PMEGP Loan Online Apply: পিএমইজিপি লোনের জন্য আবেদন করুন! লোনের 35% সাবসিডি পাবেন আধার কার্ড থেকে।

PMEGP Loan Online Apply: আমাদের দেশে যে পরিমাণ ব্যবসা চলছে এবং ভবিষ্যতে আরও ব্যবসার পরিমাণ যাতে আরও বাড়ে তার জন্য প্রধানমন্ত্রী রোজগার যোজনা চালু হয়েছে। ...

PMEGP Loan Online Apply
Published On:
Follow
Join
Subscribe

PMEGP Loan Online Apply: আমাদের দেশে যে পরিমাণ ব্যবসা চলছে এবং ভবিষ্যতে আরও ব্যবসার পরিমাণ যাতে আরও বাড়ে তার জন্য প্রধানমন্ত্রী রোজগার যোজনা চালু হয়েছে। মানুষ যাতে ব্যবসার দিকে বেশি করে ঝোঁকে এবং দেশে ব্যবসার বৃদ্ধির প্রসার চরমভাবে দেখা যায় তার জন্য ব্যবসায়ীদের লোনের ব্যবস্থা করে দিচ্ছে সরকার। এই লোন যোজনাই হল পিএমইজিপি লোন প্রকল্প।

যদি আপনিও কোন ব্যবসার সাথে যুক্ত হতে চান কিন্তু আপনার কাছে ব্যবসার মূলধন লাগানোর টাকা নাই। তাহলে পিএমইজিপি লোন আপনার কাছে একটা বরদান হতে পারে। কারণ এই যোজনায় সরকার ব্যবসায়ী ব্যক্তিকে লোন দিতে ইচ্ছুক থাকে কম সুদের হারে। যাতে ঐ ব্যবসায়ী সরকারি লোন পাওয়ার জন্য আবেদন করতে পারেন সহজভাবে।

আপনাকে যদি লোন (PMEGP Loan Online Apply) সরকারের দ্বারা পেতে হয় তাহলে আপনাকে এই লোন যোজনা সম্পর্কে সমস্ত বিষয় খুঁটিনাটি জানার ইচ্ছা থাকতে হবে এবং জানতেই হবে। যাতে পরবর্তীতে কিছু স্টেপ ফলো করে আপনি এই লোন পেতে পারেন এবং এর সমস্ত সুবিধা ভোগ করতে পারেন। কিভাবে লোনের জন্য আবেদন করবেন তার জন্য় এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন এবং জেনে নিন এর সমস্ত পদ্ধতিগুলো।

PMEGP Loan Online Apply

সরকারের তরফ থেকে আপনি যখন লোন পাবেন তখন আর কিছু সমস্যা থাকবে না ব্যবসা করার ক্ষেত্রে কিন্তু আপনি যদি লোনের বিষয়ে না জেনে থাকেন তাহলে বলি, সরকার আপনাকে সর্বনিম্ন লোন আপনি ২ লাখ থেকে ১০ লাখ পর্যন্ত পেতে পারবেন। আপনি যদি ২ লাখ থেকে ৫০ লাখ পর্যন্ত লোন নিতে পারেন তাহলে আপনার কাছে ব্যবসাজনিত কোন সমস্যা থাকবে না। আপনি ব্যবসা করতে পারবেন অনায়াসে এবং সরকারের এইটাই প্রয়াস থাকবে আপনি ব্যবসা করে সরকারের লোন পরিশোধ করুন ও নিজে উন্নতি করার চেষ্টা করুন।

পিএমইজিপি লোন প্রকল্পে লোন নিতে গেলে আপনার কিছু যোগ্যতার মানদণ্ড পূরণ করতেই হবে নাহলে সরকার আপনাকে লোন দেবে না। সুতরাং বলি, কি যোগ্যতা লাগবে তা আপনি এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করা হবে। এই লোনের কিছু সাবসিডিও দিচ্ছে সরকার শহরের এলাকার ক্ষেত্রে বসবাসকারী নাগরিককে ২৫ শতাংশ এবং গ্রামীণ এলাকার ক্ষেত্রে ব্যবসায়িক মানুষদের ৩৫ শতাংশ সাবসিডি দিচ্ছে সরকার। আসুন জানি, সরকার কিভাবে লোনের সাবসিডি দিচ্ছে এই প্রতিবেদনের মাধ্যমে।

এই প্রকল্পে লাভের পরিমাণ

  1. সরকারের এই স্কিমের মাধ্যমে আমাদের দেশে ব্যবসার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
  2. যারা যোগ্য ব্যবসায়ী তারা লোন পেয়ে ব্যবসার উন্নতি করতে পারবেন এতে সরকারের ভাবনা সফল হবে।
  3. সরকার এইসব ব্যক্তিদের ২লক্ষ টাকা থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত দিয়ে থাকেন।
  4. এইভাবে সরকারের প্রচেষ্টায় নাগরিকগণ ব্যবসার প্রতি আসক্ততা বাড়বে।
  5. আপনি ব্যবসার মাধ্যমে আপনার অর্থনৈতিক পরিবর্তন ঘটাতে সক্ষম হবেন।

পিএমইজিপি লোনের যোগ্যতা কি?

  • এই লোন যোজনার অন্তর্গত কিছু প্রয়োজনীয় শর্ত আপনাকে পূরণ করতে হবে-
  • আপনাকে এ দেশের নাগরিক হওয়ার অধিকার থাকতে হবে।
  • লোনের জন্য আবেদনের বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
  • আবেদনকারী ব্যবসায়ীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইট পাশ হওয়া দরকার আছে।
  • অন্য কোন ব্যবসায়ের ক্ষেত্রে যিনি লাভ পাচ্ছেন তিনি যোগ্য হবেন না।

Read More : কেন্দ্রীয় সরকার দেবে পেনশন ১০,০০০টাকা, ৪০ বছর বয়স হলেই! নতুন নিয়ম চালু।

দরকারী কাগজপত্র পিএমইজিপি লোন সম্বন্ধিত

১। আধার কার্ড।

২। প্যান কার্ড।

৩। আবেদন ফর্ম।

৪। বাসস্থানের প্রমাণপত্র।

৫। এইট পাশের সার্টিফিকেট।

৬। ব্যবসার প্রোজেক্টের রিপোর্ট।

৭। ব্যাঙ্কের দ্বারা লোনের দরকারী কাগজপত্র।

৮। উদ্যমী বিকাশ কার্যক্রম প্রশিক্ষণের সার্টিফিকেট।

প্রক্রিয়া (PMEGP Loan Online Apply)

  • আবেদনের জন্য আপনাকে খাদী ও গ্রামোদ্যোগ ওয়েবসাইটে যেতে হবে।
  • পেজ ওপেন হওয়ার পরে পিএমইজিপি অপশনে ক্লিক করবেন।
  • এরপর আপনার সামনে পিএম এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম খুলে যাবে।
  • এরপর আপনাকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে।
  • আপনার আবেদনপত্র ওপেন হবে এইবার আপনি সমস্ত কিছু তথ্য নির্ভুলভাবে ভরে ফেলুন।
  • আবেদনপত্র পূরণ করা হলে যে ঘোষণাপত্র থাকবে সেখানে সেভ অ্যাপলিকেশন ডাটাতে ক্লিক করবেন।
  • এইভাবে আপনার আবেদনপত্র সাবমিট হয়ে যাবে এবং আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ট দেওয়া হবে।

Important Link

PMEGP Loan Online Apply : Visit Here

PMEGP Loan Online Apply

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment