PSB Apprentice Recruitment 2025: পাঞ্জাব এবং সিণ্ড ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস নিয়োগ! গ্রাজুয়েট যোগ্যতায় আবেদন করুন।

PSB Apprentice Recruitment 2025: ব্যাঙ্কে বসে কাজ করতে যাদের ইচ্ছা করে তাদের জন্য মহা খুশির খবর। পিএসবি ব্যাঙ্কে গ্রাজুয়েট যোগ্যতায় অ্যাপ্রেন্টিস নিয়োগ শুরু করেছে। নিয়োগ ...

PSB Apprentice Recruitment 2025
Published On:
Follow
Join
Subscribe

PSB Apprentice Recruitment 2025: ব্যাঙ্কে বসে কাজ করতে যাদের ইচ্ছা করে তাদের জন্য মহা খুশির খবর। পিএসবি ব্যাঙ্কে গ্রাজুয়েট যোগ্যতায় অ্যাপ্রেন্টিস নিয়োগ শুরু করেছে। নিয়োগ হবে সারা ভারত জুড়ে। ৩০শে মার্চ অনলাইনে আবেদনের শেষ তারিখ।

অ্যাপ্রেন্টিস নিয়োগে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সক্রম কত হতে হবে, আবেদনের শেষ তিথি এইসমস্ত নিয়েই আজকের প্রতিবেদন রচনা।

নিয়োগকারী দপ্তর : পাঞ্জাব এবং সিণ্ড ব্যাঙ্ক (PSB ব্যাঙ্ক)।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু24/03/2025
আবেদনের শেষ তারিখ30/03/2025

পদ ও শূন্যপদ

পদের নামশূন্যপদ
অ্যাপ্রেন্টিস১৫৮ টি।

শিক্ষাগত যোগ্যতার বিবরণ

পদের নামযোগ্যতা
অ্যাপ্রেন্টিসগ্রাজুয়েট ডিগ্রী অথবা সমতুল্য় যোগ্যতা।

Read More : ইণ্ডিয়ান রেলওয়েতে গ্রাজুয়েট যোগ্যতায় বিভিন্ন পদে নিয়োগ! ৭ই এপ্রিল পর্যন্ত আবেদন চলবে।

বেতন পরিকাঠামো (PSB Apprentice Recruitment 2025)

পদের নামবেতন
অ্যাপ্রেন্টিস৯,০০০/- প্রত্যেক মাসে।

বয়সসীমা

পদের নামবয়স
অ্যাপ্রেন্টিস২০-২৮ বছর (1st মার্চ, ২০২৫ অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে)।

আবেদন ফি (PSB Apprentice Recruitment 2025)

জেনারেল/ইডব্লিউএস/ওবিসি২০০/- সঙ্গে ট্যাক্স তার সঙ্গে পেমেন্ট গেটওয়ে চার্জেস।
এসসি/এসটি/পিডব্লিউডি১০০/- সঙ্গে ট্যাক্স তার সঙ্গে পেমেন্ট গেটওয়ে চার্জেস।
পেমেন্ট মেথডঅনলাইন।

আবেদন প্রক্রিয়া

  • https://punjabandsindbank.co.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে।
  • প্রথমে রেজিস্টার করতে হবে www.apprenticeshipindia.gov.in এবং nats.education.gov.in এই পোর্টালে গিয়ে। এই পোর্টালে ১০০ শতাংশ প্রোফাইল কমপ্লিট করতে হবে তবেই ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস হিসাবে আবেদনের যোগ্য হবে।
  • সিলেক্ট করতে হবে নিজস্ব জেলা, রাজ্য।
  • তারপর একটি এনরোলমেন্ট আইডি জেনারেট হবে।

কি কি ডকুমেন্ট প্রয়োজন?

  1. বৈধ আধার নম্বর থাকতে আবেদনকারীর।
  2. যে কোন গভর্নমেন্ট আইডি থাকতে হবে (যেমন, ভোটার/ড্রাইভিং লাইসেন্স/প্যান কার্ড ইত্যাদি)।
  3. বৈধ পার্সোনাল ই-মেল আইডি।
  4. মোবাইল নম্বর নিজের হতে হবে।
  5. পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ।
  6. ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস।
  7. থাম্ব ইম্প্রেশন।
  8. হাতে লেখা ঘোষণাপত্র ইত্যাদি।

নিয়োগ পদ্ধতি

  • ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য় সমস্ত নথিপত্রের অরিজিনাল মার্কশিট, সার্টিফিকেট যাচাই করে দেখা হবে।
  • শারীরিক ফিটনেস পরীক্ষাতেও পাশ করতে হবে।
  • সবশেষে সিলেক্টেড প্রার্থীদের অ্য়াপ্রেন্টিস হিসাবে ট্রেনিং করতে হবে।

Important Links

Notification PDF FormatDownload Here
Official Website Click Here
PSB Apprentice Recruitment 2025 Apply OnlineClick Here

PSB Apprentice Recruitment 2025

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment