PM Rojgar Mela 2025 : প্রধানমন্ত্রী রোজগার মেলা অনুষ্ঠিত হতে চলেছে! কোন মাসে কত তারিখে জেনে নিন।

By Subhasis Ghosal

Published On:

Follow Us
PM Rojgar Mela 2025

PM Rojgar Mela 2025 : আপনারা জিজ্ঞেস করছিলেন, প্রধানমন্ত্রী রোজগার মেলা কখন হবে? জানুয়ারিতে রোজগার মেলা হবার কথা ছিল কি হল? রোজগার মেলার এখনও আপডেট কেন আসে নাই? রোজগার মেলা আদৌ কি জানুয়ারীতে হবার কোন সম্ভাবনা আছে? এই সবের বিষয়ে কথা বলব আজ। প্রতিবেদনটি মন দিয়ে পড়তে থাকুন।

তাদের জন্য আজ বলব, গরীব পরিবারের যুবক-যুবতীরা তাদের বেকারত্ব জীবনের জ্বালা-যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটিয়ে একটা সরকারি কাজকর্ম করে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান ও নিজের বাসস্থান ও সংসার জীবন-যাপনের জন্য প্রধানমন্ত্রী রোজগার যোজনার অন্তর্গত রোজগার মেলা ২০২৫ তাদের জন্য একটা উপযুক্ত কাজ পাওয়ার জায়গা তৈরি করে।

প্রধানমন্ত্রী রোজগার মেলার উদ্দেশ্য

পরিবারের বাবা-মার কঠোর সংগ্রামের মধ্য দিয়ে তাদের নিজের সন্তানদের বড় করে তোলা এবং দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে তাদের ছেলেমেয়েরা যাতে সুখের দিন দেখতে পায় এই নিয়ে সবসময় ভাবেন যাতে তাদের সন্তান যেন নিজের পায়ে দাঁড়াতে পারেন এবং বাবা-মায়ের বয়স হয়ে গেলে সংসারের খরচ, চিকিৎসার ব্যয়ভার ইত্যাদি বহন করতে পারে।

অন্য বারের মতো এবারেও প্রধানমন্ত্রী রোজগার মেলা 2025 আয়োজিত করার কথা ছিল কিন্তু আভ্যন্তরীণ কোন কিছু সমস্যার কারণে তা আপাতত স্থগিত হয়ে ফেব্রুয়ারিতে শুরু হবার কথা।

কখন অনুষ্ঠিত হবে (PM Rojgar Mela 2025)

দেখুন আমি বলছিলাম, জানুয়ারীতে যে রোজগার মেলার আয়োজন হওয়ার কথা ছিল তার অবস্থার কথা বলা যাচ্ছে না। কারণ যে ডিপার্টমেন্ট অথবা নোটিফিকেশন দেওয়ার কথা ছিল ওদের কোন আধিকারিক কোন তারিখ দেয় নাই কবে রোজগার মেলা অনুষ্ঠিত হবে? এই মতাবস্থায়, এর নির্দিষ্ট এরকম অনেক বিভাগ ছিল যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন চেক করা হয় নাই।

জানুয়ারির জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেটা দেখলে বুঝতে পারবেন। দেখুন একটা নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল যারা যারা অ্যাপয়েন্ট লেটার পাবেন সেটার বিস্তারিত তথ্যগুলি দেওয়া হয়েছে আবার রোজগার মেলার বিষয়েও উল্লেখ করা হয়েছিল কিন্তু তার তারিখ উল্লেখ করা হয়নি বিভাগের দ্বারা।

অনলাইন প্রক্রিয়া

একটু স্ক্রল করলে দেখতে পাবেন এখানে রোজগার মেলার বিষয়ে তো উল্লেখ করা হয়েছে কিন্তু তা কবে হবে সেটা বলা হয় নাই। তার একটাই কারণ হল তার সমস্ত আয়োজন করা সম্ভবপর হয় নাই এবং পুরো নিয়োগের প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে নেওয়ার যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণভাবে করে উঠতে পারা যায় নি। তবে ফেব্রুয়ারীতে এর সম্পন্ন হওয়ার আশা করাই যায়।

