Poco F7 5G ফোনটির চাহিদার দ্বিগুণ বেড়েছে বিক্রি! এত চাহিদা কেন তা জেনে নিন।

By Subhasis Ghosal

Published On:

Follow Us

Poco F7 5G ফোনটি এখন ভারতে লঞ্চ হয়ে গিয়েছে। দারুণ রমরমা বাজার শুরু হয়ে গিয়েছে এই ফোনটির। এই ফোনের বাজার যে যথেষ্ট গরম তা ফোনের বিক্রেতারাও আশা করতে পারেন নি। এই স্মার্টফোনটির মধ্যে Snapdragon 8s Gen 4 chipset processor রয়েছে। Apple A-series chip এবং Media Tek chips এদের ভালো পারফরমেন্স রয়েছে তাও Snapdragon এর পারফরম্যান্স, পাওয়ার এফিসিয়েন্সি এবং অ্যাডভান্সড ফিচার বিশেষ করে মোবাইল ফোনের জন্য এককথায় অসাধারণ বলা যায়।

এই ফোনটিতে 7,550mAh ব্যাটারি সাধারণভাবে ব্যবহার করলে দুদিন চার্জিং ব্যাক দেবে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করলে একদিন চলবে। 20 MP Selfie Camera এটা আপনার অভ্যাসের উপর নির্ভর করবে যদি আপনি ছবি ক্রপ করেন অথবা বড়ো ছবি প্রিন্ট করতে চান তাহলে 20 MP ক্যামেরা লাগবে কিন্তু শুধু যদি সোসাল মিডিয়াতে শেয়ার করা হয় তাহলে 12 MP ক্যামেরা যথেষ্ট আপনার কাছে।

ফোনটির গুরুত্বপূর্ণ অন্যান্য বিষয়গুলি জানুন

Poco F7 5G ফোনটিতে 12GB RAM ও 256GB storage এবং 12GB RAM ও 512GB storage এর কনফিগারেশন রয়েছে। পোকো F7 5জি ফোনটি HyperOS 2.0 based on Andorid 15 অপারেটিং সিস্টেমের উপর চলে যা flagship মডেলের জন্য ব্যবহার করা হয়। যাতে উচ্চমানের ডিজাইন, ডিসপ্লে এবং উন্নত ক্যামেরার বৈশিষ্ট্য আছে।

Read More: Oppo K13X 5G স্মার্টফোনটি 2,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে ফ্লিপকার্টে! ফোনটিতে Biomimetic Sponge Shock Absorption System রয়েছে।

Poco F7 5G ফোনটির মূল্য

12GB RAM ও 256GB storage এর কনফিগারেশনযুক্ত ফোনটির দাম ৩১,৯৯৯ টাকা এবং 12GB RAM ও 512GB storage এর ৩৩,৯৯৯ টাকা হবে। কিন্তু HDFC, SBI ও ICICI এই ব্যাঙ্কের যাদের ক্রেডিটকার্ড আছে তাদেরকে আরও ২,০০০ টাকা ডিসকাউন্টে বিক্রি করা হচ্ছে। এই ফোনের কভারেট থাকছে পুরো দু বছরের জন্য। ১ বছরের স্ক্রিন ড্যামেজ প্রোটেকশন আর থাকছে ১ বছরের ওয়ারেন্টি পিরিয়ড।

Poco F7 5G স্মার্টফোনটির স্পেশিফিকেশন

Brand Poco F7 5G
Display6.83 inch 1.5 K (1,280×2,772 pixels) AMOLED সঙ্গে 120Hz refresh rate
Brightness 3,200 nits
Cover ProtectionCorning Gorilla Glass 7i protection
Processor Snapdragon 8s Gen 4 SoC
RAMLPDDR5X RAM up to 512GB UFS4.1 storage
Operating System Android 15 based HyperOS 2.0
AI UsedAI Notes, AI interpreter, AI image expansion and also support Google Gemini and Circle to Search
Connectivtitysupport 5G, 4G, Wi-Fi 7, Bluetooth 6.0, GPS, NFC and USB type C port
Weight 222g.

50MP pixels Sony IMX882 primary sensor যা উজ্জ্বল রঙ ও উন্নতমানের ছবি তুলতে সাহায্য করে। দিনের আলোতে ভালো ছবি হয় যা খুব আকর্ষক 50MP UHD মোড এনে দেয় যেটি নির্ভুল ও দুর্দান্ত আকার এনে দেয়।

পিছনের দিকে 8Megapixel ultrawide shooter যেটি ছবিকে আরও বিস্তারভাবে দেখাতে সাহায্য করে। হ্যাণ্ডসেটটির 3D IceLoop System রয়েছে যে টেকনোলজি Xiaomi এবং POCO ফোনেই ডেভেলপ করা হয়েছে যা স্মার্টফোনে তাপ অপচয় বন্ধ করতে সাহায্য করবে। 6,000 sq mm vapour cooling chamber ব্যবহার করা হয় যা তাপ অপচয় আরও তাড়াতাড়ি করতে পারে।

Speaker

Dual stereo speaker system available here.

দ্রুত চার্জিং 90W wired first charging আপনার ডিভাইসটিতে বেশি পাওয়ার দেবে প্রায় ১৫ ওয়াট থেকে ১০০ ওয়াট পর্যন্ত সেটা ডিভাইসের উপর নির্ভর করবে যার যেমন ডিভাইস। 22.5W wired reverse charging আপনার ফোনটি ব্যবহার করে অন্য ডিভাইস স্মার্টফোনে, স্মার্ট ঘড়িতে চার্জ করা যায় এককথায় ওয়ারলেস চার্জিংয়ের সুবিধা দেয়।

Poco F7 5G ফোনটির ধূলোবালি ও জল থেকে সুরক্ষা দিতে পারে রেটিং হল IP66, IP68, IP69। সিকিউরিটির জন্য আছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।

Poco F7 5G ফোনের বাজার চাহিদা

এই ফোনের বিষয়ে আলাদা করে বলার কিছু নেই। এই ফোনের যা বিক্রি তাতে সেটাই প্রমাণ করছে মানুষ মোবাইল দোকানে ভিড় করছে এই ফোনটি কেনার জন্য। আপনিও যদি এই ফোনটি কিনতে চান তা কমেন্ট করে জানাবেন এর ফিচারগুলি কেমন লাগলো। এই ফোনটির ক্যামেরা আরও অনেক কিছু যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সংগ্রহ করতে পারেন খুবই কম দামে এটা পাওয়া যাচ্ছে মার্কেটে।

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment