যাদের চাষবাস ছাড়া অন্য কোন পেশার সাথে জড়িত হতে পারেন না। তাদের এই টাকা উৎসাহ ভাতা হিসাবে বড়ই উপকারে লাগে।
কৃষকরা ২০তম ইনস্টলমেন্টের টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তারপর সুবিধাভোগী কৃষকরা তাদের অ্যাকাউন্ট খাতা চেক করে নিতে পারবেন।
কৃষি মন্ত্রালয় তরফ থেকে বলা হয়েছে কৃষকদের সম্মানের টাকা (PM Kisan 20th Installment Date 2025) জুন মাসের মধ্যে ছেড়ে দেওয়া হবে। এর আগে কৃষকরা ১৯তম কিস্তি পেয়ে গেছেন কোন সন্দেহ নাই, তাই ২০তম কিস্তির টাকাও ঠিক সময়ে পাবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে।
Read More : ন্যাশানাল স্কলারশিপের রিনিউয়াল আবেদন করুন! কিভাবে করবেন দেখে নিন।
ই-কেওয়াইসি (PM Kisan 20th Installment Date 2025)
আপনারা অতি শীঘ্রই আপনাদের ই-কেওয়াসি জমা দিয়ে দেন নাহলে এর টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে। আপনারা যারা পিএম কৃষাণ যোজনায় টাকা পান তাদের অনলাইনে ই-কেওয়াসি করা খুবই দরকারী। যদি ই-কেওয়াসি ভরতে না পারেন তাহলে কাছাকাছি আপনার ব্যাঙ্কে যোগাযোগ করুন।
ই-কেওয়াইসি জমা (PM Kisan 20th Installment Date 2025) দেবার জন্য আপনারা নিজেদের আধার কার্ড ও ব্যাঙ্কের খাতা নিয়ে গিয়ে কোন সেবা কেন্দ্র থেকেও ই-কেওয়াসি জমা দিতে পারবেন। এর জন্য সরকারী পোর্টালে গিয়ে ই-কেওয়াসি জমা দিন। ওটিপির মাধ্যমে আপনার ই-কেওয়াইসি সাবমিট হবে।
দেখলেন, ই-কেওয়াইসি জমা দেওয়া কত সহজ এবং সরল পদ্ধতিতে আপনি এই কাজটি করে ফেলুন তাহলেই আপনি ২০তম কিস্তির টাকা পাবেন এবং অন্য সব সুবিধাও নিতে পারবেন।
কারা কারা এই কিস্তির টাকা পাবেন না দেখুন।
১. যে সব কৃষকরা নিজেদের অ্যাকাউন্টের ই-কেওয়াইসি দেননি তারা কিন্তু ২০তম কিস্তির সুবিধা পাবেন না।
২. যে যে কৃষক নিজেদের জমি যাচায়ীকরণ করান নাই তারাও সরকারের ২০তম কিস্তির টাকা পাবেন না।
৩. এমন সব কৃষক যারা পিএম কৃষাণ যোজনার রেজিস্ট্রেশনের সময় ঠিকভাবে রেজিস্ট্রি করেন নাই বা ভুল করে বসে আছেন, তারাও এই সুবিধা পাবেন না।
আবার যদি কেউ রেজিস্ট্রেশনের সময় যা যা কাগজপত্র লাগে সেইসব কাগজপত্র আপলোডের সময় দিতে পারেননি তারাও কিন্তু এই ২০তম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পাবেন না।
Important Link
Official Website : Click Here