অর্থাৎ ২০২৫ যে রোজগার মেলা অনুষ্ঠিত হবে তা স্পষ্টতই বলা হয়েছে কিন্তু সেটা কবে আয়োজন হবে সেটার বিষয়ে কোন আঞ্চলিক অফিসের অধিকর্তারা কিছু ঘোষণা করে নাই। ঘোষণা করা না হলে তার নির্দিষ্ট কোন তারিখ আপনাদের সামনে তুলে ধরা যাচ্ছে না।

Read More : সারা ভারতে প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু হয়েছে! আপনার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে দেখুন।

প্রধানমন্ত্রী রোজগার মেলা 2025 এর যোগ্যতার মানদণ্ড

যেসব প্রার্থীরা রোজগার মেলায় অংশগ্রহণ করবেন তাদের বিভিন্ন ধরনের যোগ্যতার প্রয়োজন আছে সেগুলি হল-

১) প্রার্থীদের দশম, দ্বাদশ শ্রেণী বা গ্রাজুয়েশন ডিগ্রী থাকতে হবে।

২) মাস্টার ডিগ্রী থাকলে আলাদা সুবিধা পেতে পারবেন।

৩)সরকার প্রতিষ্ঠিত কোন আইটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হলে ভালোই হয়।

৪) সরকারি বা বেসরকারী প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা বা ডিগ্রী কোর্স পাস হলেও চলবে।

৫) বিভিন্ন ধরনের পদে এখানে নিয়োগ করা হবে।

৬) ৬ মাসের ট্রেনিং প্রাপ্ত উপযুক্ত ফ্রেশার হলেও চলবে।

৭) যারা যারা রোজগার মেলার জন্য অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করেন নাই তারা সরকারি ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিন।

Age Limit (PM Rojgar Mela 2025)

  • বয়সের ক্ষেত্রে আবেদনের জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর হতে হবে
  • এবং সর্বোচ্চ বয়সের কোন লিমিটেশন এখানে নেই। অর্থাৎ সর্বোচ্চ বয়সের কিছু উল্লেখ এখানে করা হয় নাই।

প্রধানমন্ত্রী রোজগার মেলার আপডেট কখন আসবে?

রোজগার মেলার সঠিক তারিখ (PM Rojgar Mela 2025) বলা সম্ভব হচ্ছে না। তাই এখনও পর্যন্ত রোজগার মেলার কোন আপডেট আসে নাই এলে সর্বপ্রথম জানাব আপনাদের। আপনাদের বলি, অনেক অনুসন্ধান করার পরও রোজগার মেলার নির্দিষ্ট তারিখ বলা সম্ভব হচ্ছে না বা ঘোষণা করা হয় নাই ডিপার্টমেন্টের দ্বার।

কিন্তু আবার বলব যেটা হওয়ার কথা ছিল তা শীঘ্রই হওয়ার সম্ভাবনা আছে সে বিষয়ে কোন সন্দেহ নাই। তাই বলব আপনারা ধৈর্য ধরে এর নোটিফিকেশন চেক করতে থাকবেন অথবা আমার পেজ ফলো করবেন।

দেখুন এটা ভাবা হচ্ছে যে, দিল্লীতে ভোটের কারণে যেসব সরকারি প্রকল্পগুলি আছে সেগুলির আপডেট দেওয়া হয় এবং সেটার জন্য সরকার সেই যোজনার প্রচার, বিস্তার অবশ্যই করে থাকে এটা আপনারা দেখেছেন। মানুষের সেই আশা পূরণ করা যাচ্ছে না কারণ কোন কারণে হয়তো তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ সম্পন্ন করা হয় নাই বা অন্য কোন প্রতিকুল পরিস্থিতির কারণে রোজগার মেলা অনুষ্ঠিত হতে পারে নাই।

Documents of (PM Rojgar Mela 2025)

বলা হচ্ছে, আপনার নথিই আপনার জবের জন্য আপনার ভবিষ্যৎ নির্ধারণের চাবিকাঠি। তাই যা যা ডকুমেন্ট লাগবে সেগুলি একবার দেখে নিন।

১. সমস্ত বিদ্যালাভের সার্টিফিকেট অরিজিন্যাল ও জেরক্স সহ।

২. দুটো পাসপোর্ট সাইজের কালার ফটো যাতে স্পষ্টই ফেস দেখা যায় কোন গগলস পরে ছবি তোলা এখানে চলবে না। চোখের সমস্যা থাকলে চশমা পরে ছবি তুলতে পারেন।

৩. আইডেন্টিটি প্রুফ লাগবে (যেমন, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যদি থাকে) ইত্যাদি।

৪. আর অবশ্যই বায়োডাটা বা সিভি অথবা রেজুমে তৈরি করে নিয়ে যেতে হবে। এক কপি রেজিস্ট্রেশনে আপলোড করতে হবে এবং দ্বিতীয় কপি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় লাগবে। (2 কপি)

রোজগার মেলা আয়োজনের নির্দিষ্ট তারিখ ঘোষণা

এখন তার তারিখ বলা সম্ভব হচ্ছে না তবে মনে করা হচ্ছে, ফেব্রুয়ারিতে এই রোজগার মেলার (PM Rojgar Mela 2025) আয়োজন করা হবে সরকারের তরফ থেকে। এথন বলে রাখি, এই রোজগার মেলার বিষয়ে কোনরকম আপডেট আসে, তাহলে আমার পরের প্রতিবেদনে বলতে থাকব। সেইজন্যই আমার ওয়েবসাইটি ভিজিট করুন সরকারি প্রকল্প, চাকরির খবর এইসব বিষয়ে আপডেট থাকার জন্য এবং এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন এবং অন্যকেও পড়তে বলুন।

সুতরাং, যদি আপনিও এই রোজগার মেলায় অংশগ্রহণ করতে চান এবং সরকারি চাকরি যারা খুঁজছেন তাদের জন্য একটা খুশির খবর দিতে পারি, তাহলে আমার এই অনলাইনে আপনাদের জন্য প্রতিনিয়ত সরকারি কাজের খবর, প্রকল্প ও ট্রেন্ডিং কোন খবর সংগ্রহ করে আপনাদের কাছে তা পরিবেশিত করার প্রচেষ্টা সফল হবার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়।

আপনাদের কাছে ভালোবাসা পেলে তার সার্থক করার আকাঙ্ক্ষা আরও অনেক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে পড়বে।

উপসংহার

আশা করি আপনাদের এই প্রধানমন্ত্রী রোজগার মেলা (PM Rojgar Mela 2025) এই প্রতিবেদনটি পড়ে ভালো লেগেছে। মনে করা যাচ্ছে, আপনারা এই প্রতিবেদনটি পড়ে এর সম্বন্ধে অনেক কিছু তথ্য পেয়ে গেছেন। যদি আপনারা এই প্রধানমন্ত্রী রোজগার মেলার বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে আমাকে মন্তব্য বিভাগে গিয়ে যে কোন মন্তব্য করতে পারেন। বিভিন্ন ধরনের সরকারি কাজের আপডেট, সরকারি প্রকল্পের খবর, ট্রেণ্ডিং খবর জানার জন্য আমার প্রতিবেদনটি রোজ পড়ুন এবং পেজের সঙ্গে যুক্ত থাকুন। আপনাদের জন্য প্রতিদিনই নতুন কিছু আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি আপনাদের শুধুমাত্র আমার এই ওয়েবসাইটের পেজ ফলো করার প্রয়োজনীয়তা আছে।

Important Link

PM Rojgar Mela 2025 Official Website : Click Here

FAQ

1. প্রধানমন্ত্রী রোজগার মেলা 2025 কবে হতে চলেছে?

এখনও কিছু বলা যাচ্ছে না তবে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবার সম্ভাবনা আছে।

2. প্রধানমন্ত্রী রোজগার মেলা কোথায় কোথায় অনুষ্ঠিত হবে?

সারা দেশে ৪৭টি জায়গায় এই মেলা অনুষ্ঠিত হবে।

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment